কলকাতা, 5 জুলাই: কলকাতা লিগজুড়ে এখন চূড়ান্ত অব্যবস্থা। সৌজন্যে ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। গত রবিবার প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে উপস্থিত ছিলেন না ম্যাচ কমিশনার গোপীনাথ পাইন। বৃহস্পতিবার চতুর্থ ডিভিশনের ম্যাচে গ্রিয়ার মাঠে বেহালা এসএসএ এবং পাইকপাড়া স্পোর্টিং ম্যাচ বাতিল হল সিআরএ লাইন্সম্যান পোস্টিং দিতে না পারার কারণে।
মাঠে দু'দলের ফুটবলাররা উপস্থিত ৷ অথচ, লাইন্সম্যান না-আসায় বাতিল হল ম্যাচ । এই ম্যাচ বাতিলের দায় আইএফএর ওপর গিয়ে পড়ছে ৷ বৃহস্পতিবার তৃতীয় এবং চতুর্থ ডিভিশন মিলিয়ে আটটি ম্যাচ ছিল । লাইন্সম্যান দেরিতে আসায় কুড়ি মিনিট দেরিতে খেলা শুরু হয়েছে । সবে কলকাতা লিগে বল গড়ানো শুরু হয়েছে, তার মধ্যে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ম্যাচ কমিশনার যাচ্ছেন না, নীচের ডিভিশনের খেলা দেরিতে শুরু হচ্ছে বা লাইন্সম্যাচ অনুপস্থিত থাকছেন । সব মিলিয়ে সিআরএ চলতি লিগে রেফারি পোস্টিং দিতে গিয়ে বারবার বেকায়দায় পড়ছে।
বৃহস্পতিবার ম্যাচ পরিচালনার পোস্টিং দিতে গিয়ে চারজন রেফারি কম ছিলেন । রেফারি অ্যাসোসিয়েশনের সচিব ভোলা দত্ত বলছেন, "ট্রেন গণ্ডগোলে সংশ্লিষ্ট লাইন্সম্যান আসতে পারেননি। রেফারি লাইন্সম্যান মিলিয়ে ছ'জন অনুপস্থিত ছিলেন। আইএফএ রিজার্ভ রেফারি একজন করে দেয়। ফলে সমস্যা হলে সামাল দেওয়া কঠিন হয়। রেফারি পোষ্টিং কমিটি এই বিষয়টি দেখে।"রেফারি পোষ্টিং কমিটির সদস্য তুষার কান্তি গুহ বলছেন, "ট্রেন গণ্ডগোলে এই সমস্যা হয়েছে।"
বৃহস্পতিবার কলকাতা লিগ ছিল ঘটনাবহুল। লাইন্সম্যান না-আসায় ম্যাচ বাতিল একথা শুনে আইএফএ সহসচিব মহম্মদ জামাল জানান, তিনি পুরো বিষয়টি সচিবকে জানিয়েছেন। শুধু বেহালা এসএসএ বনাম পাইকপাড়া স্পোর্টিং ম্যাচই নয়, লাইন্সম্যান না-আসায় গ্রিয়ার মাঠে বাতিল হয়েছে সিঁথি রাসবিহারী বনাম স্পোর্টিং ম্যাচ। এই পরিস্থিতি সামাল দিতে রেফারি সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে আইএফএ।
তৃতীয় ডিভিশনের ম্যাচে সোনালি শিবির বনাম শ্যামবাজার ইউনাইটেড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ইউনাইটেডের জয়দীপ বগীর নাকের হাড় ভাঙে। এদিকে প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে বেহালা এসএস বনাম ডায়মন্ড হারবার এফসি ক্লাবের খেলাটি 1-1 গোলে শেষ হয়। খারাপ রেফারিং নিয়ে সরব হন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা।