ETV Bharat / sports

সচিনকে ছাপিয়ে যাবেন রুট ! বড় ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের - Sachin Tendulkar Test Record

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 15, 2024, 7:41 PM IST

Ricky Ponting Claims Big on Sachin Tendulkar: সচিন তেন্ডুলকরের টেস্ট রানকে টপকে যেতে পারেন জো রুট ৷ ইংল্যান্ড অধিনায়ককে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং ৷

Sachin Tendulkar
সচিনকে ছাপিয়ে যাবেন রুট ! (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 15 অগস্ট: তাঁকে বলা হয় ক্রিকেট ঈশ্বর ৷ পাঁচদিন ও একদিনের ক্রিকেট মিলিয়ে তাঁর সংগ্রহ 34 হাজার 347 রান ৷ দুই ফর্ম্যাটেই সচিন তেন্ডুলকরের ধারেকাছে কেউ নেই ৷ তাঁর রেকর্ড নিয়েই এবার ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং ৷ পান্টার বলেছেন, টেস্ট ক্রিকেটে সচিনের রানকে টপকে যেতে পারেন জো রুট ৷

কী বলেছেন পন্টিং ?

প্রাক্তন অজি অধিনায়কের কথায়, রুটের রানের খিদে থাকলে এবং ফর্মে থাকলে সচিনের টেস্ট রানকে ছাপিয়ে যাবেন তিনি ৷ 50 পেরলে তা সহজের সেঞ্চুরিতে বদলে ফেলছেন রুট ৷ ফলে ফর্মে থাকলে রেকর্ড গড়তে পারেন তিনি ৷

যদিও সচিনকে টপকে যেতে রুটকে অনেক পথ হাঁটতে হবে ৷ ইংল্যান্ড যদি এক ক্যালেন্ডার বর্ষে 10 থেকে 14টি টেস্ট ম্যাচ খেলে এবং প্রত্যেকটিতে রুট স্কোয়াডে ও ফর্মে থেকে 800 থেকে 1 হাজার রান করেন, তাহলে সচিনকে টপকাতে তাঁর চার বছর লাগবে । ফলে 37-38 বছর বয়স পর্যন্ত দুরন্ত ফর্মে থাকতে হবে রুটকে ৷

পাঁচদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 15 হাজার 921 রান ৷ সেঞ্চুরির সংখ্যা 51টি ৷ দু’নম্বরে থাকা রিকি পন্টিংয়ের সংগ্রহ 13 হাজার 378 রান ৷ সাত নম্বরে রয়েছেন জো রুট ৷ থ্রি লায়ন্সের অধিনায়কের এখনও পর্যন্ত সংগ্রহ 12 হাজার 27 রান ৷ তিন অঙ্কের রান করেছেন 32 বার ৷ সচিন-পান্টার ও রুটের মাঝে রয়েছেন জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, অ্যালিস্টার কুক ও কুমার সঙ্গকারা ৷ অর্থাৎ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম ছ’য়ে থাকা ব্যাটাররা প্রত্যেকেই প্রাক্তন ৷

33 বছর বয়সি রুট এজবাস্টন টেস্টে 12 হাজার রানের ক্লাবে ঢুকেছেন ৷ নামের পাশে 50.11 গড়ের সঙ্গে রয়েছে 32টি শতরান ও 63টি অর্ধ-শতরান ৷ সচিনকে ছুঁতে এখনও 3894 রান করতে হবে রুটকে ৷ সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (12 হাজার 400 রান) এবং প্রাক্তন সতীর্থ অ্যালিস্টার কুককে (12 হাজার 472 রান) ছাড়িয়ে যেতে বেশি সময় নেবেন না ইংরেজ ব্যাটার ৷

হায়দরাবাদ, 15 অগস্ট: তাঁকে বলা হয় ক্রিকেট ঈশ্বর ৷ পাঁচদিন ও একদিনের ক্রিকেট মিলিয়ে তাঁর সংগ্রহ 34 হাজার 347 রান ৷ দুই ফর্ম্যাটেই সচিন তেন্ডুলকরের ধারেকাছে কেউ নেই ৷ তাঁর রেকর্ড নিয়েই এবার ভবিষ্যদ্বাণী করলেন বিশ্বজয়ী অজি অধিনায়ক রিকি পন্টিং ৷ পান্টার বলেছেন, টেস্ট ক্রিকেটে সচিনের রানকে টপকে যেতে পারেন জো রুট ৷

কী বলেছেন পন্টিং ?

প্রাক্তন অজি অধিনায়কের কথায়, রুটের রানের খিদে থাকলে এবং ফর্মে থাকলে সচিনের টেস্ট রানকে ছাপিয়ে যাবেন তিনি ৷ 50 পেরলে তা সহজের সেঞ্চুরিতে বদলে ফেলছেন রুট ৷ ফলে ফর্মে থাকলে রেকর্ড গড়তে পারেন তিনি ৷

যদিও সচিনকে টপকে যেতে রুটকে অনেক পথ হাঁটতে হবে ৷ ইংল্যান্ড যদি এক ক্যালেন্ডার বর্ষে 10 থেকে 14টি টেস্ট ম্যাচ খেলে এবং প্রত্যেকটিতে রুট স্কোয়াডে ও ফর্মে থেকে 800 থেকে 1 হাজার রান করেন, তাহলে সচিনকে টপকাতে তাঁর চার বছর লাগবে । ফলে 37-38 বছর বয়স পর্যন্ত দুরন্ত ফর্মে থাকতে হবে রুটকে ৷

পাঁচদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 15 হাজার 921 রান ৷ সেঞ্চুরির সংখ্যা 51টি ৷ দু’নম্বরে থাকা রিকি পন্টিংয়ের সংগ্রহ 13 হাজার 378 রান ৷ সাত নম্বরে রয়েছেন জো রুট ৷ থ্রি লায়ন্সের অধিনায়কের এখনও পর্যন্ত সংগ্রহ 12 হাজার 27 রান ৷ তিন অঙ্কের রান করেছেন 32 বার ৷ সচিন-পান্টার ও রুটের মাঝে রয়েছেন জ্যাক কালিস, রাহুল দ্রাবিড়, অ্যালিস্টার কুক ও কুমার সঙ্গকারা ৷ অর্থাৎ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম ছ’য়ে থাকা ব্যাটাররা প্রত্যেকেই প্রাক্তন ৷

33 বছর বয়সি রুট এজবাস্টন টেস্টে 12 হাজার রানের ক্লাবে ঢুকেছেন ৷ নামের পাশে 50.11 গড়ের সঙ্গে রয়েছে 32টি শতরান ও 63টি অর্ধ-শতরান ৷ সচিনকে ছুঁতে এখনও 3894 রান করতে হবে রুটকে ৷ সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা (12 হাজার 400 রান) এবং প্রাক্তন সতীর্থ অ্যালিস্টার কুককে (12 হাজার 472 রান) ছাড়িয়ে যেতে বেশি সময় নেবেন না ইংরেজ ব্যাটার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.