ফ্র্যাঙ্কফ্রুট, 18 জুন: ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রিভিউর কাছে হারল মানল বেলজিয়াম ৷ রোমেলু লুকাকুর দু’টি গোল ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রিভিউ বা ভার-এর কারণের বাতিল হয়ে গেল ৷ সোমবার রাতে ইউয়েফা ইউরো কাপে গ্রুপ-ডি’র ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে 0-1 গোলে হারে বেলজিয়াম ৷ কিন্তু, এই ম্যাচে দু’টি গোল করার পরেও, তা বাতিল হয়ে যায় ৷
এই ম্যাচে স্লোভাকিয়ার হয়ে সাত মিনিটের মাথায় গোল করেন ইভান শ্রানজ ৷ কিন্তু, এরপর একাধিক সুযোগ পেয়েও সেই গোল শোধ করতে ব্যর্থ হয় বেলজিয়াম ৷ তাদের রেকর্ড গোল স্কোরার লুকাকু একাধিক সুযোগ পেয়েও, তা কাজে লাগাতে পারেননি ৷ উল্লেখ্য, ম্যাচের দ্বিতীয়ার্ধে লুকাকু দু’বার স্লোভাকিয়ার জালে বল পাঠান ৷ কিন্তু, প্রতিবারেই রোমেলু লুকাকুর গোল দু’টি খারিজ করে দেওয়া হয় ৷ প্রথমটি অফসাইড এবং দ্বিতীয়টি হ্যান্ডবলের কারণে ৷ দু’টি গোলের ক্ষেত্রেই প্লেমেকার ছিলেন কেভিন ডি'ব্রুইন ৷ তিনিই প্রথম গোলে অ্যাসিস্ট করেছিলেন ৷
নাক ফাটল এমবাপের, আত্মঘাতী গোলে অস্ট্রিয়াকে কোনওক্রমে হারাল ফ্রান্স
প্রথম সুযোগটি আসে ম্যাচের 55 মিনিটে ৷ যেখানে গোলের পর লাইন্সম্যান সেটিকে বৈধ ঘোষণা করেন ৷ সেই মতো রেফারি গোল ঘোষণাও করেন ৷ কিন্তু, ততক্ষণে ভিডিয়ো অ্যাসস্ট্যান্ট রিভিউ সিস্টেমে দেখিয়ে দেয়, লুকাকু অফসাইড ছিলেন ৷ ফলে প্রথম গোলটি বাতিল করে দেওয়া হয় ৷ এরপর 86 মিনিটে আরও একটি গোল করেন রোমেলু লুকাকু ৷ কিন্তু, লস ওপেনডা লুকাকুকে বল বাড়ানোর আগে নিজেই হ্যান্ডবল করে ফেলেন ৷ যা ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রিভিউতে ধরা পড়ে ও গোলটি বাতিল হয় ৷
এর মাঝে ম্যাচের 62 মিনিটে স্লোভাকিয়ার ডিফেন্ডার ডেভিড হ্যাংকো নিশ্চিত একটি গোল বাঁচান ৷ তাঁর গোললাইন সেভের দৌলতে বেলজিয়ামের জোহান বাকায়াকোর জোড়াল শট স্কোরে পরিণত হয়নি ৷ তবে, গোল বাঁচাতে গিয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ডেভিড হ্যাংকো ৷ সতীর্থের হাঁটুতে তিনি চোট পান ৷ অন্যদিকে, মিউনিখের মাঠে ইউক্রেনকে 3-0 গোলে হারিয়ে চমক দিয়েছে রোমানিয়া ৷ মাত্র 28 শতাংশ বল পজিশন রেখেও ইউক্রেনকে ধরাশায়ী করে দিয়েছে রোমানিয়া ৷