ETV Bharat / sports

রোহিত-গিলের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লিড ভারতের - India vs England 5th Test

India vs England 5th Test: ধরমশালা টেস্টেও একছত্র আধিপত্য 'মেন ইন ব্লু'র ৷ যশস্বী জসওয়ালের বিস্ফোরক হাফ-সেঞ্চুরির পর, রোহিত শর্মা এবং শুভমন গিলের জোড়া শতরানে ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে লিড নিল ভারত ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 11:32 AM IST

Updated : Mar 8, 2024, 12:08 PM IST

ধরমশালা, 8 মার্চ: হিমাচলের শীতল আবহাওয়ায় ভারতীয় ব্যাটিংয়ের তাপ অনুভব করছে ইংরেজ ক্রিকেটাররা ৷ প্রথমদিন যে পিচে কুলদীপ, অশ্বিন এবং জাদেজাকে খেলতে গিয়ে হিমশিম খেয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা ৷ সেই পিচই ভারতের টপ-অর্ডারের কাছে ব্যাটিং-স্বর্গ ৷ অবশ্য স্বর্গই বটে, স্টেডিয়ামের চারদিকে অসামান্য প্রাকৃতিক দৃশ্য, আর ধরমশালার পাটা উইকেট ৷ যে কোনও ব্যাটারকে স্বর্গের অনুভূতি করাবে ৷ আর সেটাই হচ্ছে রোহিত শর্মা এবং শুভমন গিলের সঙ্গে ৷ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে ভারতের স্কোর 1 উইকেট হারিয়ে 264 রান ৷

দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে ভারত ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিডের পথে ৷ প্রথমদিনের শেষ সেশনে 1 উইকেট হারিয়ে 135 রান তুলেছিল ভারত ৷ দ্বিতীয় দিনের সকালের শুরুটা ঠিক সেই আক্রমণাত্মক মেজাজেই শুরু করেন শুভমন গিল ৷ রোহতি অবশ্য কিছুটা সাবধানী ছিলেন শুরুতে ৷ কিন্তু, একবার সেট হতেই ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেন তাঁরা ৷ 154 বলে রোহিত এই সিরিজে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন ৷ শুভমন গিল সত্তরের উপর স্ট্রাইকরেটে 137 বলে আজ সেঞ্চুরি করলেন ৷

উল্লেখ্য, 2021 সাল থেকে ভারতের হয়ে টেস্টে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রোহিত শর্মা সবার উপরে ৷ মোট 6টি সেঞ্চুরি রয়েছে রোহিতের নামে ৷ সেখানেই দ্বিতীয়স্থানে রয়েছেন শুভমন গিল ৷ ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে রোহিত কিংবদন্তি সুনীল গাভাসকরকে ছুঁয়ে ফেললেন এদিন ৷ দু’জনের ওপেন করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট চারটি সেঞ্চুরি রয়েছে ৷

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রাহুল দ্রাবিড়কে ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক ৷ টেস্ট, ওয়ান-ডে ও টি-20 মিলিয়ে মোট 48টি সেঞ্চুরি হয়ে গেল রোহিতের ৷ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে তিন নম্বর স্থানে রয়েছেন ৷ তার আগে বিরাট কোহলি (80) এবং সচিন তেন্ডুলকরের (100) নাম রয়েছে ভারতীয় হিসেবে ৷

ইংল্যান্ড বোলারদের মধ্যে একমাত্র জিমি অ্যান্ডারসনকে নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গেল আজ ৷ বাকি মার্ক উড, টম হার্টলি এবং শোয়েব বশির তিন বোলারের বিরুদ্ধে হাত খুলে রান করে গিয়েছেন দুই ব্যাটার ৷ উল্লেখ্য, সিরিজ ইতিমধ্যে ভারত জিতে নিয়েছে ৷ সিরিজে 3-1 এগিয়ে থেকে ধরমশালা টেস্টে নেমেছে ভারত ৷ এই টেস্ট জিতলে পাঁচ ম্যাচে সিরিজ 4-1 করবে ভারত ৷

আরও পড়ুন:

  1. ধরমশালায় জোড়া রেকর্ডে ‘যশ’ বাড়াল যশস্বীর
  2. ‘রবি’ মঞ্চে ভয়ংকর কুলদীপ, স্পিনের জাদুতে আড়াইশোর আগেই বান্ডিল ‘বাজবল’
  3. শততম টেস্টে উজ্জ্বল অশ্বিন, কুলদীপের ঘূর্ণিতে বেকাবু ইংল্যান্ড

