ETV Bharat / sports

শেষ ওভারে 26 রান তুলেও হার পঞ্জাবের, তৃতীয় জয়ে উজ্জ্বল কামিন্সের হায়দরাবাদ - IPL 2024

SRH vs PBKS in IPL 2024: এইডেন মার্করাম, ট্র্যাভিস হেডদের ব্যর্থতা ঢেকে দিলেন অন্ধ্রের তরুণ ব্যাটার ৷ নিশীথ কুমার রেড্ডির ব্যাটে ভর করে লড়াইয়ের জায়গায় পৌঁছল হায়দরাবাদ ৷ হোম ম্যাচে জিততে গেলে 183 রান করতে হবে পঞ্জাবকে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 9:28 PM IST

Updated : Apr 10, 2024, 6:46 AM IST

মোহালি, 9 এপ্রিল: শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান ৷ আপ্রাণ চেষ্টা সত্ত্বেও 26 রানের বেশি তুলতে পারলেন না দুই অপরাজিত ব্যাটার আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং ৷ শেষদিকে দুই ব্যাটারের ঝোড়ো ইনিংসেও মঙ্গলবার ঘরের মাঠে অল্পের জন্য জয় অধরা রয়ে গেল প্রীতির পঞ্জাব কিংসের ৷ 2 রানে শিখর ধাওয়ানদের হারিয় চলতি আইপিএলে তৃতীয় জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷

183 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন একসময় 91 রানে 5 উইকেট হারায় পঞ্জাব ৷ টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ যে এতটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছতে পারে, তা আন্দাজ করা যায়নি ৷ পরিস্থিতি বদলায় ছয় এবং আট নম্বরে ব্যাট করতে নামা যথাক্রমে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার ব্যাটে ৷ 25 বলে 46 রান করেন শশাঙ্ক ৷ অন্যদিকে 15 বলে অপরাজিত 33 আসে আশুতোষের ব্যাটে ৷ কিন্তু দুই ব্যাটারের অবিভক্ত 64 রানের ইনিংসে জয় আসল না পঞ্জাবের ৷

অ্যাওয়ে ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে এদিন মুখ থুবড়ে পড়ে প্যাট কামিন্সের দলের ব্যাটিং ফ্রন্টলাইনও ৷ দলের তাবড় তাবড় ব্যাটারদের ব্যর্থতার দিনে খেলাটা ধরেন নিশীথ কুমার রেড্ডি ৷ বিশাখাপত্তনমের বছর কুড়ির তরুণের ব্যাটে ভর করেই লড়াইয়ের জায়গায় পৌঁছল হায়দরাবাদ ৷ 37 বলে 64 রানের ঝোড়ো ইনিংসে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন ৷ নির্ধারিত 20 ওভারে হায়দরাবাদের স্কোর 182 রান ৷

15 বলে 21 রান করে ফেরেন ট্র্যাভিস হেড ৷ বিশ্বকাপ ফাইনালের নায়ক চালিয়ে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ৷ ব্যর্থ অভিষেক শর্মাও ৷ মুম্বই ম্যাচে তাঁর ব্যাটেই স্বপ্নের স্কোর খাড়া করেছিল এসআরএইচ ৷ এদিন অভিষেকের অবদান 11 বলে 16 ৷ খাতাই খুলতে পারেননি এইডেন মার্করাম ৷ দু’বল খেলেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার ৷ এদিন ম্যাচের সেরা হায়দরাবাদের নিশীথই ৷ ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংসের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 2022 সালেই ঋতুরাজকে গুরুদায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেছিলেন ধোনি
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
  3. যশের দাপটে ইতি শুভমনের গুজরাতের, 33 রানে জয়ে লিগ টেবিলে তিনে উঠল লখনউ

মোহালি, 9 এপ্রিল: শেষ ওভারে প্রয়োজন ছিল 29 রান ৷ আপ্রাণ চেষ্টা সত্ত্বেও 26 রানের বেশি তুলতে পারলেন না দুই অপরাজিত ব্যাটার আশুতোষ শর্মা এবং শশাঙ্ক সিং ৷ শেষদিকে দুই ব্যাটারের ঝোড়ো ইনিংসেও মঙ্গলবার ঘরের মাঠে অল্পের জন্য জয় অধরা রয়ে গেল প্রীতির পঞ্জাব কিংসের ৷ 2 রানে শিখর ধাওয়ানদের হারিয় চলতি আইপিএলে তৃতীয় জয় ছিনিয়ে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷

183 রানে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন একসময় 91 রানে 5 উইকেট হারায় পঞ্জাব ৷ টপ-অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ যে এতটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে পৌঁছতে পারে, তা আন্দাজ করা যায়নি ৷ পরিস্থিতি বদলায় ছয় এবং আট নম্বরে ব্যাট করতে নামা যথাক্রমে শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মার ব্যাটে ৷ 25 বলে 46 রান করেন শশাঙ্ক ৷ অন্যদিকে 15 বলে অপরাজিত 33 আসে আশুতোষের ব্যাটে ৷ কিন্তু দুই ব্যাটারের অবিভক্ত 64 রানের ইনিংসে জয় আসল না পঞ্জাবের ৷

অ্যাওয়ে ম্যাচ প্রথমে ব্যাট করতে নেমে এদিন মুখ থুবড়ে পড়ে প্যাট কামিন্সের দলের ব্যাটিং ফ্রন্টলাইনও ৷ দলের তাবড় তাবড় ব্যাটারদের ব্যর্থতার দিনে খেলাটা ধরেন নিশীথ কুমার রেড্ডি ৷ বিশাখাপত্তনমের বছর কুড়ির তরুণের ব্যাটে ভর করেই লড়াইয়ের জায়গায় পৌঁছল হায়দরাবাদ ৷ 37 বলে 64 রানের ঝোড়ো ইনিংসে দলকে ভালো জায়গায় পৌঁছে দিলেন ৷ নির্ধারিত 20 ওভারে হায়দরাবাদের স্কোর 182 রান ৷

15 বলে 21 রান করে ফেরেন ট্র্যাভিস হেড ৷ বিশ্বকাপ ফাইনালের নায়ক চালিয়ে শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ৷ ব্যর্থ অভিষেক শর্মাও ৷ মুম্বই ম্যাচে তাঁর ব্যাটেই স্বপ্নের স্কোর খাড়া করেছিল এসআরএইচ ৷ এদিন অভিষেকের অবদান 11 বলে 16 ৷ খাতাই খুলতে পারেননি এইডেন মার্করাম ৷ দু’বল খেলেই ক্রিজ ছাড়েন প্রোটিয়া ব্যাটার ৷ এদিন ম্যাচের সেরা হায়দরাবাদের নিশীথই ৷ ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংসের পাশাপাশি বল হাতে একটি উইকেটও নেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 2022 সালেই ঋতুরাজকে গুরুদায়িত্ব পালনের জন্য প্রস্তুত হতে বলেছিলেন ধোনি
  2. 14 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল চেন্নাই, চলতি আইপিএলে প্রথম হার নাইটদের
  3. যশের দাপটে ইতি শুভমনের গুজরাতের, 33 রানে জয়ে লিগ টেবিলে তিনে উঠল লখনউ
Last Updated : Apr 10, 2024, 6:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.