কলকাতা, 14 ডিসেম্বর: ইস্টবেঙ্গল ক্লাবের সোনালি দিনের নানা স্মৃতি ছুঁয়ে দেখলেন বর্তমান খেলোয়াড়রা ৷ আর সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজল ইস্টবেঙ্গল দল ৷ ফুটবলারদের উদ্বুদ্ধ করতে লাল-হলুদ ক্লাবের 104 বছরের ইতিহাস তুলে ধরল লগ্নিকারী সংস্থা ৷ নিজেদের আর্ট গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করে তারা ৷
চলতি আইএসএলে ঘুরে দাঁড়ানোর চেষ্টার মাঝেই চোট আঘাত ও কার্ড সমস্যা মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে লাল-হলুদে ৷ ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে দশ জনে খেলে হেরেছে অস্কার ব্রুজোর দল ৷ ছয় ম্যাচ অপরাজিত থাকার পর যা ফের অন্ধকার ডেকে এনেছে ইস্টবেঙ্গল শিবিরে ৷ তার উপর মাদি তালালের চোট এবং জিকসন সিংয়ের লাল কার্ড ৷
মঙ্গলবার পঞ্জাব এফসির বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে কোচ অস্কার ব্রুজোকে সমস্যায় পড়তে হতে পারে ৷ এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে চলেছেন অস্কার ৷ একরাশ চিন্তা ও হতাশা ঝেড়ে ঘুরে দাঁড়াতে কোচ এবং ফুটবলারদের সামনে ক্লাবের 104 বছরের ইতিহাস তুলে ধরল ইমামি ৷ ঐতিহ্য ও লড়াইয়ের কথা বলে অনুপ্রাণিত করার চেষ্টা করলেন প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলাররা ৷
লগ্নিকারী সংস্থা নিজেদের আর্ট গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করে ৷ সেখানে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের পুরনো দিনের নানা সামগ্রী ৷ জার্সি, বুট, পতাকা ও ট্রফিতে লাল-হলুদ ঐতিহ্য তুলে ধরা হয় ৷ যা কোচ অস্কার ব্রুজো, ফুটবলার ক্লেটন সিলভা, হিজাজি মাহের, সায়ন বন্দ্যোপাধ্যায়রা ছুঁয়ে দেখলেন ৷ কঠিন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর মানসিক রসদ সংগ্রহ করলেন তাঁরা ৷
প্রদর্শনীতে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় এবং মনোরঞ্জন ভট্টাচার্যের মতো কিংবদন্তী ফুটবলাররা ৷ তাঁরা দলের লড়াকু মানসিকতার কথা বলে বর্তমান দলের লড়াইয়ের প্রশংসা করলেন ৷ ছিলেন লগ্নিকারী ইমামির অন্যতম শীর্ষকর্তা বিভাস আগরওয়াল ৷ সবার মুখে ঘুরে দাঁড়ানোর কথা যেমন শোনা গেল, তেমনই ওড়িশা এফসি ম্যাচে খারাপ রেফারিংয়ের অভিযোগও উঠল ৷
ছিলেন গায়ক সমর্থক মনোময় ভট্টাচার্য এবং তাঁর পুত্র আকাশ ভট্টাচার্য ৷ তাঁরাও খারাপ রেফারিংয়ের অভিযোগ তুলে সরব হলেন ৷ পাশাপাশি বাবা ও ছেলে ইস্টবেঙ্গলের জন্য নতুন গান বেঁধেছেন ৷ গানটির সুরকার ও গীতিকার আকাশ ভট্টাচার্য ৷ বাইপাসের ধারে রুবি মোড়ের কাছে কেসিসি আর্ট গ্যালারিতে এই প্রদশর্ন চলবে 22 ডিসেম্বর পর্যন্ত ৷