ETV Bharat / sports

হাফ সেঞ্চুরি কোহলির, বোলারদের দাপটে জয়ে ফিরল আরসিবি - IPL 2024

RCB vs SRH: 206 রানের পুঁজি নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের কাজটা কঠিন করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা । 6 ম্যাচ পর জয়ে ফিরল বেঙ্গালুরু ৷

IPL 2024
আইপিএল 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 11:10 PM IST

হায়দরাবাদ, 25 এপ্রিল: জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ সানরাইজার্স হায়দরাবাদের ঘরে এসে ম্যাচ বের করে নিয়ে গেলেন বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসিরা ৷ প্রতি ম্যাচেই বিধ্বংসী ব্যাট করা হায়দরাবাদ ব্যাটাররা এদিন কার্যত ব্যর্থ ৷

দুশো ছয় রানের পুঁজি নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের বেকায়দায় ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা । অভিষেক শর্মা (31) ছাড়া হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটাররা ট্রাভিস হেড (1), এইডেন মার্করাম (7), নীতিশ রেড্ডি (7), অনরিখ ক্লাসেন (7), আব্দুল সামাদ (10) স্কোরবোর্ডে 85 রান উঠতেই ফিরে যান । লেগ স্পিনার করণ শর্মা এবং স্বপ্নিল সিং দুটো করে উইকেট নিয়ে আরসিবিকে জয়ের স্বাদ দিলেন ।

যদিও আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যাবর্তনের লড়াই ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে । তারকা ভরা দলের পারফরম্যান্স প্রতিবছরই আশা জাগিয়ে শুরু হয় কিন্তু পূর্নতা পায় না । চলতি আইপিএল-এও তার ব্যতিক্রম নেই । হায়দরাবাদের রাজীব গান্ধী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা ভালো হলেও প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারল না । নির্ধারিত 20 ওভারে সাত উইকেটে 206 রান তোলে বেঙ্গালুরু । বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও পরিচিত দাপুটে ব্যাটিং তাঁর ব্যাট থেকে পাওয়া যায়নি । 43 বলে চারটে বাউণ্ডারি একটি ছক্কায় সাজানো কোহলির 51 রানের ইনিংস শেষ হয় জয়দেব উনাদকরের বলে ।

অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি 12 বলে পঁচিশ রানের ইনিংস সাজালেন তিনটি চার এবং একটি ওভার বাউণ্ডারিতে । একটা সময় তিন ওভার পাঁচ বলে 48 রান তুলেছিল কোহলি-ডু'প্লেসি জুটি । এই সময় মনে হয়েছিল আরসিবি ব্যাটাররা সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের শাসন করবে । কিন্তু প্রথম সাত ওভারে ডু'প্লেসি এবং জ্যাকস ফিরে গেলেও দুই উইকেটে 65 রান তোলে আরসিবি । এই সময় ধীরে ধীরে হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আরসিবি ব্যাটাররা আটকে যেতে থাকেন ।

চতুর্থ উইকেটে রজত পাতিদার-কোহলি জুটি রানের গতি বজায় রাখার চেষ্টা করেছিলেন । অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্সকে পিটিয়ে স্কোর বোর্ড সচল রেখেছিলেন । কিন্তু জয়দেব উনাদকরের বলে প্রথমে পাতিদার এবং পরে কোহলি গ্রিন রুমে ফিরতেই ধাক্কা খায় আরসিবির ইনিংস । রজত পাতিদার 50 রানে আউট হন । এরপর ক্যামেরুন গ্রিনের 37 রান ছাড়া বাকিরা সকলেই কার্যত ব্যর্থ । হায়দরাবাদের হয়ে নিয়ন্ত্রিত বোলিং করে আরসিবির রানের গতিতে লাগাম টানেন উনাদকার (3 উইকেট) এবং টি নটরাজন(2 উইকেট) ৷ মারকাণ্ডে এবং কামিন্স একটি করে উইকেট নেন ।

আরও পড়ুন:

হায়দরাবাদ, 25 এপ্রিল: জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ সানরাইজার্স হায়দরাবাদের ঘরে এসে ম্যাচ বের করে নিয়ে গেলেন বিরাট কোহলি, ফ্যাফ ডু’প্লেসিরা ৷ প্রতি ম্যাচেই বিধ্বংসী ব্যাট করা হায়দরাবাদ ব্যাটাররা এদিন কার্যত ব্যর্থ ৷

দুশো ছয় রানের পুঁজি নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারদের বেকায়দায় ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা । অভিষেক শর্মা (31) ছাড়া হায়দরাবাদের টপ অর্ডারের ব্যাটাররা ট্রাভিস হেড (1), এইডেন মার্করাম (7), নীতিশ রেড্ডি (7), অনরিখ ক্লাসেন (7), আব্দুল সামাদ (10) স্কোরবোর্ডে 85 রান উঠতেই ফিরে যান । লেগ স্পিনার করণ শর্মা এবং স্বপ্নিল সিং দুটো করে উইকেট নিয়ে আরসিবিকে জয়ের স্বাদ দিলেন ।

যদিও আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রত্যাবর্তনের লড়াই ক্রমশই কঠিন হয়ে যাচ্ছে । তারকা ভরা দলের পারফরম্যান্স প্রতিবছরই আশা জাগিয়ে শুরু হয় কিন্তু পূর্নতা পায় না । চলতি আইপিএল-এও তার ব্যতিক্রম নেই । হায়দরাবাদের রাজীব গান্ধী আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা ভালো হলেও প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারল না । নির্ধারিত 20 ওভারে সাত উইকেটে 206 রান তোলে বেঙ্গালুরু । বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করলেও পরিচিত দাপুটে ব্যাটিং তাঁর ব্যাট থেকে পাওয়া যায়নি । 43 বলে চারটে বাউণ্ডারি একটি ছক্কায় সাজানো কোহলির 51 রানের ইনিংস শেষ হয় জয়দেব উনাদকরের বলে ।

অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি 12 বলে পঁচিশ রানের ইনিংস সাজালেন তিনটি চার এবং একটি ওভার বাউণ্ডারিতে । একটা সময় তিন ওভার পাঁচ বলে 48 রান তুলেছিল কোহলি-ডু'প্লেসি জুটি । এই সময় মনে হয়েছিল আরসিবি ব্যাটাররা সানরাইজার্স হায়দরাবাদ বোলারদের শাসন করবে । কিন্তু প্রথম সাত ওভারে ডু'প্লেসি এবং জ্যাকস ফিরে গেলেও দুই উইকেটে 65 রান তোলে আরসিবি । এই সময় ধীরে ধীরে হায়দরাবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আরসিবি ব্যাটাররা আটকে যেতে থাকেন ।

চতুর্থ উইকেটে রজত পাতিদার-কোহলি জুটি রানের গতি বজায় রাখার চেষ্টা করেছিলেন । অভিষেক শর্মা, ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্সকে পিটিয়ে স্কোর বোর্ড সচল রেখেছিলেন । কিন্তু জয়দেব উনাদকরের বলে প্রথমে পাতিদার এবং পরে কোহলি গ্রিন রুমে ফিরতেই ধাক্কা খায় আরসিবির ইনিংস । রজত পাতিদার 50 রানে আউট হন । এরপর ক্যামেরুন গ্রিনের 37 রান ছাড়া বাকিরা সকলেই কার্যত ব্যর্থ । হায়দরাবাদের হয়ে নিয়ন্ত্রিত বোলিং করে আরসিবির রানের গতিতে লাগাম টানেন উনাদকার (3 উইকেট) এবং টি নটরাজন(2 উইকেট) ৷ মারকাণ্ডে এবং কামিন্স একটি করে উইকেট নেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.