ETV Bharat / sports

বিশ্বকাপ যোগ্যতা অর্জনের মঞ্চে 150তম আন্তর্জাতিক ম্যাচে নামছেন ছেত্রী - Sunil Chhetri - SUNIL CHHETRI

Sunil Chhetri's 150th International Match: তাঁকে ভারতীয় ফুটবলের সর্বকালীন সেরা খেলোয়াড়দের মধ্যে একজন বলাই যায় ৷ অন্তত আন্তর্জাতিক ফুটবলে তাঁর গোল ও পারফর্ম্যান্সের নিরিখে ৷ সেই সুনীল ছেত্রী আগামী মঙ্গলবার আরও একটি মাইলস্টোন ছুঁতে চলেছেন ৷

Image Courtesy: Indian Football Team X
Image Courtesy: Indian Football Team X
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 12:37 PM IST

নয়াদিল্লি, 24 মার্চ: প্রায় দু’দশক আগে জাতীয় দলের জার্সিতে অভিষেক করেছিলেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী ৷ তাঁর আন্তর্জাতিক ফুটবলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান ৷ এবার আরও একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তিনি ৷ আগামী মঙ্গলবার গুয়াহাটিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ যেটি সুনীল ছেত্রীর 150তম আন্তর্জাতিক ম্যাচ ভারতীয় জার্সিতে ৷ আর ঘরের মাঠে এই ম্যাচ জিতে ভারতের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্নের আরও কাছে যেতে চাইবেন ছেত্রী ৷

ভারত অধিনায়ককে তাঁর এই বিশেষ দিনে সম্মানিত করবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ এআইএফএফের সোশাল মিডিয়া সাইটে এনিয়ে একটি পোস্টও করা হয়েছে ৷ ফিফা বিশ্বকাপ 2026-এর যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথমবার খেলছে ভারত ৷ যেখানে প্রথম লেগের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ব্লু টাইগার্স ৷ সেই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছিল ভারত ৷ তা সত্ত্বেও, 1 পয়েন্ট ও একটি ম্যাচ জিতে মোট 4 পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রীর দল গ্রুপ-এ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ৷

মঙ্গলবার সুনীল ছেত্রী বিশ্ব ফুটবলের 40তম খেলোয়াড় হবেন, যিনি জাতীয় দলের জার্সিতে দেড়শো বা তার বেশি ম্যাচ খেলছেন ৷ যেখানে এই তালিকায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 205 ম্যাচ খেলে প্রথম স্থানে রয়েছেন ৷ এমনকী সিআর সেভেন আন্তর্জাতিক গোলের নিরিখেও সবার উপরে ৷ উল্লেখ্য, মাত্র 19 বছর বয়সে ছেত্রী তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2005 সালের 12 জুন ৷ কোয়েট্টায় পাকিস্তানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর ৷ সেই ম্যাচ ভারত 1-1 ড্র করেছিল ৷ আর ভারতীয় দলের একমাত্র স্কোরার ছিলেন সুনীল ৷

সেই থেকে 149টি ম্যাচ খেলেছেন নীল জার্সিতে ৷ যেখানে 93টি গোল করেছেন আন্তর্জাতিক ম্যাচে ৷ উল্লেখ্য, সুনীল ছেত্রী ভারতের জার্সিতে প্রথম, 25, 50, 75, 100 ও 125তম ম্যাচে একটি করে গোল করেছেন ৷ সেই ধারা বজায় রেখে 150তম মাইলস্টোনের ম্যাচেও গোল করে ভারতকে জয়ের স্বাদ দিতে চাইবেন ক্যাপ্টেন ছেত্রী ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাঅর্জনে গ্রুপে দ্বিতীয়স্থানে ভারত, আফগানদের বিরুদ্ধে সুনীলদের ম্যাচ গোলশূন্য
  2. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার

নয়াদিল্লি, 24 মার্চ: প্রায় দু’দশক আগে জাতীয় দলের জার্সিতে অভিষেক করেছিলেন ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী ৷ তাঁর আন্তর্জাতিক ফুটবলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল পাকিস্তান ৷ এবার আরও একটি মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তিনি ৷ আগামী মঙ্গলবার গুয়াহাটিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে নামছে ভারত ৷ যেটি সুনীল ছেত্রীর 150তম আন্তর্জাতিক ম্যাচ ভারতীয় জার্সিতে ৷ আর ঘরের মাঠে এই ম্যাচ জিতে ভারতের প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্নের আরও কাছে যেতে চাইবেন ছেত্রী ৷

ভারত অধিনায়ককে তাঁর এই বিশেষ দিনে সম্মানিত করবে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন ৷ এআইএফএফের সোশাল মিডিয়া সাইটে এনিয়ে একটি পোস্টও করা হয়েছে ৷ ফিফা বিশ্বকাপ 2026-এর যোগ্যতা অর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথমবার খেলছে ভারত ৷ যেখানে প্রথম লেগের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ব্লু টাইগার্স ৷ সেই ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেছিল ভারত ৷ তা সত্ত্বেও, 1 পয়েন্ট ও একটি ম্যাচ জিতে মোট 4 পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রীর দল গ্রুপ-এ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ৷

মঙ্গলবার সুনীল ছেত্রী বিশ্ব ফুটবলের 40তম খেলোয়াড় হবেন, যিনি জাতীয় দলের জার্সিতে দেড়শো বা তার বেশি ম্যাচ খেলছেন ৷ যেখানে এই তালিকায় পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 205 ম্যাচ খেলে প্রথম স্থানে রয়েছেন ৷ এমনকী সিআর সেভেন আন্তর্জাতিক গোলের নিরিখেও সবার উপরে ৷ উল্লেখ্য, মাত্র 19 বছর বয়সে ছেত্রী তাঁর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2005 সালের 12 জুন ৷ কোয়েট্টায় পাকিস্তানের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে অভিষেক হয়েছিল তাঁর ৷ সেই ম্যাচ ভারত 1-1 ড্র করেছিল ৷ আর ভারতীয় দলের একমাত্র স্কোরার ছিলেন সুনীল ৷

সেই থেকে 149টি ম্যাচ খেলেছেন নীল জার্সিতে ৷ যেখানে 93টি গোল করেছেন আন্তর্জাতিক ম্যাচে ৷ উল্লেখ্য, সুনীল ছেত্রী ভারতের জার্সিতে প্রথম, 25, 50, 75, 100 ও 125তম ম্যাচে একটি করে গোল করেছেন ৷ সেই ধারা বজায় রেখে 150তম মাইলস্টোনের ম্যাচেও গোল করে ভারতকে জয়ের স্বাদ দিতে চাইবেন ক্যাপ্টেন ছেত্রী ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপ যোগ্যতাঅর্জনে গ্রুপে দ্বিতীয়স্থানে ভারত, আফগানদের বিরুদ্ধে সুনীলদের ম্যাচ গোলশূন্য
  2. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.