ধরমশালা, 8 মার্চ: হিমাচলের শীতল আবহাওয়ায় ভারতীয় ব্যাটিংয়ের তাপ অনুভব করছে ইংরেজ ক্রিকেটাররা ৷ প্রথমদিন যে পিচে কুলদীপ, অশ্বিন এবং জাদেজাকে খেলতে গিয়ে হিমশিম খেয়েছে ইংল্যান্ডের ব্যাটাররা ৷ সেই পিচই ভারতের টপ-অর্ডারের কাছে ব্যাটিং-স্বর্গ ৷ অবশ্য স্বর্গই বটে, স্টেডিয়ামের চারদিকে অসামান্য প্রাকৃতিক দৃশ্য, আর ধরমশালার পাটা উইকেট ৷ যে কোনও ব্যাটারকে স্বর্গের অনুভূতি করাবে ৷ আর সেটাই হচ্ছে রোহিত শর্মা এবং শুভমন গিলের সঙ্গে ৷ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে ভারতের স্কোর 1 উইকেট হারিয়ে 264 রান ৷

দুই ব্যাটারের সেঞ্চুরিতে ভর করে ভারত ধরমশালা টেস্টের প্রথম ইনিংসে বড় রানের লিডের পথে ৷ প্রথমদিনের শেষ সেশনে 1 উইকেট হারিয়ে 135 রান তুলেছিল ভারত ৷ দ্বিতীয় দিনের সকালের শুরুটা ঠিক সেই আক্রমণাত্মক মেজাজেই শুরু করেন শুভমন গিল ৷ রোহতি অবশ্য কিছুটা সাবধানী ছিলেন শুরুতে ৷ কিন্তু, একবার সেট হতেই ব্যাট হাতে ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে তাণ্ডব শুরু করেন তাঁরা ৷ 154 বলে রোহিত এই সিরিজে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন ৷ শুভমন গিল সত্তরের উপর স্ট্রাইকরেটে 137 বলে আজ সেঞ্চুরি করলেন ৷

উল্লেখ্য, 2021 সাল থেকে ভারতের হয়ে টেস্টে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রোহিত শর্মা সবার উপরে ৷ মোট 6টি সেঞ্চুরি রয়েছে রোহিতের নামে ৷ সেখানেই দ্বিতীয়স্থানে রয়েছেন শুভমন গিল ৷ ভারতীয় ওপেনার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নিরিখে রোহিত কিংবদন্তি সুনীল গাভাসকরকে ছুঁয়ে ফেললেন এদিন ৷ দু’জনের ওপেন করতে নেমে ইংল্যান্ডের বিরুদ্ধে মোট চারটি সেঞ্চুরি রয়েছে ৷

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ব্যাটার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির নিরিখে রাহুল দ্রাবিড়কে ছুঁয়েছেন ভারতীয় অধিনায়ক ৷ টেস্ট, ওয়ান-ডে ও টি-20 মিলিয়ে মোট 48টি সেঞ্চুরি হয়ে গেল রোহিতের ৷ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যৌথভাবে তিন নম্বর স্থানে রয়েছেন ৷ তার আগে বিরাট কোহলি (80) এবং সচিন তেন্ডুলকরের (100) নাম রয়েছে ভারতীয় হিসেবে ৷

ইংল্যান্ড বোলারদের মধ্যে একমাত্র জিমি অ্যান্ডারসনকে নিয়ন্ত্রিত বোলিং করতে দেখা গেল আজ ৷ বাকি মার্ক উড, টম হার্টলি এবং শোয়েব বশির তিন বোলারের বিরুদ্ধে হাত খুলে রান করে গিয়েছেন দুই ব্যাটার ৷ উল্লেখ্য, সিরিজ ইতিমধ্যে ভারত জিতে নিয়েছে ৷ সিরিজে 3-1 এগিয়ে থেকে ধরমশালা টেস্টে নেমেছে ভারত ৷ এই টেস্ট জিতলে পাঁচ ম্যাচে সিরিজ 4-1 করবে ভারত ৷

আরও পড়ুন:

  1. ধরমশালায় জোড়া রেকর্ডে ‘যশ’ বাড়াল যশস্বীর
  2. ‘রবি’ মঞ্চে ভয়ংকর কুলদীপ, স্পিনের জাদুতে আড়াইশোর আগেই বান্ডিল ‘বাজবল’
  3. শততম টেস্টে উজ্জ্বল অশ্বিন, কুলদীপের ঘূর্ণিতে বেকাবু ইংল্যান্ড
Last Updated : Mar 8, 2024, 12:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.