ETV Bharat / sports

পঞ্চাশ পেরিয়ে বাইশ গজে সচিন, দেশের মাটিতে খেলবেন টি-20 লিগ - INTERNATIONAL MASTERS LEAGUE - INTERNATIONAL MASTERS LEAGUE

SACHIN SET TO RETURN IN CRICKET: আবারও বাইশ গজে ব্য়াট হাতে দেখা যাবে সচিন তেন্ডুলকরকে ৷ তবে কেবল সচিনই নন, ভারত-সহ ছ'টি দেশের দিকপাল ক্রিকেটারদের দেখা যাবে দেশের মাটিতে শুরু হতে চলা নয়া টি-20 লিগে ৷

SACHIN TENDULKAR
সচিন তেন্ডুলকর (ANI)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 1, 2024, 1:18 PM IST

মুম্বই, 1 অক্টোবর: চলতি বছরে বাইশ গজে প্রত্য়াবর্তন ঘটতে চলেছে সচিন রমেশ তেন্ডুলকরের ৷ ছয়দলীয় আন্তর্জাতিক মাস্টার্স লিগে প্রতিনিধিত্ব করবেন 'মাস্টার-ব্লাস্টার' ৷ তবে মজার বিষয় হল পঞ্চাশ পেরিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পিছনে রয়েছে সচিনেরই মাথা ৷ সুনীল গাভাসকরের সঙ্গে জুটি বেঁধে এই আন্তর্জাতিক টি-20 লিগ শুরু করার কথা ভেবেছেন সচিন ৷

ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন এই লিগে ৷ লেজেন্ডস লিগ ক্রিকেটের ধাঁচে শুরু হতে চলা এই লিগের ম্য়াচগুলি হবে মুম্বই, লখনউ এবং রাইপুরে ৷ যাঁর মস্তিষ্কপ্রসূত এই লিগ সেই সুনীল গাভাসকরেকই লিগের কমিশনার নির্বাচিত করা হয়েছে ৷ লিগ আয়োজনের দায়ভার বর্তেছে দেশের প্রথমসারির এক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাঁধে ৷

সোমবার এই লিগ শুরুর ঘোষণায় সচিন বলেন, "কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা গত এক দশকে ব্য়াপক হারে বেড়েছে ৷ টি-20 ক্রিকেট নয়া দর্শক টানতে সক্ষম হয়েছে বাইশ গজে ৷ বিভিন্ন বয়সের দর্শক এখন চাইছে বাইশ গজের পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন করে দেখতে ৷" আর এই ভাবনা থেকেই যে আন্তর্জাতিক মাস্টার্স লিগের উৎপত্তি, জানিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ একইসঙ্গে সচিন আশ্বস্ত করেছেন যেহেতু কিংবদন্তিরা সকলেই নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন, তাই প্রতিযোগিতার মানে কোনও ঘাটতি থাকবে না ৷

অন্যদিকে এই লিগকে 'নস্ট্য়ালজিয়া' আখ্যা দিয়ে সুনীল গাভাসকর বলেন, "টি-20'র উত্থান ক্রিকেটের প্রতি ভালোবাসায় ম্য়াজিক তৈরি করেছে ৷ আন্তর্জাতিক মাস্টার্স লিগ বছরের পর বছর ধরে অনুরাগীদের ভালোবাসার ক্রিকেটারদের আরও কাছে আনবে ৷ আরও একবার সুযোগ করে দেবে তাঁদের নায়কদের সামনে থেকে দেখার ৷"

মুম্বই, 1 অক্টোবর: চলতি বছরে বাইশ গজে প্রত্য়াবর্তন ঘটতে চলেছে সচিন রমেশ তেন্ডুলকরের ৷ ছয়দলীয় আন্তর্জাতিক মাস্টার্স লিগে প্রতিনিধিত্ব করবেন 'মাস্টার-ব্লাস্টার' ৷ তবে মজার বিষয় হল পঞ্চাশ পেরিয়ে বাইশ গজে প্রত্যাবর্তনের পিছনে রয়েছে সচিনেরই মাথা ৷ সুনীল গাভাসকরের সঙ্গে জুটি বেঁধে এই আন্তর্জাতিক টি-20 লিগ শুরু করার কথা ভেবেছেন সচিন ৷

ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা অংশ নেবেন এই লিগে ৷ লেজেন্ডস লিগ ক্রিকেটের ধাঁচে শুরু হতে চলা এই লিগের ম্য়াচগুলি হবে মুম্বই, লখনউ এবং রাইপুরে ৷ যাঁর মস্তিষ্কপ্রসূত এই লিগ সেই সুনীল গাভাসকরেকই লিগের কমিশনার নির্বাচিত করা হয়েছে ৷ লিগ আয়োজনের দায়ভার বর্তেছে দেশের প্রথমসারির এক স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির কাঁধে ৷

সোমবার এই লিগ শুরুর ঘোষণায় সচিন বলেন, "কেবল ভারতেই নয়, বিশ্বজুড়ে ক্রিকেটের জনপ্রিয়তা গত এক দশকে ব্য়াপক হারে বেড়েছে ৷ টি-20 ক্রিকেট নয়া দর্শক টানতে সক্ষম হয়েছে বাইশ গজে ৷ বিভিন্ন বয়সের দর্শক এখন চাইছে বাইশ গজের পুরনো প্রতিদ্বন্দ্বিতা নতুন করে দেখতে ৷" আর এই ভাবনা থেকেই যে আন্তর্জাতিক মাস্টার্স লিগের উৎপত্তি, জানিয়েছেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ একইসঙ্গে সচিন আশ্বস্ত করেছেন যেহেতু কিংবদন্তিরা সকলেই নিজেদের দেশের প্রতিনিধিত্ব করবেন, তাই প্রতিযোগিতার মানে কোনও ঘাটতি থাকবে না ৷

অন্যদিকে এই লিগকে 'নস্ট্য়ালজিয়া' আখ্যা দিয়ে সুনীল গাভাসকর বলেন, "টি-20'র উত্থান ক্রিকেটের প্রতি ভালোবাসায় ম্য়াজিক তৈরি করেছে ৷ আন্তর্জাতিক মাস্টার্স লিগ বছরের পর বছর ধরে অনুরাগীদের ভালোবাসার ক্রিকেটারদের আরও কাছে আনবে ৷ আরও একবার সুযোগ করে দেবে তাঁদের নায়কদের সামনে থেকে দেখার ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.