ETV Bharat / sports

কিউয়ি স্পিনারের ফুলটস ঠাহরই হল না কোহলির, ফিরলেন কেরিয়ারের জঘন্যতম শট খেলে!

প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিং অর্ডার কার্যত ধসে গেল মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে ৷ জঘন্য শট খেলে বাঁ-হাতি স্পিনারের শিকার বিরাট কোহলিও ৷

VIRAT KOHLI
স্য়ান্টনারের বলে বোল্ড কোহলি (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

পুণে, 25 অক্টোবর: শুভমন গিল না-থাকায় বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ব্য়াটিং করেছিলেন তিন নম্বরে ৷ অনভ্যস্ত পজিশনে প্রথম ইনিংসে শূন্য় রানে ফেরায় সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি ৷ দ্বিতীয় ইনিংসে কঠিন সময়ে মূল্য়বান 70 রান এসেছিল তাঁর ব্যাটে ৷ পুণেতে দ্বিতীয় টেস্টে তাঁর পছন্দের চার নম্বরে ফিরলেন বটে, কিন্তু স্যান্টনারের যে ডেলিভারিটায় কোহলি উইকেট ছুড়ে দিয়ে এলেন, তা মোটেই কোহলিসুলভ নয় ৷ অনেকে তো আবার বলছেন কেরিয়ারের সম্ভবত সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

পুণে টেস্টের দ্বিতীয়দিন প্রথম সেশনে ভারতীয় ইনিংসের 24তম ওভারে মিচেল স্যান্টনারের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন বিরাট কোহলি ৷ সংগ্রহে মাত্র এক রান ৷ এর আগেও কেরিয়ারে বহুবার বোল্ড হয়েছেন 'রানমেশিন' ৷ কিন্তু পুণেতে এদিন যে ঢংয়ে বোল্ড হলেন কোহলি, তা নিয়ে উঠে গেল প্রশ্ন ৷ এদিন মিচেল স্যান্টনারের নিরীহ ফুলটস বল স্যুইপ মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন 80টি আন্তর্জাতিক শতরানের মালিক ৷

যা দেখেশুনে হতাশ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ৷ টুইটে প্রাক্তন ক্রিকেটার লেখেন, "ওহ ৷ বিরাট নিজেও জানে এখুনি যে শটটা ও খেলল সেটা কেরিয়ারের সবচেয়ে খারাপ শট ৷ খারাপ লাগছে ওকে দেখে ৷ কারণ প্রত্যেকবারই ক্রিজে ও ইতিবাচক এবং কঠোর মানসিকতা নিয়ে আসে ৷" বিরাটের আউটের ধরন দেখে আশাহত তাঁর ফ্যানরাও ৷ ছবি পোস্ট করে একজন লেখেন, "এই মুহূর্তে বিরাটে টেস্ট লেগ্যাসি যেখানে দাঁড়িয়ে রয়েছে ৷ ফুলটস মিস ৷ হতাশাজনক ৷"

তবে কেবল বিরাট নন, মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে এদিন ফের বিপর্যয় নেমে আসে ভারতীয় ব্যাটিং লাইন-আপে ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাত উইকেট চলে যায় ভারতের ৷ দ্বিতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট ঝুলিতে পুরে ভারতকে প্রথম ইনিংসে 156 রানে অলআউট করে দেন স্যান্টনার ৷ দু'টি উইকেট নেন গ্লেন ফিলিপস ৷ 53 রানে সাত উইকেট নেওয়া স্যান্টনারের এটাই সেরা টেস্ট বোলিং ফিগার ৷ ভারতের হয়ে সর্বাধিক 38 রান করেন রবীন্দ্র জাদেজা ৷ 30 রান আসে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে ৷ প্রথম ইনিংসে 103 রানে এগিয়ে থেকে দ্বিতীয়দিন চা-বিরতিতে কিউয়িদের রান 2 উইকেট হারিয়ে 85 ৷

পুণে, 25 অক্টোবর: শুভমন গিল না-থাকায় বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ব্য়াটিং করেছিলেন তিন নম্বরে ৷ অনভ্যস্ত পজিশনে প্রথম ইনিংসে শূন্য় রানে ফেরায় সমালোচিত হয়েছিলেন বিরাট কোহলি ৷ দ্বিতীয় ইনিংসে কঠিন সময়ে মূল্য়বান 70 রান এসেছিল তাঁর ব্যাটে ৷ পুণেতে দ্বিতীয় টেস্টে তাঁর পছন্দের চার নম্বরে ফিরলেন বটে, কিন্তু স্যান্টনারের যে ডেলিভারিটায় কোহলি উইকেট ছুড়ে দিয়ে এলেন, তা মোটেই কোহলিসুলভ নয় ৷ অনেকে তো আবার বলছেন কেরিয়ারের সম্ভবত সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ৷

পুণে টেস্টের দ্বিতীয়দিন প্রথম সেশনে ভারতীয় ইনিংসের 24তম ওভারে মিচেল স্যান্টনারের বলে ক্লিন বোল্ড হয়ে ফিরলেন বিরাট কোহলি ৷ সংগ্রহে মাত্র এক রান ৷ এর আগেও কেরিয়ারে বহুবার বোল্ড হয়েছেন 'রানমেশিন' ৷ কিন্তু পুণেতে এদিন যে ঢংয়ে বোল্ড হলেন কোহলি, তা নিয়ে উঠে গেল প্রশ্ন ৷ এদিন মিচেল স্যান্টনারের নিরীহ ফুলটস বল স্যুইপ মারতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এলেন 80টি আন্তর্জাতিক শতরানের মালিক ৷

যা দেখেশুনে হতাশ ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ৷ টুইটে প্রাক্তন ক্রিকেটার লেখেন, "ওহ ৷ বিরাট নিজেও জানে এখুনি যে শটটা ও খেলল সেটা কেরিয়ারের সবচেয়ে খারাপ শট ৷ খারাপ লাগছে ওকে দেখে ৷ কারণ প্রত্যেকবারই ক্রিজে ও ইতিবাচক এবং কঠোর মানসিকতা নিয়ে আসে ৷" বিরাটের আউটের ধরন দেখে আশাহত তাঁর ফ্যানরাও ৷ ছবি পোস্ট করে একজন লেখেন, "এই মুহূর্তে বিরাটে টেস্ট লেগ্যাসি যেখানে দাঁড়িয়ে রয়েছে ৷ ফুলটস মিস ৷ হতাশাজনক ৷"

তবে কেবল বিরাট নন, মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে এদিন ফের বিপর্যয় নেমে আসে ভারতীয় ব্যাটিং লাইন-আপে ৷ মধ্যাহ্নভোজের বিরতির আগেই সাত উইকেট চলে যায় ভারতের ৷ দ্বিতীয় সেশনের শুরুতে বাকি তিন উইকেট ঝুলিতে পুরে ভারতকে প্রথম ইনিংসে 156 রানে অলআউট করে দেন স্যান্টনার ৷ দু'টি উইকেট নেন গ্লেন ফিলিপস ৷ 53 রানে সাত উইকেট নেওয়া স্যান্টনারের এটাই সেরা টেস্ট বোলিং ফিগার ৷ ভারতের হয়ে সর্বাধিক 38 রান করেন রবীন্দ্র জাদেজা ৷ 30 রান আসে যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলের ব্যাটে ৷ প্রথম ইনিংসে 103 রানে এগিয়ে থেকে দ্বিতীয়দিন চা-বিরতিতে কিউয়িদের রান 2 উইকেট হারিয়ে 85 ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.