অকল্য়ান্ড, 2 অক্টোবর: শ্রীলঙ্কার মাটিতে হোয়াইটওয়াশের জের ৷ ভারত সফরে আসার আগে আরও বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে ৷ নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি ৷ ফাস্ট বোলারের পরিবর্তে পুনরায় ব্ল্য়াক ক্য়াপস অধিনায়ক নির্বাচিত হলেন ব্যাটার টম ল্যাথাম ৷ দলের স্বার্থেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানালেন সাউদি ৷ নিউজিল্য়ান্ড ক্রিকেট বোর্ডের তরফে সোশাল মিডিয়ায় সেই খবর নিশ্চিত করা হয়েছে ৷
আগামী 16 অক্টোবর ভারতের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে অভিযান শুরু করছে নিউজিল্য়ান্ড ৷ তার আগে অধিনায়কত্বে বদল দলে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার ৷ তবে 14টি টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া সাউদি দায়িত্ব থেকে অব্য়াহতি নিয়ে নিউজিল্যান্ড ক্রিকেটকে দেওয়া এক বিবৃতিতে বলেন, "কেরিয়ারে সবসময় আমি দলকে প্রাধান্য দিয়ে এসেছি ৷ আমার এই সিদ্ধান্তও দলের কথা ভেবেই ৷" একইসঙ্গে সাউদি জানান, অধিনায়কত্ব থেকে সরে এসে আপাতত ব্যক্তিগত পারফরম্যান্সে নজর দিতে পারবেন তিনি ৷ সেইসঙ্গে ধারাবাহিকভাবে উইকেট নিয়ে দলকে জিততে সাহায্য করবেন ৷
Tim Southee has stepped down as BLACKCAPS Test captain, with Tom Latham confirmed to take up the role full-time.
— BLACKCAPS (@BLACKCAPS) October 1, 2024
Latham, who has captained the Test side on nine previous occasions, will lead a 15-strong Test squad including Southee, to India next Friday https://t.co/rdMjvX6Nd5
নয়া অধিনায়ক টম ল্য়াথামকে সর্বোতভাবে তিনি সাহায্য করবেন বলেও অধিনায়কত্ব ছাড়ার সময় জানান সাউদি ৷ 2022 সালে ডিসেম্বরে কেন উইলিয়ামসনের উত্তরসূরি হিসেবে লাল বলের ক্রিকেটে কিউয়িদের দায়িত্ব নিয়েছিলেন সাউদি ৷ ডানহাতি এই জোরে বোলারের অধিনায়কত্বে 14টি টেস্টের মধ্যে 6টি ম্যাচে জয় পেয়েছে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ীরা ৷ বাকি আট ম্য়াচের মধ্যে 6টি'তে হার এবং 2টি ড্র ৷ যার মধ্যে শ্রীলঙ্কার মাটিতে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে হার সাউদির নেতৃত্ব ছাড়ার বিষয়টি আরও তরান্বিত করেছে ৷
দ্বীপরাষ্ট্রে সম্প্রতি 0-2 ব্যবধানে সিরিজ হেরে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ছ'য়ে নেমে গিয়েছে কিউয়িরা ৷ এর মধ্যে গলে দ্বিতীয় টেস্ট ইনিংসে হারতে হয়েছে সাউদিব্রিগেডকে ৷ এমতাবস্থায় আগামীতে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ভারতের সঙ্গে তাঁদেরই মাটিতে তিন ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে 'ব্ল্যাক ক্যাপস'৷ 16 অক্টোবর থেকে যার প্রথমটা শুরু হচ্ছে বেঙ্গালুরুতে ৷ বাকি দু'টি টেস্ট যথাক্রমে অনুষ্ঠিত হবে পুনে ও মুম্বইয়ে ৷