বেঙ্গালুরু, 5 মে: জয়ের হ্যাটট্রিকে প্লে-অফের আশা জিইয়ে রাখল বেঙ্গালুরু ৷ ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধে ব্যাট চলল ফ্যাফ ডু'প্লেসির ৷ তাঁকে সঙ্গ দিলেন বিরাট কোহলি ৷ চলতি আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন চেজ মাস্টার ৷ শনিবার প্রথমে ব্যাট করে গুজরাত 147 রানে অল-আউট হয়ে যায় । জবাবে 13.4 ওভারেই 6 উইকেটে 152 তুলে ফেলে আরসিবি। বেঙ্গালুরু বাহিনীর মহম্মদ সিরাজ এদিন দারুণ ডেলিভারি করেন ৷ 2টি উইকেট নেন তিনি ৷ 2টি করে উইকেট নেন যশ দয়াল ও বিজয়কুমার বৈশক ৷ একটি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন এবং করণ শর্মা ৷ পরে রান তাড়া করতে নেমে জেতার জন্য ব্যাট জ্বলে ওঠে কোহলি-ফ্যাফের জুটির ৷ 64 রান করেন ডু'প্লেসি ও 42 রান করেন কিং কোহলি ৷
শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি গুজরাত টাইটান্স। গুজরাতের ব্যাটারদের মধ্যে শাহরুখ খান সর্বোচ্চ 37 রান করেন ৷ 25 রান রাহুল তেওয়াতিয়ার ৷ 30 রান করেন ডেভিড মিলার ৷ টি-20 বিশ্বকাপের আগে কিং কোহলি যে ছন্দে রয়েছেন, সেটি ফের দেখা গিয়েছে। জয়ের জন্য 148 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন কোহলি এবং বেঙ্গালুরু অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি। কোহলি এদিনও ওপেন করতে নেমে করেছেন দুরন্ত 27 বলে 42 রান, যার মধ্যে ছিল 2টি চার ও 4টি ছক্কা।
পাশাপাশি দলের অন্য ওপেনার অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি করেন 23 বলে 64 রান, তাঁর ইনিংসে রয়েছে 10টি বাউন্ডারি ও 3টি ওভার বাউন্ডারি। 18 বলে অর্ধশতরান করেন তিনি। দুই ওপেনার এমন খেলে দিলে যে বাকিদের আর করার কিছুই করার দরকার হয় না ৷ কিন্তু ভীত তৈরি করে দেওয়ার পরও ডাহা ফেল আরসিবির মিডল অর্ডার ৷ গত ম্যাচে সেঞ্চুরি করা উইল জ্যাকস, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরন গ্রিনের মিলিত অবদান 8 রান ৷
পরে দীনেশ কার্তিক 12 বলে 21 রান করেন ও 15 রানে অপরাজিত থাকেন স্বপ্নিল সিং ৷ 38 বল বাকি থাকতেই 152 রান তুলে 4 উইকেটে জেতেন কোহলিরা ৷ অন্যদিকে, গুজরাতের হয়ে একাই 4 উইকেট নিয়েছেন জোসুয়া লিট্যল। 2 উইকেট নিয়েছেন নুর আহমেদ। এদিনের জয়ের পর এক লাফে আইপিএলের পয়েন্ট তালিকায় 10 থেকে 7 নম্বরে উঠে এলেন বিরাট কোহলিরা।
উল্লেখ্য,, 11 ম্যাচে 7টায় হেরে 9 নম্বরে অবস্থান শুভমনের গুজরাতের ৷ এই একই স্কোর কোহলিদেরও ৷ তবে, নেট রান রেটে এগিয়ে রয়েছে ডু'প্লেসির দল ৷
আরও পড়ুন: