ETV Bharat / sports

সেঞ্চুরি করলেন, আবার বাংলাদেশের ফিল্ডিংও সাজিয়ে দিলেন পন্ত; দেখুন ভিডিয়ো - INDIA VS BANGLADESH TEST - INDIA VS BANGLADESH TEST

PANT SETS BANGLADESH FIELDING: শতরান করে টেস্ট ক্রিকেটে প্রত্য়াবর্তন স্মরণীয় তো রাখলেনই ৷ পাশাপাশি শনিবার চিপকে ঋষভ পন্ত শিরোনামে বিপক্ষের ফিল্ডিং সাজিয়ে ৷ কী ঘটেছিল, দেখুন ভিডিয়ো ৷

PANT SETS BANGLADESH FIELDING
ঋষভ পন্ত (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 21, 2024, 4:23 PM IST

চেন্নাই, 21 সেপ্টেম্বর: বাইশ গজ হোক কিংবা বাইশ গজের বাইরে, এমনিতে আলোচিত চরিত্র ঋষভ পন্ত ৷ 2019-20 বর্ডার-গাভাসকর সিরিজের মাঝে অজি স্টাম্পার-ব্যাটার টিম পেইনের সঙ্গে তাঁর 'বেবিসিটার' নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় এখনও স্মৃতিতে টাটকা অনুরাগীদের ৷ তবে 2022 গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে থাকায় বিতর্ক-আলোচনা থেকেও দূরে ছিলেন ভারতের তরুণ স্টাম্পার-ব্য়াটার ৷ তবে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে ফের শিরোনামে পন্ত ৷ চিপকে প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে তর্ক জুড়েছিলেন, এবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে শিরোনামে ভারতীয় ক্রিকেটার ৷

ঘটনাটি চিপকে তৃতীয়দিন প্রথম সেশনে ৷ ঋষভ পন্তের কীর্তি ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ ব্যাটিংয়ের সময় দায়িত্ব নিয়ে বিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিলেন স্টাম্পার-ব্যাটার ৷ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলা পন্তের কথাগুলো ধরা পড়ল স্টাম্প-মাইকে ৷ যেখানে মিড-উইকেটের দিকে আঙুল নির্দেশ করে পন্তকে বলতে শোনা যাচ্ছে, "এদিকে কেউ নেই ৷ এদিকে একজনকে পাঠাতে হবে ৷" ঘটনাক্রমে সেই সময় অন স্ট্রাইক ছিলেন ঋষভই ৷ সবচেয়ে মজার ব্য়াপার ভারতীয় ক্রিকেটারের কথামতো মিড-উইকেটে একজন ফিল্ডারকে পাঠিয়েও দেন শান্ত ৷

ঋষভের কীর্তিতে হাসির রোল ওঠে কমেন্ট্রি বক্সেও ৷ যা নিমেষে ভাইরাল হয় ইন্টারনেটে ৷ তবে মজার সেই ঘটনাকে ছাপিয়ে চিপকে প্রথম টেস্টের তৃতীয়দিন পন্ত আরও বেশি করে শিরোনামে শতরান হাঁকিয়ে ৷ 600 দিনেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট প্রত্যাবর্তন শতরানে বাঁধিয়ে রাখলেন উত্তরাখণ্ডের ক্রিকেটার ৷ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 109 রানের ইনিংস এল পন্তের ব্য়াটে ৷ লাল বলের ক্রিকেটে এটি ষষ্ঠ শতরান তাঁর ৷

পন্তের পাশাপাশি শতরান এল শুভমন গিলের ব্য়াটেও ৷ 119 রানে অপরাজিত থাকলেন তিনি ৷ চতুর্থ উইকেটে গিল-পন্তের 167 রানের জুটিতে ভর করে 287 রান (4 উইকেট) তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত ৷ সবমিলিয়ে বাংলাদেশের সামনে ম্য়াচ জয়ের জন্য 515 রানে টার্গেট ৷ দিনের শেষে 37.2 ওভারে 4 উইকেট হারিয়ে 158 রান তুলেছে বাংলাদেশ ৷

চেন্নাই, 21 সেপ্টেম্বর: বাইশ গজ হোক কিংবা বাইশ গজের বাইরে, এমনিতে আলোচিত চরিত্র ঋষভ পন্ত ৷ 2019-20 বর্ডার-গাভাসকর সিরিজের মাঝে অজি স্টাম্পার-ব্যাটার টিম পেইনের সঙ্গে তাঁর 'বেবিসিটার' নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় এখনও স্মৃতিতে টাটকা অনুরাগীদের ৷ তবে 2022 গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন বাইশ গজ থেকে দূরে থাকায় বিতর্ক-আলোচনা থেকেও দূরে ছিলেন ভারতের তরুণ স্টাম্পার-ব্য়াটার ৷ তবে টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনে ফের শিরোনামে পন্ত ৷ চিপকে প্রথম ইনিংসে লিটন দাসের সঙ্গে তর্ক জুড়েছিলেন, এবার দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে শিরোনামে ভারতীয় ক্রিকেটার ৷

ঘটনাটি চিপকে তৃতীয়দিন প্রথম সেশনে ৷ ঋষভ পন্তের কীর্তি ভাইরাল হল সোশাল মিডিয়ায় ৷ ব্যাটিংয়ের সময় দায়িত্ব নিয়ে বিপক্ষ দলের ফিল্ডিং সাজিয়ে দিলেন স্টাম্পার-ব্যাটার ৷ বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বলা পন্তের কথাগুলো ধরা পড়ল স্টাম্প-মাইকে ৷ যেখানে মিড-উইকেটের দিকে আঙুল নির্দেশ করে পন্তকে বলতে শোনা যাচ্ছে, "এদিকে কেউ নেই ৷ এদিকে একজনকে পাঠাতে হবে ৷" ঘটনাক্রমে সেই সময় অন স্ট্রাইক ছিলেন ঋষভই ৷ সবচেয়ে মজার ব্য়াপার ভারতীয় ক্রিকেটারের কথামতো মিড-উইকেটে একজন ফিল্ডারকে পাঠিয়েও দেন শান্ত ৷

ঋষভের কীর্তিতে হাসির রোল ওঠে কমেন্ট্রি বক্সেও ৷ যা নিমেষে ভাইরাল হয় ইন্টারনেটে ৷ তবে মজার সেই ঘটনাকে ছাপিয়ে চিপকে প্রথম টেস্টের তৃতীয়দিন পন্ত আরও বেশি করে শিরোনামে শতরান হাঁকিয়ে ৷ 600 দিনেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেট প্রত্যাবর্তন শতরানে বাঁধিয়ে রাখলেন উত্তরাখণ্ডের ক্রিকেটার ৷ বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে 109 রানের ইনিংস এল পন্তের ব্য়াটে ৷ লাল বলের ক্রিকেটে এটি ষষ্ঠ শতরান তাঁর ৷

পন্তের পাশাপাশি শতরান এল শুভমন গিলের ব্য়াটেও ৷ 119 রানে অপরাজিত থাকলেন তিনি ৷ চতুর্থ উইকেটে গিল-পন্তের 167 রানের জুটিতে ভর করে 287 রান (4 উইকেট) তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে ভারত ৷ সবমিলিয়ে বাংলাদেশের সামনে ম্য়াচ জয়ের জন্য 515 রানে টার্গেট ৷ দিনের শেষে 37.2 ওভারে 4 উইকেট হারিয়ে 158 রান তুলেছে বাংলাদেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.