ETV Bharat / sports

কলকাতাতেই কেরিয়ারের ইতি! জাতীয় দলের জার্সিতে অবসর ঘোষণা সুনীলের - Sunil Chhetri Announces Retirement - SUNIL CHHETRI ANNOUNCES RETIREMENT

Sunil Chhetri Announces Retirement: ভারতীয় ফুটবলে 'সুনীল' যুগের অবসান ৷ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী ৷ ভারতীয় ফুটবলের পোস্টার বয় জানালেন আগামী 6 জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফারের পরই বুটজোড়া তুলে রাখবেন ৷

Sunil Chhetri Announces Retirement
ভারত অধিনায়ক সুনীল ছেত্রী (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : May 16, 2024, 10:17 AM IST

Updated : May 16, 2024, 11:11 AM IST

নয়াদিল্লি, 16 মে: যে শহরে তাঁর কেরিয়ারের গোড়াপত্তন, একজন সাধারণ ফুটবলার থেকে 'অসাধারণ' হয়ে ওঠা; সেই কলকাতা থেকেই বুটজোড়া তুলে রাখতে চলেছেন সুনীল ছেত্রী ৷ বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় এক ভিডিয়োবার্তায় জাতীয় দলের জার্সিতে অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ আগামী 6 জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ, জানিয়ে দিলেন সুনীল ছেত্রী ৷

অবসর ঘোষণায় দীর্ঘ দু'দশকের কেরিয়ারে ইতি টানলেন ভারত অধিনায়ক ৷ যার শুরুটা হয়েছিল 2005 পাকিস্তানের বিরুদ্ধে ৷ আত্মপ্রকাশেই গোল করে চমকে দিয়েছিলেন ছেত্রী ৷ সেই স্মরণীয় মুহূর্তের কথা এদিন ভিডিয়োবার্তার শুরুতেই উল্লেখ করেন বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বাধিক গোলদাতা ৷ নামের পাশে 94টি গোল নিয়ে সক্রিয় ফুটবলার হিসেবে তৃতীয় সর্বাধিক গোলদাতা বেঙ্গালুরু এফসি'র এই ফুটবলার ৷

মনিমাণিক্য়ে ভরপুর ছেত্রীর বর্ণময় কেরিয়ারে রয়েছে ছ'বার ফেডারেশেনর বর্ষসেরা ফুটবলারের সম্মান ৷ 2011 অর্জুন পুরস্কার এবং 2019 পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অতীতে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে খেলা এই ফুটবলার ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় দলের বহু সাফল্যের শরিক ছেত্রী ৷ নেহরু কাপ (2007, 2009, 2022), এএফসি চ্যালেঞ্জ কাপ (2008), সাফ চ্যাম্পিয়নশিপ (2011, 2015), ইন্টারকন্টিনেন্টাল কাপ (2017, 2018) জয়ী দলের সদস্য ছিলেন 150টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উনচল্লিশের ছেত্রী ৷

ভিডিয়োবার্তায় ছেত্রী আন্তর্জাতিক কেরিয়ারে 19 বছরের এই জার্নিকে কর্তব্য, চাপ এবং অফুরান আনন্দের সমাহার হিসেবে বর্ণনা করেছেন ৷ একইসঙ্গে তিনি জানান, ফলাফল ভালো হোক কিংবা খারাপ দেশের জার্সিতে কোনও ম্যাচকেই তিনি ব্যক্তিগত হিসেবে গ্রহণ করেননি ৷ তবে শেষ এক-দেড়মাসে কিছুটা উদ্ভূত পরিস্থিতি তাঁকে অবসরের সিদ্ধান্তে চালিত করেছেন বলে জানিয়েছেন ছেত্রী ৷

আরও পড়ুন:

  1. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল
  2. তিন বছর পরে ফেড কাপে ফিরে সোনা জয় নীরজ চোপড়ার

নয়াদিল্লি, 16 মে: যে শহরে তাঁর কেরিয়ারের গোড়াপত্তন, একজন সাধারণ ফুটবলার থেকে 'অসাধারণ' হয়ে ওঠা; সেই কলকাতা থেকেই বুটজোড়া তুলে রাখতে চলেছেন সুনীল ছেত্রী ৷ বৃহস্পতিবার সকালে সোশাল মিডিয়ায় এক ভিডিয়োবার্তায় জাতীয় দলের জার্সিতে অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলের পোস্টার বয় ৷ আগামী 6 জুন বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচই আন্তর্জাতিক কেরিয়ারের শেষ, জানিয়ে দিলেন সুনীল ছেত্রী ৷

অবসর ঘোষণায় দীর্ঘ দু'দশকের কেরিয়ারে ইতি টানলেন ভারত অধিনায়ক ৷ যার শুরুটা হয়েছিল 2005 পাকিস্তানের বিরুদ্ধে ৷ আত্মপ্রকাশেই গোল করে চমকে দিয়েছিলেন ছেত্রী ৷ সেই স্মরণীয় মুহূর্তের কথা এদিন ভিডিয়োবার্তার শুরুতেই উল্লেখ করেন বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বাধিক গোলদাতা ৷ নামের পাশে 94টি গোল নিয়ে সক্রিয় ফুটবলার হিসেবে তৃতীয় সর্বাধিক গোলদাতা বেঙ্গালুরু এফসি'র এই ফুটবলার ৷

মনিমাণিক্য়ে ভরপুর ছেত্রীর বর্ণময় কেরিয়ারে রয়েছে ছ'বার ফেডারেশেনর বর্ষসেরা ফুটবলারের সম্মান ৷ 2011 অর্জুন পুরস্কার এবং 2019 পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন অতীতে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানে খেলা এই ফুটবলার ৷ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় দলের বহু সাফল্যের শরিক ছেত্রী ৷ নেহরু কাপ (2007, 2009, 2022), এএফসি চ্যালেঞ্জ কাপ (2008), সাফ চ্যাম্পিয়নশিপ (2011, 2015), ইন্টারকন্টিনেন্টাল কাপ (2017, 2018) জয়ী দলের সদস্য ছিলেন 150টি আন্তর্জাতিক ম্যাচ খেলা উনচল্লিশের ছেত্রী ৷

ভিডিয়োবার্তায় ছেত্রী আন্তর্জাতিক কেরিয়ারে 19 বছরের এই জার্নিকে কর্তব্য, চাপ এবং অফুরান আনন্দের সমাহার হিসেবে বর্ণনা করেছেন ৷ একইসঙ্গে তিনি জানান, ফলাফল ভালো হোক কিংবা খারাপ দেশের জার্সিতে কোনও ম্যাচকেই তিনি ব্যক্তিগত হিসেবে গ্রহণ করেননি ৷ তবে শেষ এক-দেড়মাসে কিছুটা উদ্ভূত পরিস্থিতি তাঁকে অবসরের সিদ্ধান্তে চালিত করেছেন বলে জানিয়েছেন ছেত্রী ৷

আরও পড়ুন:

  1. ‘ক্যাপ্টেনস নক’, 150তম আন্তর্জাতিকে গোল করে ইতিহাসে সুনীল
  2. তিন বছর পরে ফেড কাপে ফিরে সোনা জয় নীরজ চোপড়ার
Last Updated : May 16, 2024, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.