ETV Bharat / sports

প্রি-প্যারাগ্লাইডিং বিশ্বকাপে রুপো শ্রেয়সীর, অভিষেকেই তাক লাগাল গোর্খা কন্যা - Pre Paragliding World Cup

Shreyashi Tamang Wins Silver in Pre-Paragliding World Cup: অভিষেকেই নজর কাড়ল 15 বছরের শ্রেয়সী তামাং ৷ প্রি-প্যারাগ্লাইডিং বিশ্বকাপে রুপো জিতল সেন্ট জোসেফ স্কুলের নবম শ্রেণির ছাত্রী ৷

Pre-Paragliding World Cup
প্রি-প্যারাগ্লাইডিং বিশ্বকাপে রুপো শ্রেয়সীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 4, 2024, 3:08 PM IST

কালিম্পং, 4 সেপ্টেম্বর: প্রি-প্যারাগ্লাইডিং বিশ্বকাপে রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করল 15 বছরের শ্রেয়সী তামাং ৷ জীবনের প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েই তাঁক লাগাল গোর্খা কন্যা । 14,400 ফুট উচ্চতায় প্যারাগ্লাইডিং করে শীর্ষতার শিখরে পৌঁছে গেল শ্রেয়সী । মায়ের স্বপ্নপূরণ করার অদম্য জেদেই এই স্বপ্নপূরণ শ্রেয়সীর ৷

শ্রেয়সী তামাং কালিম্পংয়ের সেন্ট জোসেফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ৷ লাদাখের লেহতে আয়োজিত লাদাখ এয়ারো ফেস্টিভ্যাল প্রি-প্যারাগ্লাইডিং অ্যাকুরেসি ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিল । 24 থেকে 28 অগস্ট ওই প্রতিযোগিতা হয় । বিভিন্ন দেশের 109 জন প্রতিযোগির মধ্যে শ্রেয়সী কনিষ্ঠ ৷ অভিষেকেই বিশ্বকাপের মতো মঞ্চে রুপো জিতে রীতিমতো সবাইকে চমকে দিয়েছে সে ৷

শ্রেয়সী বলে, ‘‘আমার মা লীলা তামাংয়ের খুব প্যারাগ্লাইডিং করার শখ ছিল । কিন্তু তিনি পরিবারের নানা প্রতিবন্ধকতার কারণে নিজের স্বপ্নপূরণ করতে পারেননি । কিন্তু আমি যখন প্যারাগ্লাইডিং করার কথা মা’কে জানাই তিনি আমার সিদ্ধান্তে শুধু রাজি নন, আমাকে সবরকম সহযোগিতা করেন ।’’

শ্রেয়সীর বাবা রিনচেন তামাং কালিম্পংয়ে প্যারাগ্লাইডিংয়ের সংস্থা চালাতেন । 2020 সালে করোনায় মৃত্যু হয়। এরপর মা লীলা তামাং ওই সংস্থা চালাতে শুরু করেন । মাত্র 9 বছর বয়সে বাবার হাত ধরে প্যারাগ্লাইডিং শুরু হয় শ্রেয়সীর । স্মৃতি ঘেঁটে শ্রেয়সী বলে, ‘‘বাবা আমাকে প্রথম প্যারাগ্লাইডিং শিখিয়েছিলেন । বাবা মারা যাওয়ার পর 2022 সালের 18 ডিসেম্বর আমি হিমাচল প্রদেশের এক সংস্থায় প্রশিক্ষণ নিতে শুরু করি । সেখানে ছ’ঘন্টা করে গ্রাউন্ড ট্রেনিংয়ের পর আমি নিজে 21 ডিসেম্বর একাই প্যারাগ্লাইডিং করি । তখন আমার 13 বছর বয়স ।’’

‘‘গত বছরই আমি ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করানোর চেষ্টা করি । কিন্তু আমার বয়স কম থাকায় আমার নাম বাদ দেওয়া হয় । তবে সেখানে আসা প্রতিযোগীদের সঙ্গে আমাকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছিল ।’’ এবারের বিশ্বকাপে তাইল্যান্ড, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া-সহ বহু দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল । 14,400 ফুট উচ্চতায় প্যারাগ্লাইডিং করে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে ল্যান্ডিং বা অবতরণ করতে হয়েছিল । মোট 12টি ল্যান্ডিং রাউন্ডে প্রতিযোগিতা হয়েছিল । আর তাতেই রুপো জেতে শ্রেয়সী ।

শ্রেয়সীর সেন্ট জোসেফ স্কুলের প্রিন্সিপাল সেন্ট মেরি জেমস বলেন, ‘‘শ্রেয়সী এক অনবদ্য কিশোরী । এতো কম বয়সে প্যারাগ্লাইডিংয়ের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে যে পারফরম্যান্স সে করেছে, তাতে আমরা অত্যন্ত গর্বিত ।’’

আরও পড়ুন:

কালিম্পং, 4 সেপ্টেম্বর: প্রি-প্যারাগ্লাইডিং বিশ্বকাপে রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করল 15 বছরের শ্রেয়সী তামাং ৷ জীবনের প্রথম প্রতিযোগিতায় অংশ নিয়েই তাঁক লাগাল গোর্খা কন্যা । 14,400 ফুট উচ্চতায় প্যারাগ্লাইডিং করে শীর্ষতার শিখরে পৌঁছে গেল শ্রেয়সী । মায়ের স্বপ্নপূরণ করার অদম্য জেদেই এই স্বপ্নপূরণ শ্রেয়সীর ৷

শ্রেয়সী তামাং কালিম্পংয়ের সেন্ট জোসেফ স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ৷ লাদাখের লেহতে আয়োজিত লাদাখ এয়ারো ফেস্টিভ্যাল প্রি-প্যারাগ্লাইডিং অ্যাকুরেসি ওয়ার্ল্ড কাপে অংশ নিয়েছিল । 24 থেকে 28 অগস্ট ওই প্রতিযোগিতা হয় । বিভিন্ন দেশের 109 জন প্রতিযোগির মধ্যে শ্রেয়সী কনিষ্ঠ ৷ অভিষেকেই বিশ্বকাপের মতো মঞ্চে রুপো জিতে রীতিমতো সবাইকে চমকে দিয়েছে সে ৷

শ্রেয়সী বলে, ‘‘আমার মা লীলা তামাংয়ের খুব প্যারাগ্লাইডিং করার শখ ছিল । কিন্তু তিনি পরিবারের নানা প্রতিবন্ধকতার কারণে নিজের স্বপ্নপূরণ করতে পারেননি । কিন্তু আমি যখন প্যারাগ্লাইডিং করার কথা মা’কে জানাই তিনি আমার সিদ্ধান্তে শুধু রাজি নন, আমাকে সবরকম সহযোগিতা করেন ।’’

শ্রেয়সীর বাবা রিনচেন তামাং কালিম্পংয়ে প্যারাগ্লাইডিংয়ের সংস্থা চালাতেন । 2020 সালে করোনায় মৃত্যু হয়। এরপর মা লীলা তামাং ওই সংস্থা চালাতে শুরু করেন । মাত্র 9 বছর বয়সে বাবার হাত ধরে প্যারাগ্লাইডিং শুরু হয় শ্রেয়সীর । স্মৃতি ঘেঁটে শ্রেয়সী বলে, ‘‘বাবা আমাকে প্রথম প্যারাগ্লাইডিং শিখিয়েছিলেন । বাবা মারা যাওয়ার পর 2022 সালের 18 ডিসেম্বর আমি হিমাচল প্রদেশের এক সংস্থায় প্রশিক্ষণ নিতে শুরু করি । সেখানে ছ’ঘন্টা করে গ্রাউন্ড ট্রেনিংয়ের পর আমি নিজে 21 ডিসেম্বর একাই প্যারাগ্লাইডিং করি । তখন আমার 13 বছর বয়স ।’’

‘‘গত বছরই আমি ওই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করানোর চেষ্টা করি । কিন্তু আমার বয়স কম থাকায় আমার নাম বাদ দেওয়া হয় । তবে সেখানে আসা প্রতিযোগীদের সঙ্গে আমাকে প্রশিক্ষণের অনুমতি দেওয়া হয়েছিল ।’’ এবারের বিশ্বকাপে তাইল্যান্ড, নেপাল, ভারত, ইন্দোনেশিয়া-সহ বহু দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিল । 14,400 ফুট উচ্চতায় প্যারাগ্লাইডিং করে একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে ল্যান্ডিং বা অবতরণ করতে হয়েছিল । মোট 12টি ল্যান্ডিং রাউন্ডে প্রতিযোগিতা হয়েছিল । আর তাতেই রুপো জেতে শ্রেয়সী ।

শ্রেয়সীর সেন্ট জোসেফ স্কুলের প্রিন্সিপাল সেন্ট মেরি জেমস বলেন, ‘‘শ্রেয়সী এক অনবদ্য কিশোরী । এতো কম বয়সে প্যারাগ্লাইডিংয়ের মতো প্রতিযোগিতায় অংশ নিয়ে যে পারফরম্যান্স সে করেছে, তাতে আমরা অত্যন্ত গর্বিত ।’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.