ETV Bharat / sports

প্রীতির পঞ্জাব কিংসে কোচের পদে জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক - NEW COACH FOR PUNJAB KINGS - NEW COACH FOR PUNJAB KINGS

PUNJAB KINGS NEW COACH: ট্রেভর বেলিসের পরিবর্ত হিসেবে আসন্ন আইপিএল মরশুমের আগে নয়া কোচ খুঁজে নিল পঞ্জাব ৷ প্রাক্তন বিশ্বজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ককে হেড কোচের পদে বসাল তাঁরা ৷ চুক্তি চার বছরের ৷

PUNJAB KINGS NEW COACH
পঞ্জাব কিংসে নয়া কোচ (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 18, 2024, 7:30 PM IST

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: দিল্লি ক্য়াপিটালসের মায়া কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নয়া দলের কোচ হলেন রিকি পন্টিং ৷ বুধবার অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে বসাল প্রীতি জিন্টা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷ চার বছরের চুক্তিতে 2003 বিশ্বকাপ ফাইনালের নায়ককে কোচ করল পঞ্জাব ৷

গত জুলাইয়ে দিল্লি ক্য়াপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন পন্টিং ৷ 2024 আইপিএলে প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর অজি কিংবদন্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ৷ সপ্তম মরশুমের আগে এই নিয়ে পঞ্জাবের ষষ্ঠ কোচ হিসেবে নিযুক্ত হলেন 'পান্টার' ৷ নয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে পন্টিং বলেন, "হেড কোচের দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ পঞ্জাব কিংসের কাছে ৷ নতুন চ্য়ালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে রয়েছি ৷ ফ্র্য়াঞ্চাইজির মালিকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ইতিমধ্যেই হয়েছে ৷ দলের সুদূরপ্রসারী চিন্তাভাবনা আমায় আকৃষ্ট করেছে ৷"

গত মরশুম খারাপ গেলেও রিকি পন্টিংয়ের কোচিংয়ে 2019, 2020 এবং 2021 টানা তিনবার আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল দিল্লি ক্যাপিটালস ৷ এর মধ্যে 2020 সালে প্রতিযোগিতার ফাইনাল খেলেছিল ঋষভ পন্ত নেতৃত্বাধীন দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷ ফলত পন্টিংয়ের কোচিং দক্ষতার সঙ্গে পরিচিত দেশের কোটিপতি লিগ ৷ তবে এবার অজি তারকার সামনে নয়া চ্যালেঞ্জ ৷

পন্টিংয়ের অন্তর্ভুক্তিতে ফ্র্যাঞ্চাইজি সিইও সতীশ মেনন বলেন, "আগামী চার বছরের জন্য রিকিকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত ৷ বাইশ গজে সাফল্য় এনে দিতে পারবে এমন স্কোয়াড তৈরির পিছনে ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ ৷ রিকির নেতৃত্ব প্রদানের ক্ষমতা আমাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে ৷"

চণ্ডীগড়, 18 সেপ্টেম্বর: দিল্লি ক্য়াপিটালসের মায়া কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে নয়া দলের কোচ হলেন রিকি পন্টিং ৷ বুধবার অস্ট্রেলিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে হেড কোচের পদে বসাল প্রীতি জিন্টা মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ৷ চার বছরের চুক্তিতে 2003 বিশ্বকাপ ফাইনালের নায়ককে কোচ করল পঞ্জাব ৷

গত জুলাইয়ে দিল্লি ক্য়াপিটালসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করেছিলেন পন্টিং ৷ 2024 আইপিএলে প্লে-অফের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর অজি কিংবদন্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিল্লি ৷ সপ্তম মরশুমের আগে এই নিয়ে পঞ্জাবের ষষ্ঠ কোচ হিসেবে নিযুক্ত হলেন 'পান্টার' ৷ নয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হয়ে পন্টিং বলেন, "হেড কোচের দায়িত্ব পাওয়ায় আমি কৃতজ্ঞ পঞ্জাব কিংসের কাছে ৷ নতুন চ্য়ালেঞ্জ গ্রহণ করতে মুখিয়ে রয়েছি ৷ ফ্র্য়াঞ্চাইজির মালিকের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ইতিমধ্যেই হয়েছে ৷ দলের সুদূরপ্রসারী চিন্তাভাবনা আমায় আকৃষ্ট করেছে ৷"

গত মরশুম খারাপ গেলেও রিকি পন্টিংয়ের কোচিংয়ে 2019, 2020 এবং 2021 টানা তিনবার আইপিএলের প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিল দিল্লি ক্যাপিটালস ৷ এর মধ্যে 2020 সালে প্রতিযোগিতার ফাইনাল খেলেছিল ঋষভ পন্ত নেতৃত্বাধীন দিল্লি ফ্র্যাঞ্চাইজি ৷ ফলত পন্টিংয়ের কোচিং দক্ষতার সঙ্গে পরিচিত দেশের কোটিপতি লিগ ৷ তবে এবার অজি তারকার সামনে নয়া চ্যালেঞ্জ ৷

পন্টিংয়ের অন্তর্ভুক্তিতে ফ্র্যাঞ্চাইজি সিইও সতীশ মেনন বলেন, "আগামী চার বছরের জন্য রিকিকে সঙ্গে পেয়ে আমরা আনন্দিত ৷ বাইশ গজে সাফল্য় এনে দিতে পারবে এমন স্কোয়াড তৈরির পিছনে ওর অভিজ্ঞতা আমাদের সম্পদ ৷ রিকির নেতৃত্ব প্রদানের ক্ষমতা আমাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.