দুবাই, 4 অক্টোবর: বিতর্কিত এক সিদ্ধান্তের আবহে শুরু হল ভারতের টি-20 বিশ্বকাপ অভিযান ৷ নিউজিল্য়ান্ড ম্য়াচ দিয়ে শুক্রবার মেয়েদের কুড়ি-বিশের বিশ্বকাপে অভিযান শুরু হয়েছে ভারতের ৷ সেই ম্য়াচের প্রথম ইনিংস চলাকালীন নিউজিল্য়ান্ডের একটি রানআউট ঘিরে তৈরি হল বিতর্ক ৷ রানআউট হয়ে ডাগআউটের পথে হাঁটা লাগালেও ডেকে ক্রিজে ফেরানো হল কিউয়ি ব্য়াটার অ্যামিলিয়া কেরকে ৷
ঘটনাটি নিউজিল্য়ান্ড ইনিংসের চতুর্দশ ওভারের শেষ বলে ৷ অন-স্ট্রাইক ব্যাটার কের ওভারের শেষ বলে দীপ্তি শর্মাকে লং অফে ঠেলে এক রান পূর্ণ করেন ৷ ভারত অধিনায়িকা হরমনপ্রীত কর ওভার সমাপ্ত ঘোষণা হয়েছে ভেবে বল হাতে ধরে এগোতে থাকেন ৷ কিন্তু আচমকা সতীর্থ সোফি ডিভাইনের ডাকে আরও একটি রান নিতে উদ্যত হন কের ৷ কিন্তু সেই রান পূর্ণ করতে পারেননি তিনি ৷ হরমনের ছোড়া বল ধরে ভারতীয় উইকেটরক্ষক রিচা ঘোষ ক্রিজে পৌঁছনোর আগেই কিউয়ি ব্য়াটারকে আউট করে দেন ৷ স্বাভাবিকভাবেই সেলিব্রেশন শুরু করে দেন ভারতীয় ক্রিকেটাররা ৷
রানআউট হয়ে কের ডাগআউটের পথ ধরলে তাঁকে ফেরানো হয় ক্রিজে ৷ যে সিদ্ধান্তে হতবাক হয়ে যায় ভারতীয় শিবির ৷ আউট হওয়ারও পরেও কেরকে কেন ফেরানো হল ক্রিজে? খবর নিয়ে জানা যায়, কের এক রান পূর্ণ করার পরই বলটিকে ডেড ঘোষণা করে কিউয়ি ব্য়াটারকে ক্রিজে ফেরান ম্য়াচ অফিসিয়ালরা ৷ কিন্তু আম্পায়ারের এই বিলম্বিত কল মোটেই মেনে নিতে পারেনি ভারতীয় শিবির ৷ অধিনায়িকা হরমনপ্রীত সিং বুঝতে চাইলেও বাউন্ডারির ধারে দীর্ঘক্ষণ এই সিদ্ধান্তের প্রতিবাদে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় কোচ অমল মজুমদারকে ৷ শেষমেশ পুনরায় শুরু হয় খেলা ৷
Innings Break!
— BCCI Women (@BCCIWomen) October 4, 2024
New Zealand post 160/4 in the first innings.
2⃣ wickets for Renuka Singh Thakur
A wicket each for Arundhati Reddy & Asha Sobhana
Stay tuned for #TeamIndia's chase.
Scorecard ▶️ https://t.co/XXH8OT5MsK#T20WorldCup | #INDvNZ | #WomenInBlue pic.twitter.com/65P4YU72V9
যদিও অ্যামিলিয়া কেরের ইনিংস দীর্ঘায়িত হয়নি ৷ পরবর্তী ওভারেই রেণুকা সিংয়ের বলে পূজা বস্ত্রকারের হাতে ক্যাচ দিয়ে 13 রানে ফেরেন কের ৷ তবে অধিনায়ক সোভি ডিভাইনের 36 বলে ঝোড়ো 57 রানে ভর করে 20 ওভারে চার উইকেট হারিয়ে 160 রান তোলে নিউজিল্যান্ড ৷ ভারতের হয়ে জোড়া উইকেট রেণুকা সিংয়ের ৷ একটি করে উইকেট অরুন্ধতী রেড্ডি এবং আশা শোভানার ৷