ETV Bharat / sports

আরজি কর কাণ্ডে ফের প্রতিবাদী সৌরভ ? এক্সে ডিপি কালো করলেন মহারাজ; মিছিলে ডোনা - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Sourav Ganguly changes Profile Picture on X: তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷ আরজি কর কাণ্ডে নিজের অবস্থান জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ এবার এক্স হ্যান্ডেলে প্রোফাইল ফোটো কালো করে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

Sourav Ganguly changes Profile Picture on X
এক্সে প্রোফাইল ফোটো কালো করলেন মহারাজ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 20, 2024, 1:11 PM IST

Updated : Aug 20, 2024, 2:15 PM IST

কলকাতা, 20 অগস্ট: আরজি কর বিতর্কে ফের সরব সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার রাত দশ’টার পরে দেখা গেল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলের ডিপি (প্রোফাইল ফোটো) বদলে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ পুরনো ডিপি সরিয়ে তা কালো করেছেন মহারাজ ৷ আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার-পড়ুয়ার পাশে দাঁড়িয়ে অনেকেই সোশাল মিডিয়া প্রোফাইলের ডিপি কালো করে ফেলেছেন ৷ সেই তালিকায় নয়া সংযোজন সৌরভ ৷

শনিবার দ্বিতীয়বার আরজি করের ঘটনায় মুখ খুলেছিলেন সৌরভ ৷ রবিবার, 11 অগস্ট তাঁর করা একটি মন্তব্য বিতর্ক শুরু হয় ৷ ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়’ মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে বিভিন্নমহলে ৷ 17 অগস্ট সেই বিতর্কেই জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি ৷ জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷

শনিবার সৌরভ বলেন, ‘গত রবিবার (11 অগস্ট) আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম ৷ আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে । আবারও বলছি এই ঘটনা ভয়ংকর । দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে ৷ তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে ৷ যেভাবে মানুষ প্রতিবাদ করছেন, এ ঘটনা পৃথিবীর যেকোনও প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন ।" এবার আরেকধাপ এগিয়ে ফের প্রতিবাদে শামিল হলেন মহারাজ ৷

গত রবিবার, 11 অগস্ট কী বলেছিলেন সৌরভ ?

মহারাজ বলেন, “খুবই দূর্ভাগ্যজনক ৷ কড়া পদক্ষেপ নেওয়া উচিত ৷ এই ঘটনা ভয়ঙ্কর ৷ সত্যি সত্যিই ভয়ঙ্কর ৷ সব জায়গায় সব কিছু সম্ভব ৷ তাই সেইরকমভাবে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা তৈরি রাখা উচিত ৷ এই ঘটনা যেকোনও জায়গায় হতে পারে । হাসপাতালে হয়েছে ৷ কড়া পদক্ষেপ নিতে হবে ৷ খুব গর্হিত কাজ হয়েছে ।” প্রায় একইসঙ্গে সেদিন যোগ করেছিলেন, “কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এই জন্য নিরাপদ নই ভাবার জায়গা নেই ৷ পৃথিবীর সব জায়গাতেই এইরকম দুর্ঘটনা ঘটে । তাই মেয়েদের নিরাপত্তা নেই, নিরাপদ নয় ভাবা ভুল ৷ পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের সবজায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে । আমরা যেখানে বাস করি সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷

প্রতিবাদীদের পাশে সৌরভ-জায়া ডোনাও

আরজি কর ঘটনার প্রতিবাদে শামিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’ ৷ 21 অগস্ট সন্ধে সাড়ে 7টায় হাঁটবেন ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা । ডোনা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন, ‘‘আমার নাচের স্কুলের মেয়েরা আরজি কর ঘটনার প্রতিবাদে শামিল হতে চাইছে ৷ আমি ওদের সমর্থন করলাম ৷ ওদের চাওয়া তো আমারও চাওয়া ৷ আমিও হাঁটব প্রতিবাদে । তবে, যানজটের কথা ভেবে বেশিদূর যাব না ৷ বেহালা চৌরাস্তায় আমাদের নাচের স্কুল থেকে জেমস লং সরণী হয়ে ব্লাইন্ড স্কুল অবধি হেঁটে ফিরে আসব স্কুলে ৷ শান্তিপূর্ণভাবে, বেশি আওয়াজ না-তুলে হাঁটার পরিকল্পনা আছে আমাদের ।’’

আগেও ডোনা জানিয়েছিলেন, ‘রাত দখল’ প্রতিবাদ কর্মসূচিতেও তাঁর শামিল হওয়ার পরিকল্পনা ছিল ৷ মেয়ের অসুস্থতার কারণেই তাতে যোগ দিতে পারেননি ৷ যদিও স্ত্রী’র নাচের স্কুলের প্রতিবাদী মিছিলে সৌরভ অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

