ETV Bharat / sports

'রুপো না-পাওয়ার কারণ নেই', সচিনের পর ভিনেশের হয়ে সওয়াল মহারাজের - SOURAV BACKS VINESH - SOURAV BACKS VINESH

SOURAV SAYS VINESH DESERVES SILVER MEDAL: সৎপথে যদি ফাইনালে পৌঁছে থাকে, তবে ভিনেশের পদক না-মেলার কোনও কারণই নেই ৷ এই ভাষাতেই কুস্তিগীরের হয়ে ব্যাটন ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

SOURAV BACKS VINESH
ভিনেশের হয়ে সওয়াল মহারাজের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 12, 2024, 2:24 PM IST

কলকাতা, 12 অগস্ট: সচিন তেন্ডুলকর ব্যাট ধরেছিলেন আগেই ৷ এবার কুস্তিগীর ভিনেশ ফোগতের হয়ে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি জানালেন, ভিনেশের রুপো না-পাওয়ার কোনও কারণ নেই ৷ উল্লেখ্য, মঙ্গলবার ক্রীড়া আদালত ভারতীয় কুস্তিগীরের রুপোর আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ৷ তার ঠিক আগে রবিবার ভিনেশ ইস্যুতে সরব হলেন মহারাজ ৷

সৌরভ এদিন বলেন, "ফাইনালে ওঠার আগের ইভেন্টগুলো যদি পরিষ্কারভাবে জেতে তাহলে রুপো না-জেতার কোনও কারণ নেই ৷" 'প্রিন্স অফ ক্যালকাটা' আরও বলেন, "প্রত্যেকটা ইভেন্টের আগেই নিশ্চয় ওজন মেপে নেওয়া হয় ৷ আর সেখানে যদি ও সঠিকপথে ফাইনালে পৌঁছে থাকে তাহলে অন্ততপক্ষে রুপোটা ওর প্রাপ্য ৷"

গত 6 অগস্ট মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনাল বাউটের আগে ভিনেশের ওজন পরিমাপে সামান্য ত্রুটি ধরা পড়ে ৷ নির্ধারিত ওজনের তুলনায় 100 গ্রাম বেশি থাকায় ভারতীয় কুস্তিগীরকে স্বর্ণপদক ম্যাচে লড়তে দেওয়া হয়নি ৷ ফাইনালে পৌঁছনো সত্ত্বেও তাঁকে যে কোনও পদক থেকে বঞ্চিত করা হয় ৷ সারারাত ওজন কমানোর প্রচেষ্টা বিফলে যায় ৷ তবু ভারতীয় দলের তরফে আরও কিছুটা সময় চাওয়া হলেও অলিম্পিক্স কমিটি তাতে কর্ণপাত করেনি ৷

পরবর্তীতে ক্রীড়া আদালতে ভিনেশ আবেদন করেন তাঁকে যাতে অন্তত রুপোর পদক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় ৷ সে বিষয়ে শুনানি শেষের পর গত শনিবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে গিয়েছে মঙ্গলবার পর্যন্ত ৷ অর্থাৎ, ক্রীড়া ন্যায়ালয়ের বিচারে ভিনেশের পদক মিলবে কি না, তা জানা যাবে আগামিকালই ৷

এর আগে হরিয়ানার কুস্তিগীরের হয়ে ব্যাট ধরে সচিন লিখেছিলেন, "প্রতিটি খেলার নির্দিষ্ট নিয়ম আছে ৷ সেই নিয়মগুলিকে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা দরকার ৷ ভিনেশ ফোগত ফাইনালে স্বচ্ছভাবে যোগ্যতা অর্জন করেছেন ৷ ওজন সমস্যায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ তাঁর যোগ্য রুপো পদক কেড়ে নেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছি না ৷ এটি খেলোয়াড়সুলভ নয় ৷"

কলকাতা, 12 অগস্ট: সচিন তেন্ডুলকর ব্যাট ধরেছিলেন আগেই ৷ এবার কুস্তিগীর ভিনেশ ফোগতের হয়ে সওয়াল করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতি জানালেন, ভিনেশের রুপো না-পাওয়ার কোনও কারণ নেই ৷ উল্লেখ্য, মঙ্গলবার ক্রীড়া আদালত ভারতীয় কুস্তিগীরের রুপোর আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ৷ তার ঠিক আগে রবিবার ভিনেশ ইস্যুতে সরব হলেন মহারাজ ৷

সৌরভ এদিন বলেন, "ফাইনালে ওঠার আগের ইভেন্টগুলো যদি পরিষ্কারভাবে জেতে তাহলে রুপো না-জেতার কোনও কারণ নেই ৷" 'প্রিন্স অফ ক্যালকাটা' আরও বলেন, "প্রত্যেকটা ইভেন্টের আগেই নিশ্চয় ওজন মেপে নেওয়া হয় ৷ আর সেখানে যদি ও সঠিকপথে ফাইনালে পৌঁছে থাকে তাহলে অন্ততপক্ষে রুপোটা ওর প্রাপ্য ৷"

গত 6 অগস্ট মহিলাদের 50 কেজি বিভাগে ফাইনাল বাউটের আগে ভিনেশের ওজন পরিমাপে সামান্য ত্রুটি ধরা পড়ে ৷ নির্ধারিত ওজনের তুলনায় 100 গ্রাম বেশি থাকায় ভারতীয় কুস্তিগীরকে স্বর্ণপদক ম্যাচে লড়তে দেওয়া হয়নি ৷ ফাইনালে পৌঁছনো সত্ত্বেও তাঁকে যে কোনও পদক থেকে বঞ্চিত করা হয় ৷ সারারাত ওজন কমানোর প্রচেষ্টা বিফলে যায় ৷ তবু ভারতীয় দলের তরফে আরও কিছুটা সময় চাওয়া হলেও অলিম্পিক্স কমিটি তাতে কর্ণপাত করেনি ৷

পরবর্তীতে ক্রীড়া আদালতে ভিনেশ আবেদন করেন তাঁকে যাতে অন্তত রুপোর পদক দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় ৷ সে বিষয়ে শুনানি শেষের পর গত শনিবার রাতে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসার কথা ছিল ৷ কিন্তু তা পিছিয়ে গিয়েছে মঙ্গলবার পর্যন্ত ৷ অর্থাৎ, ক্রীড়া ন্যায়ালয়ের বিচারে ভিনেশের পদক মিলবে কি না, তা জানা যাবে আগামিকালই ৷

এর আগে হরিয়ানার কুস্তিগীরের হয়ে ব্যাট ধরে সচিন লিখেছিলেন, "প্রতিটি খেলার নির্দিষ্ট নিয়ম আছে ৷ সেই নিয়মগুলিকে বিভিন্ন প্রেক্ষাপটে দেখা দরকার ৷ ভিনেশ ফোগত ফাইনালে স্বচ্ছভাবে যোগ্যতা অর্জন করেছেন ৷ ওজন সমস্যায় তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে ৷ তাঁর যোগ্য রুপো পদক কেড়ে নেওয়ার যুক্তি খুঁজে পাচ্ছি না ৷ এটি খেলোয়াড়সুলভ নয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.