ETV Bharat / sports

দুর্যোগ পেরিয়ে বার্বাডোজ ছাড়ল রোহিত অ্যান্ড কোম্পানি, বৃহস্পতির সকালেই দেশে বিশ্বজয়ীরা - Indian Team set to return Home

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 3, 2024, 10:06 AM IST

Updated : Jul 3, 2024, 2:39 PM IST

Team India will return on 4 July: ঘূর্ণিঝড়ের ফলে বার্বাডোজের একটি পাঁচতারা হোটেলে আটকে ছিল টিম ইন্ডিয়া ৷ অবশেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরছেন বিশ্বজয়ীরা ৷ রোহিত শর্মাদের ফেরানোর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ বুধবার ভারতীয় সময় দুপুরের দিকে বার্বাডোজ ছাড়ে রোহিত অ্যান্ড কোম্পানি ৷

Team India will return on 4 July
বৃহস্পতির সকালেই ফিরছেন রোহিত-কোহলিরা (বিসিসিআই এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 3 জুলাই: অবশেষে স্বস্তির খবর ৷ দেশে ফিরছেন বিশ্বজয়ী টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ তাঁদের সঙ্গেই ফিরবেন সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের পরিবার ও বিসিসিআই সদস্যরা ৷ ভারতীয় সময় 3 জুলাই, অর্থাৎ আজ ভোর 4.30 মিনিটে বার্বাজডোজ থেকে ছেড়েছে ‘মেন ইন ব্লু’র এই স্পেশাল ফ্লাইট ৷ 4 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টায় ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে টিম ইন্ডিয়া ৷

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রোহিত শর্মাদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি ৷ সূত্রের খবর, কালই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বিশ্বজয়ী ভারতীয় দলের ৷

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল টিম ইন্ডিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কার্যত লকডাউনের পরিস্থিতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৷ তারমধ্যেই বিশ্বজয়ীদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সোমবারই চার্টার্ড বিমানে ভারতে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ৷ যদিও ঘূর্ণিঝড়ের ফলে তা হয়নি ৷

রোহিতদের দেশে ফেরানোর বিষয়ে বিসিসিআই সচিব আগেই জানিয়েছিলেন, একাধিক চার্টার অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ তবে সবই বিমানবন্দরের উপর নির্ভর করছে । পরিস্থিতি স্বাভাবিক হলেই চার্টার্ড বিমানে দেশে ফেরানো হবে বিশ্বজয়ীদের ৷ পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই দেশে ফিরছেন খেলোয়াড়েরা ৷ ঘূর্ণিঝড় বেরিলের ফলে বার্বাডোজে ভারতীয় দল ও বোর্ডের সদস্যদের সঙ্গেই আটকে পড়েছিলেন দেশের বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও ৷ রোহিত-কোহলিদের সঙ্গে একই বিমানে দেশে ফিরবেন তাঁরাও ৷

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি মঙ্গলবার জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া সম্ভব হবে ৷ পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই আংশিক খুলেছে গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর ৷ বিসিসিআই’য়ের একটি সূত্র জানিয়েছে, ইউএস বা ইউরোপে রিফুয়েলিং স্টপ দিয়ে সরাসরি ভারতে আসার পরিকল্পনা রয়েছে রোহিত-বিরাটদের।

নয়াদিল্লি, 3 জুলাই: অবশেষে স্বস্তির খবর ৷ দেশে ফিরছেন বিশ্বজয়ী টিম ইন্ডিয়া ৷ বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে নামছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা ৷ তাঁদের সঙ্গেই ফিরবেন সাপোর্ট স্টাফ, ক্রিকেটারদের পরিবার ও বিসিসিআই সদস্যরা ৷ ভারতীয় সময় 3 জুলাই, অর্থাৎ আজ ভোর 4.30 মিনিটে বার্বাজডোজ থেকে ছেড়েছে ‘মেন ইন ব্লু’র এই স্পেশাল ফ্লাইট ৷ 4 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার সকাল 6টায় ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামছে টিম ইন্ডিয়া ৷

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ফোন করে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রোহিত শর্মাদের সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি ৷ সূত্রের খবর, কালই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বিশ্বজয়ী ভারতীয় দলের ৷

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল টিম ইন্ডিয়া ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কার্যত লকডাউনের পরিস্থিতি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ৷ তারমধ্যেই বিশ্বজয়ীদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর ব্যবস্থা করলেন বিসিসিআই সচিব জয় শাহ ৷ সোমবারই চার্টার্ড বিমানে ভারতে রওনা দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ৷ যদিও ঘূর্ণিঝড়ের ফলে তা হয়নি ৷

রোহিতদের দেশে ফেরানোর বিষয়ে বিসিসিআই সচিব আগেই জানিয়েছিলেন, একাধিক চার্টার অপারেটরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ তবে সবই বিমানবন্দরের উপর নির্ভর করছে । পরিস্থিতি স্বাভাবিক হলেই চার্টার্ড বিমানে দেশে ফেরানো হবে বিশ্বজয়ীদের ৷ পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই দেশে ফিরছেন খেলোয়াড়েরা ৷ ঘূর্ণিঝড় বেরিলের ফলে বার্বাডোজে ভারতীয় দল ও বোর্ডের সদস্যদের সঙ্গেই আটকে পড়েছিলেন দেশের বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিকও ৷ রোহিত-কোহলিদের সঙ্গে একই বিমানে দেশে ফিরবেন তাঁরাও ৷

বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি মঙ্গলবার জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে 6 থেকে 12 ঘণ্টার মধ্যে বিমানবন্দর খুলে দেওয়া সম্ভব হবে ৷ পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই আংশিক খুলেছে গ্র্যান্টলি অ্যাডামস আন্তর্জাতিক বিমানবন্দর ৷ বিসিসিআই’য়ের একটি সূত্র জানিয়েছে, ইউএস বা ইউরোপে রিফুয়েলিং স্টপ দিয়ে সরাসরি ভারতে আসার পরিকল্পনা রয়েছে রোহিত-বিরাটদের।

Last Updated : Jul 3, 2024, 2:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.