কলকাতা, 20 অগস্ট: আরজি কর বিতর্কে ফের সরব সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ সোমবার রাত দশ’টার পরে দেখা গেল এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলের ডিপি (প্রোফাইল ফোটো) বদলে ফেলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷ পুরনো ডিপি সরিয়ে তা কালো করেছেন মহারাজ ৷ আরজি কর কাণ্ডে নিহত ডাক্তার-পড়ুয়ার পাশে দাঁড়িয়ে অনেকেই সোশাল মিডিয়া প্রোফাইলের ডিপি কালো করে ফেলেছেন ৷ সেই তালিকায় নয়া সংযোজন সৌরভ ৷

শনিবার দ্বিতীয়বার আরজি করের ঘটনায় মুখ খুলেছিলেন সৌরভ ৷ রবিবার, 11 অগস্ট তাঁর করা একটি মন্তব্য বিতর্ক শুরু হয় ৷ ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়’ মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে বিভিন্নমহলে ৷ 17 অগস্ট সেই বিতর্কেই জল ঢেলে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি ৷ জানিয়েছিলেন, তাঁর মন্তব্যের ভুল ব্যখ্যা হয়েছে ৷

শনিবার সৌরভ বলেন, ‘গত রবিবার (11 অগস্ট) আমি এই বিষয়ে মুখ খুলেছিলাম ৷ আমি জানি না আমার বক্তব্যের কী ব্যাখ্যা হয়েছে । আবারও বলছি এই ঘটনা ভয়ংকর । দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে ৷ তদন্ত চলছে, আশা করব দোষীকে চিহ্নিত করে তার শাস্তি হবে ৷ যেভাবে মানুষ প্রতিবাদ করছেন, এ ঘটনা পৃথিবীর যেকোনও প্রান্তে হলে এভাবেই মানুষ গর্জে উঠতেন ।" এবার আরেকধাপ এগিয়ে ফের প্রতিবাদে শামিল হলেন মহারাজ ৷

গত রবিবার, 11 অগস্ট কী বলেছিলেন সৌরভ ?

মহারাজ বলেন, “খুবই দূর্ভাগ্যজনক ৷ কড়া পদক্ষেপ নেওয়া উচিত ৷ এই ঘটনা ভয়ঙ্কর ৷ সত্যি সত্যিই ভয়ঙ্কর ৷ সব জায়গায় সব কিছু সম্ভব ৷ তাই সেইরকমভাবে নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা তৈরি রাখা উচিত ৷ এই ঘটনা যেকোনও জায়গায় হতে পারে । হাসপাতালে হয়েছে ৷ কড়া পদক্ষেপ নিতে হবে ৷ খুব গর্হিত কাজ হয়েছে ।” প্রায় একইসঙ্গে সেদিন যোগ করেছিলেন, “কোনও একটি বিচ্ছিন্ন ঘটনায় সবকিছু বিচার করা উচিত বলে মনে করি না ৷ সবকিছু বা সবাই এই জন্য নিরাপদ নই ভাবার জায়গা নেই ৷ পৃথিবীর সব জায়গাতেই এইরকম দুর্ঘটনা ঘটে । তাই মেয়েদের নিরাপত্তা নেই, নিরাপদ নয় ভাবা ভুল ৷ পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতের সবজায়গায় মেয়েদের নিরাপত্তা রয়েছে । আমরা যেখানে বাস করি সেটা সেরা জায়গা ৷ একটা ঘটনা দিয়ে বিচার করা উচিত নয় ৷

প্রতিবাদীদের পাশে সৌরভ-জায়া ডোনাও

আরজি কর ঘটনার প্রতিবাদে শামিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরী’ ৷ 21 অগস্ট সন্ধে সাড়ে 7টায় হাঁটবেন ‘দীক্ষামঞ্জরী’র ছাত্রছাত্রীরা । ডোনা ইটিভি ভারতের প্রতিনিধিকে জানিয়েছেন, ‘‘আমার নাচের স্কুলের মেয়েরা আরজি কর ঘটনার প্রতিবাদে শামিল হতে চাইছে ৷ আমি ওদের সমর্থন করলাম ৷ ওদের চাওয়া তো আমারও চাওয়া ৷ আমিও হাঁটব প্রতিবাদে । তবে, যানজটের কথা ভেবে বেশিদূর যাব না ৷ বেহালা চৌরাস্তায় আমাদের নাচের স্কুল থেকে জেমস লং সরণী হয়ে ব্লাইন্ড স্কুল অবধি হেঁটে ফিরে আসব স্কুলে ৷ শান্তিপূর্ণভাবে, বেশি আওয়াজ না-তুলে হাঁটার পরিকল্পনা আছে আমাদের ।’’

আগেও ডোনা জানিয়েছিলেন, ‘রাত দখল’ প্রতিবাদ কর্মসূচিতেও তাঁর শামিল হওয়ার পরিকল্পনা ছিল ৷ মেয়ের অসুস্থতার কারণেই তাতে যোগ দিতে পারেননি ৷ যদিও স্ত্রী’র নাচের স্কুলের প্রতিবাদী মিছিলে সৌরভ অংশ নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ৷

Last Updated : Aug 20, 2024, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.