কলকাতা, 16 মে: 2002 সাল, কলকাতায় পা রেখেছেন অষ্টাদশের সুনীল ছেত্রী ৷ মোহনবাগানকে দু’বার জাতীয় লিগ দেওয়া সুব্রত কোচ তখন গঙ্গাপাড়ের হেডস্যর ৷ তাঁর হাত ধরেই ভারতীয় ফুটবলে ‘ক্যাপি’র উত্থান ৷ এখন অবশ্য গুরু-শিষ্য নন, দেশের সর্বকালের অন্যতম সেরা দুই ফুটবলারের সম্পর্ক বদলেছে শ্বশুর-জামাইয়ে ৷
আগামী 6 জুন যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফারের পরই বুটজোড়া তুলে রাখবেন ৷ নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ ৷ যেই সিদ্ধান্তের কথা শুনে একেবারেই আশ্চর্য হননি সুব্রত ৷ অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ বলছেন, “আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল তো খেলবে । এমন সিদ্ধান্ত ওর আগে চুনী গোস্বামী, অরুণ ঘোষ, সুভাষ ভৌমিকরাও করেছেন । আমি মনে করি ওর এই সিদ্ধান্ত সময়োচিত এবং সঠিক ।”
প্রায় একই সঙ্গে যোগ করেছেন, “আমি ওকে ক্লাব ফুটবলে নিয়ে এসেছিলাম । মোহনবাগানে কোচিং করানোর সময় প্রথম খেলিয়েছিলাম । বাড়িতে ও এখন আমার জামাই । সেই সিদ্ধান্তও আমারই ছিল । তাই আর্ন্তজাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আমার সমর্থন রয়েছে ।” প্রশ্ন হল সুনীল বুট তুলে রাখার পরে উত্তরসূরি কে ? সুব্রত ভট্টাচার্য বলেন, “এখন তো আমাদের মাঠে ঢোকার অনুমতি নেই । তাই সেভাবে বলতে পারব না । তবে সুনীলের মানের স্ট্রাইকারের অভাব দ্রুত পূরণ সম্ভব নয় ।”
6 জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে প্রাক-বিশ্বকাপের ম্যাচ খেলে আর্ন্তজাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন সুনীল । দেশের হয়ে 150টি ম্যাচে 94টি গোল করেছেন তিনি । অবসর ঘোষণায় দীর্ঘ দু'দশকের কেরিয়ারে ইতি টানলেন বিশ্ব ফুটবলের চতুর্থ সর্বাধিক গোলদাতা ৷
আরও পড়ুন: