মুম্বই, 22 জুলাই: বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি ও জাদেজা ৷ তাই সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে কুড়ি-বিশের সিরিজে তাঁদের থাকার কথা নয় ৷ পাশাপাশি টি-20 বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীর জমানা ৷ আবার 27 তারিখ থেকে দ্বীপরাষ্ট্রের পাল্লেকেলেতে শুরু হওয়া তিন ম্যাচের টি-20'তে নেতৃত্ব দেবেন নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ সোমবার নতুন কোচ, নতুন অধিনায়ক-সহ ভারতীয় ক্রিকেট দল উড়ে গেল শ্রীলঙ্কার উদ্দেশে ৷
আগামী 27 জুলাই থেকে শুরু হওয়া ভারতীয় দলের দ্বীপরাষ্ট্র সফর শেষ হবে 7 অগস্ট ৷ এদিন দ্বীপরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ দ্বীপরাষ্ট্রে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফরম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ উল্লেখ্য, গম্ভীর যে রোহিত-কোহলিদের হেডস্যর হবে তা নিয়ে বহুদিন ধরে জল্পনা চললেও গত 9 জুলাই সরকারিভাবে গম্ভীরের কাঁধেই 'গুরুদায়িত্ব' তুলে দেওয়া হয় ৷
#WATCH | Mumbai | Indian Men's Cricket Team leaves for Airport, they'll leave for Sri Lanka, shortly.
— ANI (@ANI) July 22, 2024
Indian Cricket Team will play the ODI and T20I series, 3 matches each, against Sri Lanka, starting on July 27 and ending on August 7. pic.twitter.com/J0Bx8o7q9x
নয়া অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দারুণ ছন্দে শুরু করতে চাইবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ বিশ্বজয়ের পরপরই জিম্বাবোয়েতে গিয়ে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু সেটা ছিল ভারতের বি টিম ৷ সেদিক থেকে দেখতে গেলে নয়া কোচ এবং অধিনায়কের অধীনে সিনিয়র দলের প্রথম সফর ৷
একনজরে টি-20 দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ ৷
একনজরে ওডিআই দল: রোহিত শর্মা, (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা ৷