ETV Bharat / sports

নিলামে উঠছেন পন্ত! স্টাম্পার-ব্য়াটারকে পেতে ঝাঁপাচ্ছে আরসিবি - IPL 2025 MEGA AUCTION

দিল্লি ক্য়াপিটালস ছেড়ে 2025 আইপিএলের নিলামে উঠছেন পন্ত? তেমনই জল্পনা শোরগোল ফেলেছে আইপিএল মহলে ৷

SPECULATION ON RISHABH PANT
আইপিএল নিলামের আগে পন্তকে নিয়ে জল্পনা (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 24, 2024, 7:57 PM IST

Updated : Oct 24, 2024, 8:03 PM IST

নয়াদিল্লি, 24 অক্টোবর: দলের কোচিং স্টাফে ব্য়াপক রদবদলের পর ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রেও কি ব্য়াপক বদলের পথে হাঁটছে দিল্লি ক্য়াপিটালস? টুর্নামেন্টের মেগা নিলামের আগে বেশ কিছু রিপোর্ট তেমন সম্ভাবনাই উসকে দিচ্ছে ৷ কেরিয়ারে একমাত্র দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল খেলা জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তকে ক্যাপিটালস নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে ৷ আর তারকা ক্রিকেটারকে পেতে আসরে ঝাঁপিয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামে উঠতে চলেছেন দিল্লি ক্য়াপিটালসের অধিনায়ক পন্ত ৷ আর তাঁকে পাওয়ার দৌড়ে সবচেয়ে আগে রয়েছে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ তবে বেঙ্গালুরু ছাড়াও স্টাম্পার-ব্যাটারকে পেতে লখনউ সুপার জায়ান্ট ও পঞ্জাব কিংসও আগ্রহী বলে রিপোর্টে প্রকাশ ৷

গত মাসে সংবাদসংস্থা আইএএনএস'কে যদিও ফ্র্য়াঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল জানিয়েছিলেন 2025 আইপিএলের মেগা নিলামের আগে পন্তকে অবশ্যই রেখে দেওয়া হবে বা রিটেইন করা হবে ৷ জিন্দাল বলেছিলেন, "নিঃসন্দেহে পন্তকে রেখেই দল গড়বে দিল্লি ক্য়াপিটালস ৷ আমাদের দলে অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মত দুর্দান্ত সব ক্রিকেটাররাও রয়েছে ৷" যদিও দিল্লি ক্য়াপিটালস যে সংস্থার সহ-মালিকানাধীন, সেই জিএমআর গ্রুপের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি ৷

প্রয়োজনে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গেও বিষয়টি আলোচনা হবে বলে জানিয়েছিলেন পার্থ জিন্দাল ৷ উল্লেখ্য, রিকি পন্টিংয়ের বিদায়ের পর দিনকয়েক আগে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে নয়া কোচ হিসেবে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজি এবং দলের ক্রিকেটিং ডিরেক্টর পদে বসেছেন বেণুগোপাল রাও ৷ পরিবর্তে জেএসডব্লিই স্পোর্টিং গ্রুপের ডিরেক্টর হিসেবে বড় দায়িত্ব পেয়েছেন সৌরভ ৷ কোচিং স্টাফেদের পদে এত রদবদলের পর কি তাহলে ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রেও বড়সড় বদলের পথে ফ্র্যাঞ্চাইজি, নয়া রিপোর্টে তৈরি হয়েছে জল্পনা ৷

নয়াদিল্লি, 24 অক্টোবর: দলের কোচিং স্টাফে ব্য়াপক রদবদলের পর ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রেও কি ব্য়াপক বদলের পথে হাঁটছে দিল্লি ক্য়াপিটালস? টুর্নামেন্টের মেগা নিলামের আগে বেশ কিছু রিপোর্ট তেমন সম্ভাবনাই উসকে দিচ্ছে ৷ কেরিয়ারে একমাত্র দিল্লি ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল খেলা জাতীয় দলের স্টাম্পার-ব্যাটার ঋষভ পন্তকে ক্যাপিটালস নিলামে অংশ নেওয়ার সুযোগ করে দেবে বলে মনে করা হচ্ছে ৷ আর তারকা ক্রিকেটারকে পেতে আসরে ঝাঁপিয়েছে রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৷

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী আগামী মাসের শেষে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়ান প্রিমিয়র লিগের মেগা নিলামে উঠতে চলেছেন দিল্লি ক্য়াপিটালসের অধিনায়ক পন্ত ৷ আর তাঁকে পাওয়ার দৌড়ে সবচেয়ে আগে রয়েছে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ৷ তবে বেঙ্গালুরু ছাড়াও স্টাম্পার-ব্যাটারকে পেতে লখনউ সুপার জায়ান্ট ও পঞ্জাব কিংসও আগ্রহী বলে রিপোর্টে প্রকাশ ৷

গত মাসে সংবাদসংস্থা আইএএনএস'কে যদিও ফ্র্য়াঞ্চাইজির মালিক পার্থ জিন্দাল জানিয়েছিলেন 2025 আইপিএলের মেগা নিলামের আগে পন্তকে অবশ্যই রেখে দেওয়া হবে বা রিটেইন করা হবে ৷ জিন্দাল বলেছিলেন, "নিঃসন্দেহে পন্তকে রেখেই দল গড়বে দিল্লি ক্য়াপিটালস ৷ আমাদের দলে অক্ষর প্যাটেল, ট্রিস্টান স্টাবস, কুলদীপ যাদব, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, খলিল আহমেদের মত দুর্দান্ত সব ক্রিকেটাররাও রয়েছে ৷" যদিও দিল্লি ক্য়াপিটালস যে সংস্থার সহ-মালিকানাধীন, সেই জিএমআর গ্রুপের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলেন তিনি ৷

প্রয়োজনে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গেও বিষয়টি আলোচনা হবে বলে জানিয়েছিলেন পার্থ জিন্দাল ৷ উল্লেখ্য, রিকি পন্টিংয়ের বিদায়ের পর দিনকয়েক আগে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হেমাঙ্গ বাদানিকে নয়া কোচ হিসেবে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজি এবং দলের ক্রিকেটিং ডিরেক্টর পদে বসেছেন বেণুগোপাল রাও ৷ পরিবর্তে জেএসডব্লিই স্পোর্টিং গ্রুপের ডিরেক্টর হিসেবে বড় দায়িত্ব পেয়েছেন সৌরভ ৷ কোচিং স্টাফেদের পদে এত রদবদলের পর কি তাহলে ক্রিকেটারদের ধরে রাখার ক্ষেত্রেও বড়সড় বদলের পথে ফ্র্যাঞ্চাইজি, নয়া রিপোর্টে তৈরি হয়েছে জল্পনা ৷

Last Updated : Oct 24, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.