কলকাতা, 29 জানুয়ারি: 12 বছর পর ইস্টবেঙ্গলের ক্যাবিনেটে সর্বভারতীয় ট্রফি ৷ আর তাঁর আনন্দ-উচ্ছ্বাস সোমবার ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে ৷ লাল-হলুদ রংয়ে ছেয়ে গেল কলকাতা বিমানবন্দর চত্বর ৷ গগনভেদী চিৎকার ও জয়ধ্বনিতে সমর্থকরা স্বাগত জানালেন কার্লেস কুয়াদ্রাত, ক্লেইটন সিলভা, বোরহা হেরেরা, নন্দকুমার, সাউল ক্রেসপোদের ৷ সমর্থকদের এই ভালোবাসায় চওড়া হাসি ফুটে উঠল ইস্টবেঙ্গলের 'প্রফেসর'-এর মুখে ৷
রবিবার ভুবনেশ্বরে অতিরিক্ত সময়ে ওড়িশা এফসি'কে 3-2 গোলে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ৷ উৎকলভূমে তাদের ঘরের দলকে দাপুটে ফুটবল খেলে হারিয়েছে পদ্মাপারের দল ৷ নন্দকুমার, সাউল ক্রেসপো, ক্লেইটন সিলভার গোলে এই জয়ের মাহাত্ম্য লাল-হলুদ ক্লাবের কাছে বিশাল ৷ আর সেটাই দেখা গিয়েছিল ম্যাচের শেষে উৎসবে ৷ আর আজ শহরে ইস্টবেঙ্গল ফুটবলাররা পা-রাখার আগে থেকেই সমর্থকদের সিংহগর্জনে কেঁপে উঠল কলকাতা বিমানবন্দর ৷
টিমের বিমান অবতরণে প্রায় ঘণ্টাখানেক আগে থেকে লাল-হলুদ পতাকা, পোস্টার ও জার্সি পরে হাজার-হাজার সমর্থক এদিন ভিড় করেছিলেন ৷ সঙ্গে ছিল দলের জন্য জয়ধ্বনি ও কোরাস ৷ আর ইস্টবেঙ্গলের ফুটবলাররা যখন এক এক করে বিমানবন্দর থেকে বেরচ্ছেন, তখন তাঁদের নামে জয়ধ্বনি ৷ সাউল ক্রেসপো, ক্লেইটন সিলভা, পারদোরা ইস্টবেঙ্গল সমর্থকদের এই ভালোবাসার ছোঁয়া এতদিন পাননি ৷ কিন্তু, একটা ট্রফি জয়েই সেই উজার করে দেওয়া ভালোবাসায় আপ্লুত তাঁরা ৷ তবে, এই ভালোবাসার গুঁতোয় কিছুটা সমস্যায় পড়তে হল ফুটবলার, ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে ৷
এক এক করে ফুটবলারকে নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে বের করলেন সিআইএসএফ জওয়ানরা ৷ কারণ, সমর্থকদের বাঁধনহারা এই উচ্ছ্বাস ৷ আর কার্লেস কুয়াদ্রাত বিমানবন্দর থেকে বেরিয়ে আসতেই, সেই উচ্ছ্বাস গগন-বিদারী হয়ে ওঠে ৷ তবে, এই আনন্দ, উৎসব সম্ভব হত কিনা, সে নিয়ে গতকাল একটা সংশয় দেখা দিয়েছিল ৷ প্রথমার্ধে যখন 0-1 গোলে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছিল ৷ তবে, দ্বিতীয়ার্ধে এক অন্য ইস্টবেঙ্গলকে দেখেছিল ভুবনেশ্বরের মাঠে খেলা দেখতে যাওয়া সমর্থকরা ৷
51 মিনিটে নন্দকুমারের গোলে প্রথম আশার আলো জাগে ৷ আর সেই আশার আলোকে বিশ্বাসে পরিণত করেছিলেন সাউল ক্রেসপো ৷ পেনাল্টি থেকে গোল করে ৷ তবে, ম্যাচের ইনজুরি টাইমে আবার সেই আশা সামান্য ধাক্কা খায় ৷ যখন আহমেদ জাহু পেনাল্টি থেকে গোল করে ওড়িশা এফসি-কে সমতায় ফেরান ৷ ফাইনাল বাঁশি 2-2 গোলে বাজান রেফারি ৷ তবে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে 111 মিনিটে গোল করে জয় সুনিশ্চিত করেন অধিনায়ক ক্লেইটন সিলভা ৷
আরও পড়ুন: