জুরিখ, 12 ডিসেম্বর: সৌদি আরবেই সিলমোহর ফিফা’র ৷ ঐতিহাসিক ঘোষণায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, 2034 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব ৷ মরুদেশেই বসছে ফুটবলের সবচেয়ে বড় অনুষ্ঠানের আসর ৷ 2022 সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে ৷ এবার একযুগের মধ্যে ফের আরবে বসছে বিশ্বকাপের আসর ৷
গত বছর, সৌদি আরব 2034 বিশ্বকাপের জন্য একমাত্র বিড করে ৷ সরকারিভাবে ঘোষণার পর সৌদি আরব প্রথমবার এইরকম জৌলুশপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ৷ ক্রীড়াবিশ্ব তাদের ক্রমবর্ধমান উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে গেল গাল্ফ কান্ট্রি । সৌদি আরবের বিড ফিফার বিড মূল্যায়ন দল দ্বারা সর্বোচ্চ স্কোর পেয়েছে ৷ 5 এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 4.2 । ফলে 2034 বিশ্বকাপ প্রথমবারের মতো 48-টিমের টুর্নামেন্ট শুধুমাত্র একটি দেশে অনুষ্ঠিত হবে ।
Introducing the hosts for the next two editions of the @FIFAWorldCup! 🏆
— FIFA (@FIFAcom) December 11, 2024
Morocco, Portugal and Spain will host in 2030, with centenary celebration matches in Argentina, Paraguay and Uruguay.
Four years later, Saudi Arabia will host the FIFA World Cup 2034™. pic.twitter.com/WdOEdNEVxH
2026 বিশ্বকাপে 48টি দলের টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে । 2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷
সম্প্রতি ডানিশ গবেষণা সংস্থা ‘প্লে দ্য গেমের’ একটি প্রতিবেদন জানিয়েছে সৌদি আরব কীভাবে হোস্টিং রাইট সুরক্ষিত করেছে । দেশটির 28টি খেলায় 910টি স্পনসরশিপ চুক্তি রয়েছে যার মধ্যে 194টি ফুটবলে । বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যা সৌদির সার্বভৌম সম্পদ তহবিল, 346টি স্পনসরশিপের সঙ্গে জড়িত ।
এছাড়াও রিপোর্ট বলছে, দেশটি 48টি চুক্তি সেরেছে ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (AIFF) সৌদি আরবের সঙ্গে একটি মৌ (MOU) স্বাক্ষর করেছে । ক্রমাগত দেশে ফুটবলের মান বাড়াতে সচেষ্ট থেকে আরব দেশ ৷ যার সবচেয়ে বড় পুরস্কার মিলল এদিন ৷