ETV Bharat / sports

আইপিএলে ফের নজির কোহলির, পঞ্জাবকে 'বিরাট' রানে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল বেঙ্গালুরু - IPL 2024 - IPL 2024

PBKS vs RCB: বিরাট কোহলির ফের নজির ৷ আইপিএলের ইতিহাসে এই নিয়ে 'কিং' কোহলিই একমাত্র ক্রিকেটার, যিনি তিনটি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে হাজার রানের গণ্ডি টপকান। সেইসঙ্গে বৃহস্পতিবার ধরমশালার মাঠে পঞ্জাব কিংসকে 60 রানের ব্যবধানে হারানোর কারিগরের সিংহভাগ তিনিই ৷ বিরাট কোহলি ও রজত পাতিদারের ঝোড়ো ইনিংসে পঞ্জাবের এই হার স্বীকারে চলতি আইপিএল থেকে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল।

PBKS vs RCB
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (এক্স হ্যান্ডেল (টুইট))
author img

By ETV Bharat Bangla Team

Published : May 10, 2024, 6:52 AM IST

Updated : May 10, 2024, 7:09 AM IST

ধরমশালা, 10 মে: ধরমশালার মাঠে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি ৷ চলতি আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকায় এমনিতেই অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই রয়েছে ৷ বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালার মাঠে 47 বলে 92 রানের ঝোড়ো ইনিংসের কারণে তিনিই ম্যাচের সেরা ৷ বৃহস্পতিবার বিরাট কোহলির ব্যাটে ভর করে 60 রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ প্রতিপক্ষের কাছে হেরে আইপিএল থেকে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল পঞ্জাব কিংসের ৷ এর আগেই বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর গতকাল জয়ের ফলে লিগ টেবিলে বিরাটদের অবস্থান সাতেই ৷

এদিন প্রথমে টস জিতে পঞ্জাব অধিনায়ক স্যাম কারান, বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসিদের ব্যাট করতে পাঠান ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে। ওপেনিংয়ে নেমে 92 রান করেন বিরাট কোহলি ৷ 7টি চার ও 6টা ছয়ে সাজানো তাঁর ইনিংস সাজানো ৷ প্রতিপক্ষ দলকে বড় রানের টার্গেট দিতে কোহলিকে সঙ্গ দেন রজত পাতিদার ৷ 55 রান করেন তিনি ৷ পরে ক্যামেরন গ্রিন 46 রান করেন ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে ৷ অন্যদিকে, পঞ্জাব ব্রিগেডের হর্ষল প্যাটেল 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন বিধওয়াত কাবিরাপ্পা 2টি উইকেট ও একটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও স্যাম কারান ৷

সেই রান তাড়া করতে নেমে প্রীতি জিন্টার দলের প্রোটিয়া ব্যাটার রিলি রোসোউই একমাত্র রান পান ৷ 61 রান করেন তিনি ৷ শশাঙ্ক সিং 37 রান করে কিছুটা সঙ্গ দেন ৷ 27 ও 22 রান করেন জনি বেয়ারস্টো এবং স্যাম কুরান ৷ অন্যদিকে, বল ডেলিভারিতে কামাল করেন মহম্মদ সিরাজ ৷ 2টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, লকি ফার্গুসন ও কারান শর্মা ৷ শশাঙ্ক সিংকে রান আউট করেন বিরাট কোহলি ৷ পঞ্জাব 10 উইকেট হারায় 181 রানে। তিন ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

আরও পড়ুন:

  1. ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন
  2. হেড-অভিষেকের ব্যাটিং বিক্রমে 'খড়কুটো' লখনউ, দশ ওভারে 166 তুলল সানরাইজার্স
  3. আম্পায়ারিং বিতর্কে 'রয়্যলস বধ' করে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস

ধরমশালা, 10 মে: ধরমশালার মাঠে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি ৷ চলতি আইপিএলে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে থাকায় এমনিতেই অরেঞ্জ ক্যাপ তাঁর মাথাতেই রয়েছে ৷ বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ধরমশালার মাঠে 47 বলে 92 রানের ঝোড়ো ইনিংসের কারণে তিনিই ম্যাচের সেরা ৷ বৃহস্পতিবার বিরাট কোহলির ব্যাটে ভর করে 60 রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ প্রতিপক্ষের কাছে হেরে আইপিএল থেকে প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গেল পঞ্জাব কিংসের ৷ এর আগেই বিদায় নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর গতকাল জয়ের ফলে লিগ টেবিলে বিরাটদের অবস্থান সাতেই ৷

এদিন প্রথমে টস জিতে পঞ্জাব অধিনায়ক স্যাম কারান, বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসিদের ব্যাট করতে পাঠান ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে। ওপেনিংয়ে নেমে 92 রান করেন বিরাট কোহলি ৷ 7টি চার ও 6টা ছয়ে সাজানো তাঁর ইনিংস সাজানো ৷ প্রতিপক্ষ দলকে বড় রানের টার্গেট দিতে কোহলিকে সঙ্গ দেন রজত পাতিদার ৷ 55 রান করেন তিনি ৷ পরে ক্যামেরন গ্রিন 46 রান করেন ৷ প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু 241 রান করে ৷ অন্যদিকে, পঞ্জাব ব্রিগেডের হর্ষল প্যাটেল 3টি উইকেট নেন ৷ 2টি উইকেট নেন বিধওয়াত কাবিরাপ্পা 2টি উইকেট ও একটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও স্যাম কারান ৷

সেই রান তাড়া করতে নেমে প্রীতি জিন্টার দলের প্রোটিয়া ব্যাটার রিলি রোসোউই একমাত্র রান পান ৷ 61 রান করেন তিনি ৷ শশাঙ্ক সিং 37 রান করে কিছুটা সঙ্গ দেন ৷ 27 ও 22 রান করেন জনি বেয়ারস্টো এবং স্যাম কুরান ৷ অন্যদিকে, বল ডেলিভারিতে কামাল করেন মহম্মদ সিরাজ ৷ 2টি করে উইকেট নেন স্বপ্ননীল সিং, লকি ফার্গুসন ও কারান শর্মা ৷ শশাঙ্ক সিংকে রান আউট করেন বিরাট কোহলি ৷ পঞ্জাব 10 উইকেট হারায় 181 রানে। তিন ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় বেঙ্গালুরু।

আরও পড়ুন:

  1. ম্যাচ হারের জন্য রাহুলকে 'তুলোধনা' গোয়েঙ্কার, ভাইরাল ভিডিয়োয় চুপ লখনউ ক্যাপ্টেন
  2. হেড-অভিষেকের ব্যাটিং বিক্রমে 'খড়কুটো' লখনউ, দশ ওভারে 166 তুলল সানরাইজার্স
  3. আম্পায়ারিং বিতর্কে 'রয়্যলস বধ' করে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস
Last Updated : May 10, 2024, 7:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.