বেঙ্গালুরু, 2 এপ্রিল: একের পর এক চার-ছক্কায় সোমবার একানা মাতালেন কুইন্টন ডি'কক ৷ 8টি চার ও 5টা ছয়ে রান সংখ্যাকে নিয়ে গেলেন 81'তে ৷ লখনউ সুপার জায়ান্টসের আরও এক বিদেশি ব্যাটার নিকোলাস পুরানের ব্যাট থেকেও এল 40 রান ৷ সবমিলিয়ে প্রতিপক্ষ অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসির নির্দেশে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার শেষে 5 উইকেটের বিনিময়ে 181 রান তুলল সুপার জায়ান্টস ৷
টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া লখনউয়ের শুরুটা দুর্দান্ত করেছিল দুই ওপেনার ডি'কক এবং কেএল রাহুল ৷ মাত্র 5.2 ওভারে 50 রানের গণ্ডি পেরিয়ে যায় নবাবের শহরের দল ৷ ছক্কা হাঁকিয়ে দলকে অর্ধশতরানে পৌঁছে দেওয়া লখনউ অধিনায়ক যদিও পরের বলেই 20 রানে ম্যাক্সওয়েলের শিকার হন ৷ এরপর দেবদূত পারিক্কলের (6) ইনিংস লম্বা হয়নি ৷ তৃতীয় উইকেটে ডি'ককের সঙ্গে জুটি বেঁধে মার্কাস স্টোইনিসের 56 রান লখনউকে শক্ত রানের ভিতে দাঁড় করিয়ে দেয় ৷ 36 বলে অর্ধশতরান পূর্ণ করা ডি'কক 81 রানে ডাগ-আউটে ফেরেন ৷
এরপর একানায় শুরু পুরান ঝড় ৷ 19তম ওভারে টপলেকে টানা তিনটি ছক্কা হাঁকান ক্য়ারিবিয়ান হার্ড-হিটার ৷ অন্তিম ওভারেও সিরাজকে জোড়া ছক্কা হাঁকান তিনি ৷ 1টি চার, 5টি ছয়ে পুরানের 21 বলে 40 রানের ক্য়ামিও এলএসজি'কে 181 রানে (5 উইকেট) পৌঁছে দেয় ৷ স্টোইনিস করেন 15 বলে 24 রান ৷
আরসিবি'র হয়ে বল হাতে সবচেয়ে সফল গ্লেন ম্য়াক্সওয়েল 23 রানে 2টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন রেসে টপলে, মহম্মদ সিরাজ এবং যশ দয়াল ৷ এখন দেখার প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে এসে দ্বিতীয় জয় হাসিল করতে পারে কি না আরসিবি ৷
আরও পড়ুন: