ETV Bharat / sports

অসাধারণ বুমরা, রোহিতের 'নেভার সে ডাই' মন্ত্রে পাক 'বধ' ভারতের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

T20 World Cup 2024: পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্তভাবে ব্যর্থ ভারতীয় ব্যাটিং ৷ পাক-বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন রোহিতরা ৷ তবে, ভারতীয় বোলাররা তা করেননি ৷ পালটা প্রত্যাঘাতে ভারতের ঝুলিতে জয় নিয়ে এসেছে ৷ যেখানে কাজ করেছে অধিনায়কের 'গুরুমন্ত্র' ৷

ETV BHARAT
পাকিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে জসপ্রীত বুমরা ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 7:28 PM IST

নিউইয়র্ক, 10 জুন: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রবিবার সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতেছে ভারতীয় দল ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ স্কোরবোর্ডে মাত্র 119 রান তুলে আজকের দিনে টি-20 ম্যাচ জয় সত্যিই প্রশংসনীয় ৷ আর এক্ষেত্রে যে ব্যক্তির ভূমিকা সবচেয়ে বড়, তিনি হলেন জসপ্রীত বুমরা ৷ তাঁর 4 ওভারের স্পেলে 3টি গুরুত্বপূর্ণ উইকেট ভারতের ঝুলিতে আত্মসম্মানের এই ম্যাচ এনে দিয়েছে ৷ তাই জয়ের কান্ডারী জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত ৷ নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে, বুমরা-সহ পুরো বোলিং ইউনিটের প্রশংসা করলেন তিনি ৷

ম্যাচ শেষে রোহিত দলের তারকা পেসারকে নিয়ে বলেন, "ও নিজের ক্ষমতা জানে, পরিস্থিতি অনুযায়ী নিজের ক্ষমতা প্রয়োগ করে ৷ আমরা সবাই জানি ও কী করতে পারে ৷ তাই ওকে নিয়ে এখন বেশি কথা বলতে চাই না ৷ ওকে পুরো বিশ্বকাপে এভাবেই আমরা পেতে চাই ৷ বুমরা অসাধারণ, সেটা আমরা সবাই জানি ৷" তবে, শুধু একা বুমরাকে দিয়ে 119 রান ডিফেন্ড করা যে সম্ভব নয়, তা রোহিত ভালোই জানতেন ৷ দলের এগারোজন ক্রিকেটারকে মাঠে একজোট হয়ে পারফর্ম করতে হত ৷ তাই পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ধাপে দলের প্রত্যেককে একত্রিত করে কথা বলেছিলেন অধিনায়ক রোহিত ৷

ম্যাচের সাক্ষাৎকারে রোহিত বলেন, "আমরা সত্যিই ভালো ব্যাটিং করতে পারিনি ৷ আমাদের ইনিংসের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি ভালো ছিল ৷ কিন্তু, তারপর আমরা আর ভালো খেলতে পারিনি ৷ পার্টনারশিপ তৈরি করতে পারিনি, ফলে অনেক রান কম উঠেছে ৷" এরপরেই দলের বোলিং প্রসঙ্গে রোহিত বলেন, "এরকম বোলিং নিয়ে যে কেউ আত্মবিশ্বাসী থাকবে ভালো ফল করার জন্য ৷ ওদের ব্যাটিংয়ের মাঝামাঝি সময়ে আমরা সকলে এক জায়গায় আসি এবং আমি সবাইকে একটাই কথা বলেছিলাম, যদি আমাদের সঙ্গে এটা (ব্যাটিং বিপর্যয়) হতে পারে, তাহলে ওদের ক্ষেত্রেও সম্ভব ৷ 'নেভার সে ডাই' ! সবার তরফে কিছু কিছু অবদান অনেক বড় ফারাক তৈরি করতে পারে ৷"

