ETV Bharat / sports

ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের - India vs England

Ravindra Jadeja Apologises to Sarfaraz Khans: তাঁর কলে সারা দিয়ে অভিষেক টেস্টে রান-আউট হতে হয়েছিল সরফরাজ খানকে ৷ যার জন্য এবার সোশাল মিডিয়ায় ক্ষমা চাইলেন রবীন্দ্র জাদেজা ৷ মানলেন তাঁর সিঙ্গল নেওয়ার কল ভুল ছিল ৷ আর তার জন্য তিনি দুঃখপ্রকাশ করে ইনস্টাগ্রাম স্টোরিতে সরফরাজের কাছে ক্ষমা চাইলেন ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 10:15 AM IST

রাজকোট, 16 ফেব্রুয়ারি: রাজকোট টেস্টের প্রথমদিনে রবীন্দ্র জাদেজা শুধু সেঞ্চুরি করেননি ৷ ভারতকে কঠিন পরিস্থিতি থেকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বের করে এনেছিলেন ৷ কিন্তু, দিনের শেষে তাঁর সেঞ্চুরির উৎসব তিনি করেননি ৷ কারণ, তাঁর একটা 'ভুল কলের' কারণে নিজের অভিষেক টেস্টে রান-আউট হয়ে ফিরেছেন সরফরাজ খান ৷ আর তার জন্য সোশাল মিডিয়াতে সরফরাজের কাছে ক্ষমা চাইলেন জাড্ডু ৷ স্বীকার করে নিলেন তাঁর ভুলের কারণেই দুরন্ত ছন্দে থাকা অবস্থায় রান আউট হতে হয়েছে সরফরাজকে ৷

Image Courtesy: Ravindra Jadeja Instagram
ইনস্টাগ্রাম স্টোরিতে সরফরাজের রান আউটের জন্য ক্ষমা চেয়ে পোস্ট জাদেজার

বৃহস্পতিবার প্রথমদিনের খেলা শেষ হওয়ার পরপরই ইনস্টাগ্রাম পেজে একটি স্টোরি পোস্ট করেন জাদেজা ৷ সেখানে তিনি লিখেছেন, "সরফরাজ খানের জন্য খুব খারাপ লাগছে ৷ ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল ৷ খুব ভালো খেলেছ ৷" উল্লেখ্য, ভারতের 237 রানের মাথায় রোহিত 131 রানের ইনিংস খেলে আউট হন ৷ এর পর ব্যাটিংয়ে নামেন 26 বছরের সরফরাজ খান ৷ শুরুতেই মার্ক উড তাঁকে বাউন্সার মারেন ৷ কিন্তু, কোনও তাড়াহুড়ো না করে, শুরু দিকে সামলে খেলেন ৷ এর পর ব্রিটিশ স্পিনারদের বিরুদ্ধে আক্রমণে যান সরফরাজ ৷

চোখের পলকে মাত্র 48 বলে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ স্যুইপ, স্লগ স্যুইপ, কাট, অন-ড্রাইভ একের পর এক দারুণ শটে 66 বলে 62 রান করেন সরফরাজ খান ৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত 99 রানে যখন খেলছিলেন ৷ সেই সময় সিঙ্গল নেওয়ার জন্য কল করেন ৷ কিন্তু, বল সোজা মার্ক উডের হাতে যায় ৷ জাদেজার কল সারা দিয়ে অনেকটা বেরিয়েও আসেন সরফরাজ ৷ কিন্তু, তার পরেই তাঁকে ফেরত পাঠান জাদেজা ৷ তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ৷ মার্ক উডের ডিরেক্ট থ্রো নন-স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দেয় এবং সরফরাজকে প্যাভিলিয়নে ফিরতে হয় ৷

জাদেজার ভুল কলে যে সরফরাজ রান-আউট হয়েছেন, তা আরও স্পষ্ট হয়ে যায় অধিনায়ক রোহিতের প্রতিক্রিয়ায় ৷ ড্রেসিংরুমে নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন রোহিত ৷ তবে, খেলার মাঠে কয়েক মুহূর্তের ভুলে এমন ঘটনা ঘটেই থাকে ৷ তাই সাংবাদিক বৈঠকে এসে সরফরাজ খান জানালেন, "এমনটা হয়েই থাকে ৷ ওটা কারও হাতে ছিল না ৷ জাড্ডু ভাইয়ের প্রথমে মনে হয়েছিল রানটা হয়ে যাবে ৷ উনি পরে আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন ৷ তবে, এটা খেলার একটা অঙ্গ ৷"

আরও পড়ুন:

  1. রোহিতের পর সেঞ্চুরি জাদেজার, আত্মপ্রকাশে দুরন্ত সরফরাজও; রাজকোটে বড় রানের পথে ভারত
  2. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ
  3. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা

