ETV Bharat / sports

সূর্যোদয়ের প্রতীক্ষায় টিম ইন্ডিয়া, 'গুরুদায়িত্বে'র প্রথম সফরে গম্ভীর - INDIA TOUR OF SRI LANKA - INDIA TOUR OF SRI LANKA

Indian Cricket Tram: ভারতীয় দলের 'গুরু' দায়িত্ব নিয়ে লঙ্কা সফরে গৌতম গম্ভীর ৷ টিম ইন্ডিয়ার নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর-সহ পুরো ভারতীয় দল মুম্বই বিমানবন্দর থেকে দ্বীপরাষ্ট্রে রওনা দেয় ৷ আগামী 27 তারিখ থেকে ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-20 ও সমসংখ্যক ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলবে ৷ এই সফর থেকেই ভারতীয় ক্রিকেটে গম্ভীর জমানা শুরু হয়েছে ৷

Indian Cricket Tram
নয়া সূর্যোদয়ের প্রতীক্ষায় টিম ইন্ডিয়া (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 4:49 PM IST

Updated : Jul 22, 2024, 7:39 PM IST

মুম্বই, 22 জুলাই: বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি ও জাদেজা ৷ তাই সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে কুড়ি-বিশের সিরিজে তাঁদের থাকার কথা নয় ৷ পাশাপাশি টি-20 বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীর জমানা ৷ আবার 27 তারিখ থেকে দ্বীপরাষ্ট্রের পাল্লেকেলেতে শুরু হওয়া তিন ম্যাচের টি-20'তে নেতৃত্ব দেবেন নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ সোমবার নতুন কোচ, নতুন অধিনায়ক-সহ ভারতীয় ক্রিকেট দল উড়ে গেল শ্রীলঙ্কার উদ্দেশে ৷

নয়া সূর্যোদয়ের প্রতীক্ষায় টিম ইন্ডিয়া (ইটিভি ভারত)

আগামী 27 জুলাই থেকে শুরু হওয়া ভারতীয় দলের দ্বীপরাষ্ট্র সফর শেষ হবে 7 অগস্ট ৷ এদিন দ্বীপরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ দ্বীপরাষ্ট্রে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফরম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ উল্লেখ্য, গম্ভীর যে রোহিত-কোহলিদের হেডস্যর হবে তা নিয়ে বহুদিন ধরে জল্পনা চললেও গত 9 জুলাই সরকারিভাবে গম্ভীরের কাঁধেই 'গুরুদায়িত্ব' তুলে দেওয়া হয় ৷

নয়া অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দারুণ ছন্দে শুরু করতে চাইবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ বিশ্বজয়ের পরপরই জিম্বাবোয়েতে গিয়ে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু সেটা ছিল ভারতের বি টিম ৷ সেদিক থেকে দেখতে গেলে নয়া কোচ এবং অধিনায়কের অধীনে সিনিয়র দলের প্রথম সফর ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত শর্মা, (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা ৷

মুম্বই, 22 জুলাই: বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-20 ম্যাচ থেকে অবসর নিয়েছেন রোহিত, কোহলি ও জাদেজা ৷ তাই সদ্য সমাপ্ত জিম্বাবোয়ে সফরে কুড়ি-বিশের সিরিজে তাঁদের থাকার কথা নয় ৷ পাশাপাশি টি-20 বিশ্বজয়ের পর ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে গৌতম গম্ভীর জমানা ৷ আবার 27 তারিখ থেকে দ্বীপরাষ্ট্রের পাল্লেকেলেতে শুরু হওয়া তিন ম্যাচের টি-20'তে নেতৃত্ব দেবেন নয়া অধিনায়ক সূর্যকুমার যাদব ৷ সোমবার নতুন কোচ, নতুন অধিনায়ক-সহ ভারতীয় ক্রিকেট দল উড়ে গেল শ্রীলঙ্কার উদ্দেশে ৷

নয়া সূর্যোদয়ের প্রতীক্ষায় টিম ইন্ডিয়া (ইটিভি ভারত)

আগামী 27 জুলাই থেকে শুরু হওয়া ভারতীয় দলের দ্বীপরাষ্ট্র সফর শেষ হবে 7 অগস্ট ৷ এদিন দ্বীপরাষ্ট্রে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর ও হেড কোচ গৌতম গম্ভীর একটি সাংবাদিক সম্মেলন করেন ৷ দ্বীপরাষ্ট্রে সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কায় টি-20 সিরিজ খেলবে টিম ইন্ডিয়া ৷ ওডিআই'তে যদিও নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই ৷ দুই ফরম্যাটেই ডেপুটির দায়িত্ব সামলাবেন শুভমন গিল ৷ উল্লেখ্য, গম্ভীর যে রোহিত-কোহলিদের হেডস্যর হবে তা নিয়ে বহুদিন ধরে জল্পনা চললেও গত 9 জুলাই সরকারিভাবে গম্ভীরের কাঁধেই 'গুরুদায়িত্ব' তুলে দেওয়া হয় ৷

নয়া অধিনায়ক সূর্যকুমারের নেতৃত্বে দারুণ ছন্দে শুরু করতে চাইবে বিশ্বচ্যাম্পিয়ন ভারত ৷ বিশ্বজয়ের পরপরই জিম্বাবোয়েতে গিয়ে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া ৷ কিন্তু সেটা ছিল ভারতের বি টিম ৷ সেদিক থেকে দেখতে গেলে নয়া কোচ এবং অধিনায়কের অধীনে সিনিয়র দলের প্রথম সফর ৷

একনজরে টি-20 দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, খলিল আহমেদ, মহম্মদ সিরাজ ৷

একনজরে ওডিআই দল: রোহিত শর্মা, (অধিনায়ক), শুভমন গিল (সহঅধিনায়ক), বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, হর্ষিত রানা ৷

Last Updated : Jul 22, 2024, 7:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.