ETV Bharat / sports

অলিম্পিক্সে টেবিল টেনিসে স্বচ্ছতার সঙ্গে দল বাছাই, দাবি কোচ সৌরভের - Paris Olympics 2024 - PARIS OLYMPICS 2024

Paris Olympics 2024: আসন্ন প্যারিস অলিম্পিক্সে সুযোগ পাননি বাংলার টিটি প্লেয়ার ঐহিকা মুখোপাধ্যায় ৷ কেন সুযোগ পেলেন না দূরন্ত ফর্মে থাকা ঐহিকা ? সেই প্রশ্ন উঠছে ৷ সেই প্রশ্নের জবাব দিলেন জাতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী ৷

ETV BHARAT
ঐহিকা মুখোপাধ্যায় ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 10:17 PM IST

কলকাতা, 19 মে: প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার স্বপ্ন এবারের মতো অধরাই রয়ে গিয়েছে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের ৷ ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন অলিম্পিক্সের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ৷ সেই দল বাছাই একেবারে স্বচ্ছ পদ্ধতিতে হয়েছে বলে জানালেন জাতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী ৷ তাঁর কথায়, "নিয়ম মেনে ব়্যাংকিং অনুযায়ী পুরুষ ও মহিলা দল গঠন করা হয়েছে প্যারিস অলিম্পিক্সের জন্য ৷"

ভারতীয় দলের কোচ এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সৌরভ চক্রবর্তী বলছেন, "ঐহিকা মূল দলে থাকলে বাঙালি হিসেবে ভালো লাগত ৷ আমি কোচের চেয়ারে বসে এশিয়ান গেমসে ওদের ইতিহাস সৃষ্টি করতে দেখেছি ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এক নম্বর খেলোয়াড়কে হারাতে দেখেছি ৷ তারপরে আমার সঙ্গে পারফরম্যান্সের উন্নতির পথ নিয়ে আলোচনা হয়েছে ৷ ঐহিকা নিজেও বলেছে পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করবে ৷ প্যারিসের যে দল বাছা হয়েছে তাতে নির্বাচকরা আর্ন্তজাতিক এবং জাতীয় পর্যায়ের ক্রমতালিকার অবস্থানের ভিত্তিতে স্বচ্ছভাবে দল বেছেছেন ৷ সবটা সঠিক নিয়ম সেটাই হয়েছে ৷"

প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসে ভারতের পুরুষ দলে রয়েছেন শরথ কমল, হরমিত দেশাই এবং মানব ঠক্কর ৷ রিজার্ভে রয়েছেন জি সাথিয়ান ৷ সিঙ্গলস খেলবেন শরথ কমল এবং হরমিত দেশাই ৷ মেয়েদের প্যারিসের দলে রয়েছেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাথ ৷ রিজার্ভে রয়েছেন ঐহিকা মুখোপাধ্যায় ৷ এবারই প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলা দল অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ৷

দেশের যোগ্যতা অর্জনের লড়াইয়ে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ কয়েক মাস আগেও ঐহিকা সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷ এশিয়ান গেমসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে চিনের সেরা জুটিকে পরাস্ত করেন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরেও সিঙ্গলসে বিশ্বের এক নম্বর প্যাডলারকে পরাজিত করে ছিলেন বাংলার মেয়ে ৷ জাতীয় দলের কোচের কথায়, "অতি সম্প্রতি ঐহিকার পারফরম্যান্স গ্রাফ কিছুটা নেমেছে ৷ তার প্রভাব পড়েছিল আর্ন্তজাতিক এবং দেশীয় ক্রমতালিকায় ৷ তার ফলেই দলে জায়গা হয়নি ঐহিকার। "

আরও পড়ুন:

  1. অলিম্পিক্সে এই প্রথম দলগতভাবে টেবিল টেনিস, প্যারিসে যোগ্যতা অর্জন পুরুষ ও মহিলাদের
  2. অলিম্পিকের স্বপ্ন ছুঁতে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা

কলকাতা, 19 মে: প্যারিস অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার স্বপ্ন এবারের মতো অধরাই রয়ে গিয়েছে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের ৷ ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন অলিম্পিক্সের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করেছে ৷ সেই দল বাছাই একেবারে স্বচ্ছ পদ্ধতিতে হয়েছে বলে জানালেন জাতীয় দলের কোচ সৌরভ চক্রবর্তী ৷ তাঁর কথায়, "নিয়ম মেনে ব়্যাংকিং অনুযায়ী পুরুষ ও মহিলা দল গঠন করা হয়েছে প্যারিস অলিম্পিক্সের জন্য ৷"

ভারতীয় দলের কোচ এবং প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সৌরভ চক্রবর্তী বলছেন, "ঐহিকা মূল দলে থাকলে বাঙালি হিসেবে ভালো লাগত ৷ আমি কোচের চেয়ারে বসে এশিয়ান গেমসে ওদের ইতিহাস সৃষ্টি করতে দেখেছি ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে এক নম্বর খেলোয়াড়কে হারাতে দেখেছি ৷ তারপরে আমার সঙ্গে পারফরম্যান্সের উন্নতির পথ নিয়ে আলোচনা হয়েছে ৷ ঐহিকা নিজেও বলেছে পারফরম্যান্সের উন্নতির চেষ্টা করবে ৷ প্যারিসের যে দল বাছা হয়েছে তাতে নির্বাচকরা আর্ন্তজাতিক এবং জাতীয় পর্যায়ের ক্রমতালিকার অবস্থানের ভিত্তিতে স্বচ্ছভাবে দল বেছেছেন ৷ সবটা সঠিক নিয়ম সেটাই হয়েছে ৷"

প্যারিস অলিম্পিকে টেবিল টেনিসে ভারতের পুরুষ দলে রয়েছেন শরথ কমল, হরমিত দেশাই এবং মানব ঠক্কর ৷ রিজার্ভে রয়েছেন জি সাথিয়ান ৷ সিঙ্গলস খেলবেন শরথ কমল এবং হরমিত দেশাই ৷ মেয়েদের প্যারিসের দলে রয়েছেন মনিকা বাত্রা, সৃজা আকুলা এবং অর্চনা কামাথ ৷ রিজার্ভে রয়েছেন ঐহিকা মুখোপাধ্যায় ৷ এবারই প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলা দল অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ৷

দেশের যোগ্যতা অর্জনের লড়াইয়ে বাংলার ঐহিকা মুখোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ৷ কয়েক মাস আগেও ঐহিকা সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ৷ এশিয়ান গেমসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে চিনের সেরা জুটিকে পরাস্ত করেন ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরেও সিঙ্গলসে বিশ্বের এক নম্বর প্যাডলারকে পরাজিত করে ছিলেন বাংলার মেয়ে ৷ জাতীয় দলের কোচের কথায়, "অতি সম্প্রতি ঐহিকার পারফরম্যান্স গ্রাফ কিছুটা নেমেছে ৷ তার প্রভাব পড়েছিল আর্ন্তজাতিক এবং দেশীয় ক্রমতালিকায় ৷ তার ফলেই দলে জায়গা হয়নি ঐহিকার। "

আরও পড়ুন:

  1. অলিম্পিক্সে এই প্রথম দলগতভাবে টেবিল টেনিস, প্যারিসে যোগ্যতা অর্জন পুরুষ ও মহিলাদের
  2. অলিম্পিকের স্বপ্ন ছুঁতে ধাপে ধাপে এগোতে চান ঐহিকা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.