রাজকোট, 16 ফেব্রুয়ারি: রাজকোট টেস্টের প্রথমদিনে রবীন্দ্র জাদেজা শুধু সেঞ্চুরি করেননি ৷ ভারতকে কঠিন পরিস্থিতি থেকে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বের করে এনেছিলেন ৷ কিন্তু, দিনের শেষে তাঁর সেঞ্চুরির উৎসব তিনি করেননি ৷ কারণ, তাঁর একটা 'ভুল কলের' কারণে নিজের অভিষেক টেস্টে রান-আউট হয়ে ফিরেছেন সরফরাজ খান ৷ আর তার জন্য সোশাল মিডিয়াতে সরফরাজের কাছে ক্ষমা চাইলেন জাড্ডু ৷ স্বীকার করে নিলেন তাঁর ভুলের কারণেই দুরন্ত ছন্দে থাকা অবস্থায় রান আউট হতে হয়েছে সরফরাজকে ৷

Image Courtesy: Ravindra Jadeja Instagram
ইনস্টাগ্রাম স্টোরিতে সরফরাজের রান আউটের জন্য ক্ষমা চেয়ে পোস্ট জাদেজার

বৃহস্পতিবার প্রথমদিনের খেলা শেষ হওয়ার পরপরই ইনস্টাগ্রাম পেজে একটি স্টোরি পোস্ট করেন জাদেজা ৷ সেখানে তিনি লিখেছেন, "সরফরাজ খানের জন্য খুব খারাপ লাগছে ৷ ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল ৷ খুব ভালো খেলেছ ৷" উল্লেখ্য, ভারতের 237 রানের মাথায় রোহিত 131 রানের ইনিংস খেলে আউট হন ৷ এর পর ব্যাটিংয়ে নামেন 26 বছরের সরফরাজ খান ৷ শুরুতেই মার্ক উড তাঁকে বাউন্সার মারেন ৷ কিন্তু, কোনও তাড়াহুড়ো না করে, শুরু দিকে সামলে খেলেন ৷ এর পর ব্রিটিশ স্পিনারদের বিরুদ্ধে আক্রমণে যান সরফরাজ ৷

চোখের পলকে মাত্র 48 বলে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি করেন তিনি ৷ স্যুইপ, স্লগ স্যুইপ, কাট, অন-ড্রাইভ একের পর এক দারুণ শটে 66 বলে 62 রান করেন সরফরাজ খান ৷ কিন্তু, রবীন্দ্র জাদেজা ব্যক্তিগত 99 রানে যখন খেলছিলেন ৷ সেই সময় সিঙ্গল নেওয়ার জন্য কল করেন ৷ কিন্তু, বল সোজা মার্ক উডের হাতে যায় ৷ জাদেজার কল সারা দিয়ে অনেকটা বেরিয়েও আসেন সরফরাজ ৷ কিন্তু, তার পরেই তাঁকে ফেরত পাঠান জাদেজা ৷ তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ৷ মার্ক উডের ডিরেক্ট থ্রো নন-স্ট্রাইকার এন্ডের উইকেট ভেঙে দেয় এবং সরফরাজকে প্যাভিলিয়নে ফিরতে হয় ৷

জাদেজার ভুল কলে যে সরফরাজ রান-আউট হয়েছেন, তা আরও স্পষ্ট হয়ে যায় অধিনায়ক রোহিতের প্রতিক্রিয়ায় ৷ ড্রেসিংরুমে নিজের টুপি খুলে ছুঁড়ে মারেন রোহিত ৷ তবে, খেলার মাঠে কয়েক মুহূর্তের ভুলে এমন ঘটনা ঘটেই থাকে ৷ তাই সাংবাদিক বৈঠকে এসে সরফরাজ খান জানালেন, "এমনটা হয়েই থাকে ৷ ওটা কারও হাতে ছিল না ৷ জাড্ডু ভাইয়ের প্রথমে মনে হয়েছিল রানটা হয়ে যাবে ৷ উনি পরে আমার কাছে এসে ক্ষমা চেয়েছেন ৷ তবে, এটা খেলার একটা অঙ্গ ৷"

আরও পড়ুন:

  1. রোহিতের পর সেঞ্চুরি জাদেজার, আত্মপ্রকাশে দুরন্ত সরফরাজও; রাজকোটে বড় রানের পথে ভারত
  2. তাজমহলে মাস্টার-ব্লাস্টার, সস্ত্রীক ঘুরে দেখলেন প্রেমসৌধ
  3. টেস্ট অভিষেক ছেলের, সরফরাজকে জড়িয়ে ধরে মাঠেই কাঁদলেন বাবা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.