ETV Bharat / sports

কতটা গুরুতর চোট ? নিজেই জানালেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন - EURO CUP 2024 - EURO CUP 2024

UEFA Euro Championship 2024: ইউরোর কোয়ার্টারে কোচ গ্যারেথ সাউদগেটের সঙ্গে সংঘর্ষে চোট পেয়েছিলেন হ্যারি কেন ৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে শেষের প্রায় 10 মিনিট খেলতে পারেননি তিনি ৷ তবে, কেনের চোট নিয়ে আশঙ্কা ছিল ৷ যা নিয়ে নিজেই একটি বার্তা দিলেন ইংল্যান্ড অধিনায়ক ৷

ETV BHARAT
হ্যারি কেন ৷ (ছবি- হ্যারি কেন এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 9:04 PM IST

ডুসেলডর্ফ, 7 জুলাই: সুইজারল্যান্ডের বিরুদ্ধে ইউরোর কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ৷ সেই চোট কতটা গুরুতর, তা নিয়ে উদ্বেগ রয়েছে অনুরাগী মহলে ৷ বিবিসি রেডিয়ো ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে যদিও চোট নিয়ে নিজেই তথ্য দিলেন হ্যারি কেন ৷ জানালেন, তিনি ভালো আছেন; তবে ক্লান্ত ৷

ভালো আছেন, জানালেও সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে পারবেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি ইংরেজ অধিনায়ক ৷ তিনি বলেন, "আমি ভালো আছি ৷ সেই সময় খুব ক্লান্ত ছিলাম ৷ ফলে সামান্য ক্র্যাম্প এসে গিয়েছিল ৷ জলের বোতলের উপরে পা পড়ে যাওয়ায় দু’টো থাইয়ে ক্র্যাম্প ধরে যায় ৷ তাই বস (গ্যারেথ সাউদগেট) দ্রুত আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ৷ বদলে ইভানকে (টোনি) নামানোর সিদ্ধান্ত নেন ৷ ও মাঠে নেমে কাজটা করেছে ৷"

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত 90 মিনিটে 1-1 ড্র হয় ৷ ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ ৷ অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের 109 মিনিটে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজির সঙ্গে বল দখলের লড়াইয়ে ভারসাম্য হারান হ্যারি কেন ৷ সেই সময় সাইড লাইনে দাঁড়িয়ে থাকা কোচ সাউদগেটের সঙ্গে ধাক্কা লাগে তাঁর ৷ দ্রুত গতিতে থাকায় ছিটকে গিয়ে ডাগ-আউটের সামনে রাখা একাধিক কুলিং বক্সের উপর গিয়ে পড়েন হ্যারি কেন ৷ যার জেরে তাঁর দু’পায়ের থাইয়ে ক্র্যাম্প ধরে যায় ৷ উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি ৷ মেডিক্যাল টিম সেখানেই তাঁর পরীক্ষা করেন ৷ এরপর কোচ গ্যারেথ সাউদগেট আর কোনও ঝুঁকি নিতে চাননি ৷

দ্রুত অধিনায়ককে তুলে নেন কোচ ৷ বদলে পেনাল্টি স্পেশালিস্ট টোনি ইভানকে পরিবর্ত হিসেবে মাঠে নামান ৷ কারণ, সেই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল পেনাল্টি শুট-আউটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল ৷ আর হয়েছেও তাই ৷ ইংল্যান্ড গোলকিপার জর্ডন পিকফোর্ডের অসাধারণ কৌশলে ইংল্যান্ড পেনাল্টি শুটে 5-3 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ৷ সেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড ৷

ডুসেলডর্ফ, 7 জুলাই: সুইজারল্যান্ডের বিরুদ্ধে ইউরোর কোয়ার্টার ফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ৷ সেই চোট কতটা গুরুতর, তা নিয়ে উদ্বেগ রয়েছে অনুরাগী মহলে ৷ বিবিসি রেডিয়ো ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে যদিও চোট নিয়ে নিজেই তথ্য দিলেন হ্যারি কেন ৷ জানালেন, তিনি ভালো আছেন; তবে ক্লান্ত ৷

ভালো আছেন, জানালেও সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে পারবেন কি না, তা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি ইংরেজ অধিনায়ক ৷ তিনি বলেন, "আমি ভালো আছি ৷ সেই সময় খুব ক্লান্ত ছিলাম ৷ ফলে সামান্য ক্র্যাম্প এসে গিয়েছিল ৷ জলের বোতলের উপরে পা পড়ে যাওয়ায় দু’টো থাইয়ে ক্র্যাম্প ধরে যায় ৷ তাই বস (গ্যারেথ সাউদগেট) দ্রুত আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন ৷ বদলে ইভানকে (টোনি) নামানোর সিদ্ধান্ত নেন ৷ ও মাঠে নেমে কাজটা করেছে ৷"

উল্লেখ্য, সুইজারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত 90 মিনিটে 1-1 ড্র হয় ৷ ফলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ ৷ অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের 109 মিনিটে সুইজারল্যান্ডের ম্যানুয়েল আকানজির সঙ্গে বল দখলের লড়াইয়ে ভারসাম্য হারান হ্যারি কেন ৷ সেই সময় সাইড লাইনে দাঁড়িয়ে থাকা কোচ সাউদগেটের সঙ্গে ধাক্কা লাগে তাঁর ৷ দ্রুত গতিতে থাকায় ছিটকে গিয়ে ডাগ-আউটের সামনে রাখা একাধিক কুলিং বক্সের উপর গিয়ে পড়েন হ্যারি কেন ৷ যার জেরে তাঁর দু’পায়ের থাইয়ে ক্র্যাম্প ধরে যায় ৷ উঠে দাঁড়াতে পারছিলেন না তিনি ৷ মেডিক্যাল টিম সেখানেই তাঁর পরীক্ষা করেন ৷ এরপর কোচ গ্যারেথ সাউদগেট আর কোনও ঝুঁকি নিতে চাননি ৷

দ্রুত অধিনায়ককে তুলে নেন কোচ ৷ বদলে পেনাল্টি স্পেশালিস্ট টোনি ইভানকে পরিবর্ত হিসেবে মাঠে নামান ৷ কারণ, সেই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল পেনাল্টি শুট-আউটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল ৷ আর হয়েছেও তাই ৷ ইংল্যান্ড গোলকিপার জর্ডন পিকফোর্ডের অসাধারণ কৌশলে ইংল্যান্ড পেনাল্টি শুটে 5-3 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ৷ সেখানে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.