ETV Bharat / sports

ঐতিহাসিক ! মরুদেশে বসছে বিশ্বকাপের আসর, সৌদি আরবেই সিলমোহর ফিফা’র

2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷ 2034 বিশ্বকাপ হবে সৌদি আরবে ৷

Saudi Arabia to Host FIFA World Cup 2034
মরুদেশে বসছে বিশ্বকাপের আসর (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

জুরিখ, 12 ডিসেম্বর: সৌদি আরবেই সিলমোহর ফিফা’র ৷ ঐতিহাসিক ঘোষণায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, 2034 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব ৷ মরুদেশেই বসছে ফুটবলের সবচেয়ে বড় অনুষ্ঠানের আসর ৷ 2022 সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে ৷ এবার একযুগের মধ্যে ফের আরবে বসছে বিশ্বকাপের আসর ৷

গত বছর, সৌদি আরব 2034 বিশ্বকাপের জন্য একমাত্র বিড করে ৷ সরকারিভাবে ঘোষণার পর সৌদি আরব প্রথমবার এইরকম জৌলুশপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ৷ ক্রীড়াবিশ্ব তাদের ক্রমবর্ধমান উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে গেল গাল্ফ কান্ট্রি । সৌদি আরবের বিড ফিফার বিড মূল্যায়ন দল দ্বারা সর্বোচ্চ স্কোর পেয়েছে ৷ 5 এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 4.2 । ফলে 2034 বিশ্বকাপ প্রথমবারের মতো 48-টিমের টুর্নামেন্ট শুধুমাত্র একটি দেশে অনুষ্ঠিত হবে ।

2026 বিশ্বকাপে 48টি দলের টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে । 2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷

Saudi Arabia to Host FIFA World Cup 2034
সৌদি আরবেই সিলমোহর ফিফা’র (AP)

সম্প্রতি ডানিশ গবেষণা সংস্থা ‘প্লে দ্য গেমের’ একটি প্রতিবেদন জানিয়েছে সৌদি আরব কীভাবে হোস্টিং রাইট সুরক্ষিত করেছে । দেশটির 28টি খেলায় 910টি স্পনসরশিপ চুক্তি রয়েছে যার মধ্যে 194টি ফুটবলে । বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যা সৌদির সার্বভৌম সম্পদ তহবিল, 346টি স্পনসরশিপের সঙ্গে জড়িত ।

FIFA World Cup
2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে (AP)

এছাড়াও রিপোর্ট বলছে, দেশটি 48টি চুক্তি সেরেছে ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (AIFF) সৌদি আরবের সঙ্গে একটি মৌ (MOU) স্বাক্ষর করেছে । ক্রমাগত দেশে ফুটবলের মান বাড়াতে সচেষ্ট থেকে আরব দেশ ৷ যার সবচেয়ে বড় পুরস্কার মিলল এদিন ৷

Saudi Arabia
2022 বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি (AP)

আরও পড়ুন

জুরিখ, 12 ডিসেম্বর: সৌদি আরবেই সিলমোহর ফিফা’র ৷ ঐতিহাসিক ঘোষণায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল, 2034 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল সৌদি আরব ৷ মরুদেশেই বসছে ফুটবলের সবচেয়ে বড় অনুষ্ঠানের আসর ৷ 2022 সালে বিশ্বকাপ হয়েছিল কাতারে ৷ এবার একযুগের মধ্যে ফের আরবে বসছে বিশ্বকাপের আসর ৷

গত বছর, সৌদি আরব 2034 বিশ্বকাপের জন্য একমাত্র বিড করে ৷ সরকারিভাবে ঘোষণার পর সৌদি আরব প্রথমবার এইরকম জৌলুশপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে ৷ ক্রীড়াবিশ্ব তাদের ক্রমবর্ধমান উন্নতির পথে আরেক ধাপ এগিয়ে গেল গাল্ফ কান্ট্রি । সৌদি আরবের বিড ফিফার বিড মূল্যায়ন দল দ্বারা সর্বোচ্চ স্কোর পেয়েছে ৷ 5 এর মধ্যে তাদের দেওয়া হয়েছে 4.2 । ফলে 2034 বিশ্বকাপ প্রথমবারের মতো 48-টিমের টুর্নামেন্ট শুধুমাত্র একটি দেশে অনুষ্ঠিত হবে ।

2026 বিশ্বকাপে 48টি দলের টুর্নামেন্টটি প্রথমবারের মতো তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে আয়োজিত হবে । 2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে ৷

Saudi Arabia to Host FIFA World Cup 2034
সৌদি আরবেই সিলমোহর ফিফা’র (AP)

সম্প্রতি ডানিশ গবেষণা সংস্থা ‘প্লে দ্য গেমের’ একটি প্রতিবেদন জানিয়েছে সৌদি আরব কীভাবে হোস্টিং রাইট সুরক্ষিত করেছে । দেশটির 28টি খেলায় 910টি স্পনসরশিপ চুক্তি রয়েছে যার মধ্যে 194টি ফুটবলে । বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যা সৌদির সার্বভৌম সম্পদ তহবিল, 346টি স্পনসরশিপের সঙ্গে জড়িত ।

FIFA World Cup
2030 বিশ্বকাপের আসর বসবে মরক্কো, পর্তুগাল এবং স্পেনে (AP)

এছাড়াও রিপোর্ট বলছে, দেশটি 48টি চুক্তি সেরেছে ৷ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনও (AIFF) সৌদি আরবের সঙ্গে একটি মৌ (MOU) স্বাক্ষর করেছে । ক্রমাগত দেশে ফুটবলের মান বাড়াতে সচেষ্ট থেকে আরব দেশ ৷ যার সবচেয়ে বড় পুরস্কার মিলল এদিন ৷

Saudi Arabia
2022 বিশ্বকাপে আর্জেন্তিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি (AP)

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.