ETV Bharat / sports

হাফডজন গোলে নিষ্ফলা রিয়াল-সিটি কোয়ার্টার যুদ্ধ, ঘরে আটকাল আর্সেনালও - UEFA CHAMPIONS LEAGUE - UEFA CHAMPIONS LEAGUE

UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম দু'টি ম্যাচই শেষ হল অমীমাংসিতভাবে ৷ ঘরের মাঠে ম্যান সিটির কাছে আটকে গেল রিয়াল ৷ অন্যদিকে ঘরের মাঠে আর্সেনালও ড্র করল বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৷

UEFA Champions League
শুরু হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার পর্ব
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 8:05 AM IST

Updated : Apr 10, 2024, 8:21 AM IST

মাদ্রিদ/লন্ডন, 10 এপ্রিল: গোলের বন্যায় শুরু হল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ৷ বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সর্বাধিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৷ অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল আর্সেনালের ৷ উত্তেজক দু'টি ম্যাচই শেষ হল অমীমাংসিতভাবে ৷ স্যান্তিয়াগো বার্নাব্যুতে 'লস ব্ল্যাঙ্কোস' 3-3 ড্র করল সিটির বিরুদ্ধে ৷ আর এমিরেটসে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করল গানার্সরা ৷

মাদ্রিদের ঘরের মাঠে এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে সিটিকেে এগিয়ে দেন বার্নার্দো সিলভা ৷ ফ্রি-কিক থেকে পর্তুগিজ তারকার বুদ্ধিদীপ্ত গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 12 মিনিটে বক্সের বাইরে থেকে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গার শট রুবেন ডায়াসের গায়ে প্রতিহত হয়ে গোলে ঢুকলে ম্যাচে সমতা ফেরায় 14 বারের চ্যাম্পিয়নরা ৷ দু'মিনিট বাদেই কার্যত একক দক্ষতায় রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো ৷ 2-1 এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷

পিছিয়ে পড়া সিটি যে দ্বিতীয়ার্ধে ছেড়ে কথা বলবে না, সেটা জানাই ছিল ৷ প্রত্যাশামতো বিরতির পর কামব্যাক করে পেপ গুয়ার্দিয়োলা অ্যান্ড কোং ৷ 66 এবং 71 মিনিটে জোড়া গোল তুলে নিয়ে ম্যাচে ফের এগিয়ে যায় তারা ৷ গোলদু'টি করেন ফিল ফডেন এবং জস্কো গার্দিয়োল ৷ উল্লেখ্য, এদিন সিটির সবক'টি গোলই ছিল দেখার মতো ৷ তবে দ্বিতীয়বারের লিডও ধরে রাখতে পারেনি 'স্কাই ব্লুজ' ৷ 79 মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ভলিতে 3-3 করেন ফেডেরিকো ভালভের্দে ৷ যা ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন ৷ আগামী সপ্তাহে ইতিহাদে সেমির টিকিটের লক্ষ্যে ফের নামবে দু'দল ৷

অন্য ম্যাচে ঘরের মাঠে এদিন আর্সেনালকে 12 মিনিটে লিড এনে দেন বুকায়ো সাকা ৷ কিন্তু প্রিমিয়র লিগ টপারদের রক্ষণের ত্রুটির সুযোগ নিয়ে 18 মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান আর্সেনাল প্রাক্তনী সার্জ ন্যাবরি ৷ 32 মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেনের গোলে এগিয়েও যায় জার্মান জায়ান্টরা ৷ তবে 76 মিনিটে সুপার-সাব লিয়ান্দ্রো ট্রসার্ড গোলে হোম ম্যাচ অমীমাংসিত রাখতে সক্ষম হয় 'গানার্স' ৷

আরও পড়ুন:

  1. কোন অঙ্কে শেষ ছ’য়ের রাস্তা খুলবে ইস্টবেঙ্গলের ?
  2. প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা

মাদ্রিদ/লন্ডন, 10 এপ্রিল: গোলের বন্যায় শুরু হল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ৷ বুধবার ভারতীয় সময় মধ্যরাতে ঘরের মাঠে গতবারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হয়েছিল প্রতিযোগিতার সর্বাধিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৷ অন্যদিকে অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখ মুখোমুখি হয়েছিল আর্সেনালের ৷ উত্তেজক দু'টি ম্যাচই শেষ হল অমীমাংসিতভাবে ৷ স্যান্তিয়াগো বার্নাব্যুতে 'লস ব্ল্যাঙ্কোস' 3-3 ড্র করল সিটির বিরুদ্ধে ৷ আর এমিরেটসে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করল গানার্সরা ৷

মাদ্রিদের ঘরের মাঠে এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটে সিটিকেে এগিয়ে দেন বার্নার্দো সিলভা ৷ ফ্রি-কিক থেকে পর্তুগিজ তারকার বুদ্ধিদীপ্ত গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লিড যদিও বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ 12 মিনিটে বক্সের বাইরে থেকে এডুয়ার্ডো ক্যামাভিঙ্গার শট রুবেন ডায়াসের গায়ে প্রতিহত হয়ে গোলে ঢুকলে ম্যাচে সমতা ফেরায় 14 বারের চ্যাম্পিয়নরা ৷ দু'মিনিট বাদেই কার্যত একক দক্ষতায় রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো ৷ 2-1 এগিয়ে থেকেই বিরতিতে যায় কার্লো আনসেলোত্তির ছেলেরা ৷

পিছিয়ে পড়া সিটি যে দ্বিতীয়ার্ধে ছেড়ে কথা বলবে না, সেটা জানাই ছিল ৷ প্রত্যাশামতো বিরতির পর কামব্যাক করে পেপ গুয়ার্দিয়োলা অ্যান্ড কোং ৷ 66 এবং 71 মিনিটে জোড়া গোল তুলে নিয়ে ম্যাচে ফের এগিয়ে যায় তারা ৷ গোলদু'টি করেন ফিল ফডেন এবং জস্কো গার্দিয়োল ৷ উল্লেখ্য, এদিন সিটির সবক'টি গোলই ছিল দেখার মতো ৷ তবে দ্বিতীয়বারের লিডও ধরে রাখতে পারেনি 'স্কাই ব্লুজ' ৷ 79 মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত ভলিতে 3-3 করেন ফেডেরিকো ভালভের্দে ৷ যা ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন ৷ আগামী সপ্তাহে ইতিহাদে সেমির টিকিটের লক্ষ্যে ফের নামবে দু'দল ৷

অন্য ম্যাচে ঘরের মাঠে এদিন আর্সেনালকে 12 মিনিটে লিড এনে দেন বুকায়ো সাকা ৷ কিন্তু প্রিমিয়র লিগ টপারদের রক্ষণের ত্রুটির সুযোগ নিয়ে 18 মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান আর্সেনাল প্রাক্তনী সার্জ ন্যাবরি ৷ 32 মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেনের গোলে এগিয়েও যায় জার্মান জায়ান্টরা ৷ তবে 76 মিনিটে সুপার-সাব লিয়ান্দ্রো ট্রসার্ড গোলে হোম ম্যাচ অমীমাংসিত রাখতে সক্ষম হয় 'গানার্স' ৷

আরও পড়ুন:

  1. কোন অঙ্কে শেষ ছ’য়ের রাস্তা খুলবে ইস্টবেঙ্গলের ?
  2. প্রথমবার টানা দুই ম্যাচে জয় ইস্টবেঙ্গলের, বেঁচে রইল সুপার সিক্সের আশা
Last Updated : Apr 10, 2024, 8:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.