ETV Bharat / sports

রুবিনার হাত ধরে ফের সাফল্য শুটিংয়ে, প্যারালিম্পিক্সে ভারতের ঘরে পঞ্চম পদক - PARIS PARALYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 31, 2024, 10:37 PM IST

RUBINA FRANCIS CLINCHES BRONZE: শুটার রুবিনা ফ্রান্সিসের হাত ধরে তৃতীয়দিন পদক এল ভারতের ঘরে ৷ 10 মিটার এয়ার পিস্তলে দেশকে চলতি প্যারালিম্পিক্সে পঞ্চম পদক দিলেন মধ্যপ্রদেশের মেয়ে ৷

RUBINA FRANCIS CLINCHES BRONZE
ব্রোঞ্জ জয় রুবিনা ফ্রান্সিসের (IANS Photo)

প্যারিস, 31 অগস্ট: অবনী লেখারার স্বর্ণপদক দিয়ে হয়েছিল শুরুটা ৷ শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয়দিনই ভারতের ঘরে এসেছিল চার পদক ৷ এর মধ্যে শুটিংয়ে ছিল তিনটি ৷ প্যারালিম্পিক্সের তৃতীয়দিন বাড়ল সেই সংখ্যাটা ৷ শুটিংয়ে চতুর্থ পদকের সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক ৷ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের এসএইচ 1 ইভেন্টে পোডিয়াম ফিনিশ করলেন রুবিনা ফ্রান্সিস ৷ চলতি প্যারালিম্পিক্সে দেশের হয়ে তৃতীয় ব্রোঞ্জ জিতলেন মধ্যপ্রদেশের মেয়ে ৷

এদিন ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে তিন বছর আগে টোকিয়োর আক্ষেপও ঘোচালেন দেশের মহিলা শুটার ৷ গতবার ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয়েছিল রুবিনার ৷ তিন বছর পর সেই আক্ষেপ মেটালেন তিনি ৷ কোয়ালিফিকেশনে বেশিরভাগ সময়টা এদিন প্রথম আটের বাইরে থাকলেও শেষদিকে ঝড় তুলে ফাইনালে পৌঁছন তিনি ৷ আর ফাইনালে উঠে করলেন বাজিমাত ৷

556 পয়েন্ট স্কোর করে সপ্তম হয়ে এদিন পদক রাউন্ডে পৌঁছন গগন নারাংয়ের ভক্ত মধ্যপ্রদেশের এই শুটার ৷ ফাইনালে 211.1 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি ৷ রুবিনার ইভেন্টে সোনা জেতেন ইরানের সারেহ জাভানমর্দি (236.8) এবং রুপো জেতেন তুরস্কের আইসেল ওজগান (231.1) ৷ শুক্রবার অবনী লেখারার স্বর্ণপদক প্রাপ্তি ছাড়াও শুটিংয়ে পদক এনে দেন মোনা আগরওয়াল এবং মণীশ নারওয়াল ৷

তৃতীয়দিন রুবিনার ঝুলিতে পদক এলেও পুরুষদের একই ইভেন্টে ব্যর্থ হলেন স্বরূপ উনহালকর ৷ গত টোকিয়ো প্যারালিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হওয়া স্বরূপ কোয়ালিফিকেশনে 14তম স্থানে শেষ করে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন ৷

প্যারিস, 31 অগস্ট: অবনী লেখারার স্বর্ণপদক দিয়ে হয়েছিল শুরুটা ৷ শুক্রবার প্যারিস প্যারালিম্পিক্সের দ্বিতীয়দিনই ভারতের ঘরে এসেছিল চার পদক ৷ এর মধ্যে শুটিংয়ে ছিল তিনটি ৷ প্যারালিম্পিক্সের তৃতীয়দিন বাড়ল সেই সংখ্যাটা ৷ শুটিংয়ে চতুর্থ পদকের সঙ্গে সঙ্গে ভারতের ঝুলিতে এল পঞ্চম পদক ৷ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের এসএইচ 1 ইভেন্টে পোডিয়াম ফিনিশ করলেন রুবিনা ফ্রান্সিস ৷ চলতি প্যারালিম্পিক্সে দেশের হয়ে তৃতীয় ব্রোঞ্জ জিতলেন মধ্যপ্রদেশের মেয়ে ৷

এদিন ব্রোঞ্জ জয়ের সঙ্গে সঙ্গে তিন বছর আগে টোকিয়োর আক্ষেপও ঘোচালেন দেশের মহিলা শুটার ৷ গতবার ফাইনালে পৌঁছেও পদক হাতছাড়া হয়েছিল রুবিনার ৷ তিন বছর পর সেই আক্ষেপ মেটালেন তিনি ৷ কোয়ালিফিকেশনে বেশিরভাগ সময়টা এদিন প্রথম আটের বাইরে থাকলেও শেষদিকে ঝড় তুলে ফাইনালে পৌঁছন তিনি ৷ আর ফাইনালে উঠে করলেন বাজিমাত ৷

556 পয়েন্ট স্কোর করে সপ্তম হয়ে এদিন পদক রাউন্ডে পৌঁছন গগন নারাংয়ের ভক্ত মধ্যপ্রদেশের এই শুটার ৷ ফাইনালে 211.1 পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন তিনি ৷ রুবিনার ইভেন্টে সোনা জেতেন ইরানের সারেহ জাভানমর্দি (236.8) এবং রুপো জেতেন তুরস্কের আইসেল ওজগান (231.1) ৷ শুক্রবার অবনী লেখারার স্বর্ণপদক প্রাপ্তি ছাড়াও শুটিংয়ে পদক এনে দেন মোনা আগরওয়াল এবং মণীশ নারওয়াল ৷

তৃতীয়দিন রুবিনার ঝুলিতে পদক এলেও পুরুষদের একই ইভেন্টে ব্যর্থ হলেন স্বরূপ উনহালকর ৷ গত টোকিয়ো প্যারালিম্পিক্সে অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া হওয়া স্বরূপ কোয়ালিফিকেশনে 14তম স্থানে শেষ করে ফাইনালে পৌঁছতে ব্যর্থ হন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.