ETV Bharat / sports

পিএসসি'র সিদ্ধান্তের অপেক্ষায় গোয়েঙ্কা, বললেন; 'আনোয়ার মিষ্টি ছেলে' - Sanjiv Goenka on Anwar Ali - SANJIV GOENKA ON ANWAR ALI

Sanjiv Goenka Reacts on Anwar Ali Issue: যা হবে দেখা যাবে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পরই ৷ আনোয়ার ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন সঞ্জীব গোয়েঙ্কা ৷ তবে তরুণ ডিফেন্ডার যে মিষ্টি ছেলে, তা জানাতেও ভুললেন না মোহনবাগান কর্ণধার ৷

Sanjiv Goenka Reacts
আনোয়ার ইস্যুতে সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য (ETV Bharat)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 12:52 PM IST

Updated : Jul 31, 2024, 1:27 PM IST

কলকাতা, 31 জুলাই: বর্তমান সময়ে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে দিল্লি এফসি এবং মোহনবাগানের মধ্যে 'ট্যাগ অফ ওয়ার' চলছেই ৷ এ বিষয়ে আগামী 2 অগস্ট দু'পক্ষকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। এমতাবস্থায় তরুণ ডিফেন্ডারকে নিয়ে বিতর্কিত ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ বিষয়টি আপাতত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির উপরেই ছাড়লেন তিনি ৷

পিএসসি'র সিদ্ধান্তের অপেক্ষায় মোহনবাগান (ইটিভি ভারত)

মঙ্গলবার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে গোয়েঙ্কা জানান, কোনও ক্লাবের প্ররোচনায় পা দিতে রাজি নন তাঁরা। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করবেন। তারপরই নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। এরপর তিনি যোগ করে বলেন, "আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। যা অন্য কোনও দলে নেই। আনোয়ার একটা মিষ্টি ছেলে। আমার খুবই পছন্দের।"

সূত্রের খবর, মোহনবাগান অনিচ্ছুক ঘোড়া আনোয়ার আলিকে দলে রাখার ব্যাপারে আগ্রহ হারিয়েছে ৷ তবে ডিফেন্ডারের থেকে তাঁরা মোটা অঙ্কের জরিমানা দাবি করতে পারে ৷ এমনকী প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে কয়েকমাসের জন্য ব্যান করতে পারে বলেও খবর ৷ পাশাপাশি আনোয়ার ইস্যুতে দিল্লি এফসি'র একাধিক ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে ৷ যদিও এইসব খবরে সিলমোহর পড়তে অপেক্ষা আরও দিনদু'য়েকের বা তারও বেশি ৷

সঞ্জীব গোয়েঙ্কা যদিও বলেছেন, "ও ইচ্ছুক কী অনিচ্ছুক, তার কোনও প্রমাণ আমরা পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। কী হয় দেখা যাবে।" তাই বোঝাই যাচ্ছে 2 আগস্ট প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যে সিদ্ধান্তই ঘোষিত হোক না কেন, আনোয়ার বনাম মোহনবাগান দ্বৈরথ দ্রুত থামবে না, বরং নতুনভাবে শুরু হতে পারে। যা মোহনবাগান কর্ণধার বুঝিয়ে দিলেন এদিন। এদিকে খবর ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা 3 অগস্ট দিল্লি যাচ্ছেন। খবরে প্রকাশ আনোয়ার দীর্ঘমেয়াদী লোনে থাকতে রাজি নন। তিনি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চান। আর সেই ভাবনাকে কাজে লাগিয়ে আনোয়ারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে । দিল্লি এফসি'ও বড় অঙ্কের ট্রান্সফার ফি পেয়েছে ইস্টবেঙ্গলের থেকে ৷

কলকাতা, 31 জুলাই: বর্তমান সময়ে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি ইস্যুতে দিল্লি এফসি এবং মোহনবাগানের মধ্যে 'ট্যাগ অফ ওয়ার' চলছেই ৷ এ বিষয়ে আগামী 2 অগস্ট দু'পক্ষকে নিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। এমতাবস্থায় তরুণ ডিফেন্ডারকে নিয়ে বিতর্কিত ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ৷ বিষয়টি আপাতত প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির উপরেই ছাড়লেন তিনি ৷

পিএসসি'র সিদ্ধান্তের অপেক্ষায় মোহনবাগান (ইটিভি ভারত)

মঙ্গলবার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে গোয়েঙ্কা জানান, কোনও ক্লাবের প্ররোচনায় পা দিতে রাজি নন তাঁরা। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করবেন। তারপরই নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। এরপর তিনি যোগ করে বলেন, "আমাদের দলে তিনজন বিশ্বকাপার আছে। যা অন্য কোনও দলে নেই। আনোয়ার একটা মিষ্টি ছেলে। আমার খুবই পছন্দের।"

সূত্রের খবর, মোহনবাগান অনিচ্ছুক ঘোড়া আনোয়ার আলিকে দলে রাখার ব্যাপারে আগ্রহ হারিয়েছে ৷ তবে ডিফেন্ডারের থেকে তাঁরা মোটা অঙ্কের জরিমানা দাবি করতে পারে ৷ এমনকী প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে কয়েকমাসের জন্য ব্যান করতে পারে বলেও খবর ৷ পাশাপাশি আনোয়ার ইস্যুতে দিল্লি এফসি'র একাধিক ট্রান্সফার উইন্ডো ব্যান হতে পারে ৷ যদিও এইসব খবরে সিলমোহর পড়তে অপেক্ষা আরও দিনদু'য়েকের বা তারও বেশি ৷

সঞ্জীব গোয়েঙ্কা যদিও বলেছেন, "ও ইচ্ছুক কী অনিচ্ছুক, তার কোনও প্রমাণ আমরা পাইনি। তাই এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। কী হয় দেখা যাবে।" তাই বোঝাই যাচ্ছে 2 আগস্ট প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যে সিদ্ধান্তই ঘোষিত হোক না কেন, আনোয়ার বনাম মোহনবাগান দ্বৈরথ দ্রুত থামবে না, বরং নতুনভাবে শুরু হতে পারে। যা মোহনবাগান কর্ণধার বুঝিয়ে দিলেন এদিন। এদিকে খবর ইস্টবেঙ্গলের এক শীর্ষকর্তা 3 অগস্ট দিল্লি যাচ্ছেন। খবরে প্রকাশ আনোয়ার দীর্ঘমেয়াদী লোনে থাকতে রাজি নন। তিনি দীর্ঘমেয়াদী চুক্তি করতে চান। আর সেই ভাবনাকে কাজে লাগিয়ে আনোয়ারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে । দিল্লি এফসি'ও বড় অঙ্কের ট্রান্সফার ফি পেয়েছে ইস্টবেঙ্গলের থেকে ৷

Last Updated : Jul 31, 2024, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.