ETV Bharat / sports

সিরিজের মাঝেই প্রেমের বর্ষপূর্তি উদযাপনে স্মৃতি, 'ন্যাশনাল ক্রাশে'র প্রেমিককে চেনেন? - Smriti Mandhana - SMRITI MANDHANA

Cricketer Smriti Mandhana: চলছে মহিলা ক্রিকেটের ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের সিরিজ ৷ তারমাঝেই প্রেমজীবনের বর্ষপূর্তিতে মাতলেন 'ন্যাশনাল ক্রাশ' স্মৃতি মন্ধানা ৷ একে একে প্রেমজীবনে পাঁচ বছর পার করলেন ভারতের তারকা ব্যাটার তথা ক্রিকেটের কুইন স্মৃতি মন্ধানা ৷ কেক কেটে প্রেমিকাকে আলিঙ্গন করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন প্রেমিক ৷ কে তিনি?

Cricketer Smriti Mandhana
স্মৃতি মন্ধানা (এক্স)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 4:15 PM IST

নয়াদিল্লি, 9 জুলাই: টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার প্রেমে হাবুডুবু খেয়েছেন এমন অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় ৷ স্মৃতির ব্যাটিং স্টাইলের সঙ্গে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা হয় বহুক্ষেত্রে ৷ চেন্নাইয়ের চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের তিন ফরম্যাটের সিরিজ ৷ আর তারমাঝেই প্রেমিকের সঙ্গে বিশেষ দিন সেলিব্রেট করলেন তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা ৷ সম্প্রতি, স্মৃতির বয়ফ্রেন্ড সোশাল মিডিয়ায় নিজেদের ভালোবাসার বর্ষপূর্তির ছবি পোস্ট করেছেন ৷

কিন্তু জানেন কি স্মৃতি কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন গত কয়েকবছর ধরে ? প্রেমিক পলাশ মুছলের সঙ্গে এর আগেও স্মৃতিকে দেখা গিয়েছে বহুবার ৷ অধিনায়ক মন্ধানা 2024 উইমেন্স প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুকে ট্রফি দিয়ে মাঠেই প্রেমিক পলাশ মুছলকে জড়িয়ে ধরেছিলেন ৷ তখন থেকেই পলাশ মুছলের নাম জুড়ে যায় স্মৃতি মন্ধানার ৷ এবার সোশাল মিডিয়ায় পলাশ মুছল পোস্ট করে জানিয়ে দিলেন, স্মৃতির সঙ্গে তাঁর ভালোবাসার পঞ্চম বর্ষপূর্তির কথা ৷ পাশাপাশি দু'টি ছবিও পোস্ট করেছেন পলাশ ৷ যেখানে একটিতে দেখা যাচ্ছে, দু'জনে মিলে কেক কাটছেন ৷ আর অন্যটিতে স্মৃতিকে পাশে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পলাশ ৷

এবার জানা যাক, স্মৃতির প্রেমিক পলাশ মুছলের পরিচিতি সম্পর্কে ৷ পেশায় গায়ক ও সুরকার পলাশ বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুছলের ভাই ৷ পলাশ ছবির জন্য গান বাঁধেন। এছাড়া দিদি পলককে নিয়ে বিভিন্ন জায়গায় কনসার্টও করেন। পাশাপাশি পলাশ একজন চলচ্চিত্র পরিচালকও। দু'টি সিনেমা-সহ একাধিক মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন তিনি।

চলতি মাসেই 28-এ পা দেবেন স্মৃতি। শোনা যাচ্ছে, পরের বছরই নাকি পলাশকে বিয়ে করতে পারেন ভারতীয় ওপেনার। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আপাতত ক্রিকেটের উপরেই যাবতীয় ফোকাস ধরে রাখতে চান স্মৃতি ৷

নয়াদিল্লি, 9 জুলাই: টিম ইন্ডিয়ার মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানার প্রেমে হাবুডুবু খেয়েছেন এমন অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় ৷ স্মৃতির ব্যাটিং স্টাইলের সঙ্গে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা হয় বহুক্ষেত্রে ৷ চেন্নাইয়ের চলছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা দলের তিন ফরম্যাটের সিরিজ ৷ আর তারমাঝেই প্রেমিকের সঙ্গে বিশেষ দিন সেলিব্রেট করলেন তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা ৷ সম্প্রতি, স্মৃতির বয়ফ্রেন্ড সোশাল মিডিয়ায় নিজেদের ভালোবাসার বর্ষপূর্তির ছবি পোস্ট করেছেন ৷

কিন্তু জানেন কি স্মৃতি কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন গত কয়েকবছর ধরে ? প্রেমিক পলাশ মুছলের সঙ্গে এর আগেও স্মৃতিকে দেখা গিয়েছে বহুবার ৷ অধিনায়ক মন্ধানা 2024 উইমেন্স প্রিমিয়ার লিগে বেঙ্গালুরুকে ট্রফি দিয়ে মাঠেই প্রেমিক পলাশ মুছলকে জড়িয়ে ধরেছিলেন ৷ তখন থেকেই পলাশ মুছলের নাম জুড়ে যায় স্মৃতি মন্ধানার ৷ এবার সোশাল মিডিয়ায় পলাশ মুছল পোস্ট করে জানিয়ে দিলেন, স্মৃতির সঙ্গে তাঁর ভালোবাসার পঞ্চম বর্ষপূর্তির কথা ৷ পাশাপাশি দু'টি ছবিও পোস্ট করেছেন পলাশ ৷ যেখানে একটিতে দেখা যাচ্ছে, দু'জনে মিলে কেক কাটছেন ৷ আর অন্যটিতে স্মৃতিকে পাশে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পলাশ ৷

এবার জানা যাক, স্মৃতির প্রেমিক পলাশ মুছলের পরিচিতি সম্পর্কে ৷ পেশায় গায়ক ও সুরকার পলাশ বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুছলের ভাই ৷ পলাশ ছবির জন্য গান বাঁধেন। এছাড়া দিদি পলককে নিয়ে বিভিন্ন জায়গায় কনসার্টও করেন। পাশাপাশি পলাশ একজন চলচ্চিত্র পরিচালকও। দু'টি সিনেমা-সহ একাধিক মিউজিক ভিডিয়ো পরিচালনা করেছেন তিনি।

চলতি মাসেই 28-এ পা দেবেন স্মৃতি। শোনা যাচ্ছে, পরের বছরই নাকি পলাশকে বিয়ে করতে পারেন ভারতীয় ওপেনার। যদিও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। আপাতত ক্রিকেটের উপরেই যাবতীয় ফোকাস ধরে রাখতে চান স্মৃতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.