ম্যাচে ভারতীয় সমর্থকদের উপস্থিতি এবং প্রতি মুহূর্তে তাদের সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা ৷ বিশেষত, নিউইয়র্কের মতো শহরে যেখানে ক্রিকেটের চল প্রায় নেই বললেই চলে ৷ সেখানে দাঁড়িয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে এত সংখ্যক দর্শকের উপস্থিতি ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছিল ৷ এমনকী কঠিন পরিস্থিতির মধ্যেও ৷

নিউইয়র্ক, 10 জুন: আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে রবিবার সর্বনিম্ন রান ডিফেন্ড করে জিতেছে ভারতীয় দল ৷ তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৷ স্কোরবোর্ডে মাত্র 119 রান তুলে আজকের দিনে টি-20 ম্যাচ জয় সত্যিই প্রশংসনীয় ৷ আর এক্ষেত্রে যে ব্যক্তির ভূমিকা সবচেয়ে বড়, তিনি হলেন জসপ্রীত বুমরা ৷ তাঁর 4 ওভারের স্পেলে 3টি গুরুত্বপূর্ণ উইকেট ভারতের ঝুলিতে আত্মসম্মানের এই ম্যাচ এনে দিয়েছে ৷ তাই জয়ের কান্ডারী জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক রোহিত ৷ নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা স্বীকার করে নিয়ে, বুমরা-সহ পুরো বোলিং ইউনিটের প্রশংসা করলেন তিনি ৷

ম্যাচ শেষে রোহিত দলের তারকা পেসারকে নিয়ে বলেন, "ও নিজের ক্ষমতা জানে, পরিস্থিতি অনুযায়ী নিজের ক্ষমতা প্রয়োগ করে ৷ আমরা সবাই জানি ও কী করতে পারে ৷ তাই ওকে নিয়ে এখন বেশি কথা বলতে চাই না ৷ ওকে পুরো বিশ্বকাপে এভাবেই আমরা পেতে চাই ৷ বুমরা অসাধারণ, সেটা আমরা সবাই জানি ৷" তবে, শুধু একা বুমরাকে দিয়ে 119 রান ডিফেন্ড করা যে সম্ভব নয়, তা রোহিত ভালোই জানতেন ৷ দলের এগারোজন ক্রিকেটারকে মাঠে একজোট হয়ে পারফর্ম করতে হত ৷ তাই পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ধাপে দলের প্রত্যেককে একত্রিত করে কথা বলেছিলেন অধিনায়ক রোহিত ৷

ম্যাচের সাক্ষাৎকারে রোহিত বলেন, "আমরা সত্যিই ভালো ব্যাটিং করতে পারিনি ৷ আমাদের ইনিংসের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি ভালো ছিল ৷ কিন্তু, তারপর আমরা আর ভালো খেলতে পারিনি ৷ পার্টনারশিপ তৈরি করতে পারিনি, ফলে অনেক রান কম উঠেছে ৷" এরপরেই দলের বোলিং প্রসঙ্গে রোহিত বলেন, "এরকম বোলিং নিয়ে যে কেউ আত্মবিশ্বাসী থাকবে ভালো ফল করার জন্য ৷ ওদের ব্যাটিংয়ের মাঝামাঝি সময়ে আমরা সকলে এক জায়গায় আসি এবং আমি সবাইকে একটাই কথা বলেছিলাম, যদি আমাদের সঙ্গে এটা (ব্যাটিং বিপর্যয়) হতে পারে, তাহলে ওদের ক্ষেত্রেও সম্ভব ৷ 'নেভার সে ডাই' ! সবার তরফে কিছু কিছু অবদান অনেক বড় ফারাক তৈরি করতে পারে ৷"

ম্যাচে ভারতীয় সমর্থকদের উপস্থিতি এবং প্রতি মুহূর্তে তাদের সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মা ৷ বিশেষত, নিউইয়র্কের মতো শহরে যেখানে ক্রিকেটের চল প্রায় নেই বললেই চলে ৷ সেখানে দাঁড়িয়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচে এত সংখ্যক দর্শকের উপস্থিতি ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়েছিল ৷ এমনকী কঠিন পরিস্থিতির মধ্যেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.