গল, 29 সেপ্টেম্বর: ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল শনিবারই ৷ ইনিংসে জয় তুলে নিতে রবিবার দ্বিতীয় টেস্টের চতুর্থদিন শ্রীলঙ্কার দরকার ছিল পাঁচ উইকেট ৷ রবিবার 161 রান যোগ করে সেই পাঁচ উইকেট খোয়াল নিউজিল্যান্ড ৷ সবমিলিয়ে ইনিংস ও 154 রানে দ্বিতীয় টেস্ট জিতে ঘরের মাঠে কিউয়িদের হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা ৷ সেইসঙ্গে 15 বছর পর 'ব্ল্যাক ক্যাপসে'র বিরুদ্ধে লাল বলের সিরিজ জিতল দ্বীপরাষ্ট্র ৷ সিরিজ হারের ফলে ভারতে আসার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সাতে নেমে গেলেন কেন উইলিয়ামসনরা ৷
অন্যদিকে বড় ব্যবধানে জিতে পয়েন্ট তালিকার তৃতীয়স্থানে অবস্থান পোক্ত করল দ্বীপরাষ্ট্র ৷ 55.56 শতাংশ জয় নিয়ে নিয়ে দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার কাঁধে নিঃশ্বাস ফেলছে তাঁরা ৷ শ্রীলঙ্কার 602 রানের পাহাড়প্রমাণ রানের বিরুদ্ধে প্রথম ইনিংসে 88 রানে গুটিয়ে যায় নিউজিল্য়ান্ড ৷ এরপর তৃতীয়দিনের শেষে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে 199 রান তুলেছিল সফরকারী দল ৷ চতুর্থদিন গতকালের অপরাজিত দুই ব্য়াটার টম ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অর্ধশতরান পূর্ণ করেন ৷ তবে তাঁদের লড়াই ইনিংস হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না ৷
ব্লান্ডেল আউট হন 60 রানে ৷ ফিলিপস করেন 78 রান ৷ মিচেল স্য়ান্টনারও খেলেন 67 রানের ইনিংস ৷ তা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে 360 রানে অলআউট হয়ে যায় নিউজিল্য়ান্ড ৷ প্রথম ইনিংসে প্রবথ জয়সূর্যর পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার হয়ে 6টি উইকেট নেন নিশান পেইরিস ৷ জয়সূর্য নেন 3টি উইকেট ৷ গলের বাইশ গজে সিংহলী স্পিনারদের দাপটে ইনিংস হার এড়ানো সম্ভব হয়নি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম খেতাবজয়ীদের ৷
A thumping win for Sri Lanka in Galle 💪#WTC25 | #SLvNZ 📝: https://t.co/MBQXWEOCeW pic.twitter.com/Uo6TmIdocc
— ICC (@ICC) September 29, 2024
প্রথম ইনিংসে অপরাজিত 182 রানের সুবাদে ম্য়াচের সেরা কামিন্দু মেন্ডিস ৷ 18 উইকেট নিয়ে সিরিজের সেরা প্রবথ জয়সূর্য ৷ দ্বীপরাষ্ট্রের মাটিতে 0-2 ব্যবধানে সিরিজ হারের ফলে আট ম্য়াচে 36 পয়েন্ট নিয়ে ডব্লিউটিসি টেবিলে সাতে নেমে গেল কিউয়িরা ৷ 16 অক্টোবর ভারতের মাটিতে টেস্ট সিরিজে অভিযান শুরুর আগে যা উদ্বেগের বিষয় ৷ অন্যদিকে তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার ঝুলিতে 9 ম্যাচে 60 পয়েন্ট ৷