কলকাতা, 18 ফেব্রুয়ারি: যশস্বী জয়সওয়ালকে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই দেখতে চান সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজকোটে তাঁর বিধ্বংসী পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের উজ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় বলে মনে করেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। "যশস্বী জয়সওয়াল অসাধারণ ক্রিকেটার। ভবিষ্যতের ক্রিকেটার। সব ধরনের ক্রিকেটের জন্যই শস্বী উপযুক্ত," বলছেন মহারাজ। পাঁচ টেস্টের সিরিজে ভারত 2-1 ব্যবধানে এগিয়ে গেল। ফলে সিরিজের নিয়ন্ত্রণ এখন রোহিত শর্মাদের হাতে।"
"অনেক ক্রিকেটার নেই। তবুও ভারত 2-1 ব্যবধানে এগিয়ে। ভারতকে ভারতে হারানো কঠিন", ভবিষ্যতবাণী প্রাক্তন বোর্ড প্রধানের। বাজদল নিয়ে চর্চা বিশ্বজুড়ে। সৌরভ বলছেন, "ইংল্যান্ড বাজবলের মত খেলেছে। কিন্তু ভারতীয় দল আরও অনেক এগিয়ে।" রবীন্দ্র জাদেজার পারফরম্যান্সের প্রশংসা সৌরভের গলায়। রাজকোটে পরাজয়ের পরে ইংল্যান্ডের প্রত্যাবর্তন সম্ভব নয় বলে মনে করেন তিনি। বলছেন, "ভারতকে ভারতের মাটিতে হারানো কঠিন।" সরফরাজ খানের প্রশংসা করেছেন। তাঁর মতে ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছেন সরফরাজ। অভিষেক ম্যাচে ভালো খেলেছেন। অনেক দূর যেতে হবে। ভারতের হয়ে দেশের বাইরে ভালো খেলতে হবে তাঁকে।"
দলে একাধিক নতুন মুখের ভিড়। সৌরভ বলছেন, "বিরাট কোহলি, কেএল রাহুলের অনুপস্থিতিতে তরুণ ক্রিকেটারদের সামনে সুযোগ। এই দলটি সম্পূর্ণ নতুন দল।" একইসঙ্গে সৌরভ জানান, একদিনের ক্রিকেটে ভালো নেতৃত্ব দেওয়ার পরে রোহিত শর্মাকে টি-20 নেতৃত্ব দেওয়া সঠিক সিদ্ধান্ত। উল্লেখ্য, এদিন সিএবি'র তরফে মনোজ তিওয়ারির সম্বর্ধনায় যোগ দিয়েছিলেন, বাংলার মহারাজ ৷ সেখান থেকে বেরনোর পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যশস্বীর প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে রবিবার দ্বিতীয় দ্বিশতরান করেন যশস্বী জয়সওয়াল। চোট সারিয়ে মাঠে ফিরে একাই কাঁধে তুললেন ব্যাটিংয়ের দায়িত্ব। রাজকোটের 22 গজে শাসন করেন ইংল্যান্ডের বোলারদের। বিনোদ কাম্বলি, বিরাট কোহলির পর তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু'টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী।
আরও পড়ুন: