মুম্বই, 29 মে: সব ঠিকঠাক চললে আগামী 9 জুন পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপ মহারণে গ্যালারিতে এক বিশেষ অতিথিকে পেতে পারে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷ যা নিঃসন্দেহে মেগা ম্যাচে বাড়তি প্রেরণা জোগাবে ভারতীয় দলকে ৷ সেই বিশেষ অতিথি আর কেউ নন, সচিন রমেশ তেন্ডুলকর ৷ যদিও মাস্টার-ব্লাস্টারের এই উপস্থিতি হবে মূলত আইসিসি'র প্রতিনিধি হিসেবে ৷
ক্রিকেট গভর্নিং বডির বিশেষ সূত্র জানিয়েছে, সচিন তেন্ডুলকর এমন একটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন; যেটি আবার আসন্ন বিশ্বকাপে আইসিসি'র অন্যতম স্পনসর ৷ সেই সংস্থার প্রতিনিধি হিসেবেই 9 জুন নাসাউ কাউন্টি গ্রাউন্ডে হাজির থাকবেন 'ক্রিকেট ঈশ্বর' ৷ বিশেষ সূত্রটি সংবাদসংস্থা পিটিআই'কে বলেছে, "সব পরিকল্পনামাফিক চললে সচিন ভারতীয় দলকে উদ্বুদ্ধ করতে 9 জুন হাজির থাকবেন নিউইয়র্কে ৷"
যদিও ক্রিকেটারদের সঙ্গে সচিন ম্যাচের আগে দেখা করবেন বা পেপটক দেবেন কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানায়নি ওই সূত্র ৷ তবে গ্যালারিতে মাস্টার-ব্লাস্টারের উপস্থিতি যে ভারতীয় দলকে মানসিকভাবে চাঙ্গা করবে, সে কথা স্বীকার করে নিয়েছে আইসিসি'র বিশেষ সূত্র ৷ কেবল সচিন তেন্ডুলকর-ই নন, 9 জুন 'ক্ল্যাশ অফ টাইটানস'-এ হাজির থাকার সম্ভাবনা রয়েছে একাধিক রথী-মহারথীদের ৷
পাকিস্তান ম্যাচের আগে বিশ্বকাপে আরও একটি ম্যাচ রয়েছে ভারতের ৷ 5 জুন আইরিশদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-20 বিশ্বকাপে অভিযান শুরু করবে রোহিত শর্মা অ্যান্ড কোং ৷ ইতিমধ্যেই বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে উড়ে গিয়েছেন স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার ৷ প্রথম দফায় কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবরা ৷ দ্বিতীয় দফায় মার্কিন মুলুকে উড়ে গিয়েছেন যশস্বী জয়সওয়াল, যুজবেন্দ্র চাহাল এবং আবেশ খান ৷