ETV Bharat / sports

বিরাটহীন দ্বিতীয় টেস্টের দলে নেই আরও দুই তারকা ক্রিকেটার, বিপাকে রোহিতরা

India vs England Test Series: বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে ৷ চোটের জন্য ভাইজ্যাগে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে ৷ আগেই প্রথম দু'টি টেস্ট থেকে ছুটি চেয়ে নিয়েছেন বিরাট কোহলি ৷ রবিবার হায়দরাবাদে প্রথম টেস্টে 28 রানে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷

Etv Bharat
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন জাদেজা রাহুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 29, 2024, 4:51 PM IST

Updated : Jan 29, 2024, 5:31 PM IST

মুম্বই, 29 জানুয়ারি: নিজামের শহরে স্পিন অস্ত্র ব্যুমেরাং হয়ে ফিরেছে ভারতীয় দলের জন্য ৷ বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে সিরিজে 0-1 পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া ৷ স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার অধঃপতন হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ৷ এমতাবস্থায় 2 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল রোহিতব্রিগেড ৷ চোটের জন্য ভাইজ্যাগে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে ৷

রবিবার দ্বিতীয় ইনিংসে রান-আউট হয়ে সাজঘরে ফেরার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাড্ডু ৷ যা দুশ্চিন্তা বাড়িয়েছিল ভারতীয় শিবিরে ৷ সেই দুশ্চিন্তায় সিলমোহর পড়ল সোমবার ৷ এক বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় টেস্টে নেই এই অলরাউন্ডার ৷ পাশাপাশি ঊরুর মাংসপেশিতে চোটের কারণে ভাইজ্যাগে কেএল রাহুলেরও সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া ৷

আগেই ব্যক্তিগত কারণে প্রথম দু'টি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলিদের ৷ ফলত প্রথম সারির তিন ক্রিকেটারকে না-পাওয়ায় স্টোকসদের বিরুদ্ধে পরের টেস্টে নামায় আগে ভারতীয় দল যে বেকায়দায়, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আপাতত জাদেজা এবং রাহুল মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন বলেই বোর্ডের তরফে জানানো হয়েছে ৷ পাশাপাশি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তির কথাও ঘোষণা করা হয়েছে ৷ সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সৌরভ কুমারকে বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷

231 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হায়দরাবাদ টেস্টের চতুর্থদিন অর্থাৎ, রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং ৷ আত্মপ্রকাশে সাত উইকেট ঝুলিতে পুরে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ টলিয়ে দেন পিটার হার্টলে ৷ শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 202 রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস ৷ 28 রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায় 'থ্রি লায়ন্স' ৷

একনজরে দ্বিতীয় টেস্টে ভারতীয় স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমন, যশস্বী, শ্রেয়স, ভরত (উইকেটরক্ষক), ধ্রুব (উইকেটরক্ষক), অশ্বিন, অক্ষর, কুলদীপ, সিরাজ, মুকেশ, বুমরা (সহ-অধিনায়ক), আবেশ, রজত, সরফরাজ, ওয়াশিংটন, সৌরভ ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
  2. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের

মুম্বই, 29 জানুয়ারি: নিজামের শহরে স্পিন অস্ত্র ব্যুমেরাং হয়ে ফিরেছে ভারতীয় দলের জন্য ৷ বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে সিরিজে 0-1 পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া ৷ স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার অধঃপতন হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও ৷ এমতাবস্থায় 2 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট শুরুর আগে বড় ধাক্কা খেল রোহিতব্রিগেড ৷ চোটের জন্য ভাইজ্যাগে রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে ছাড়াই নামতে হবে ভারতীয় দলকে ৷

রবিবার দ্বিতীয় ইনিংসে রান-আউট হয়ে সাজঘরে ফেরার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাড্ডু ৷ যা দুশ্চিন্তা বাড়িয়েছিল ভারতীয় শিবিরে ৷ সেই দুশ্চিন্তায় সিলমোহর পড়ল সোমবার ৷ এক বিজ্ঞপ্তি জারি করে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল হ্যামস্ট্রিংয়ের চোটে দ্বিতীয় টেস্টে নেই এই অলরাউন্ডার ৷ পাশাপাশি ঊরুর মাংসপেশিতে চোটের কারণে ভাইজ্যাগে কেএল রাহুলেরও সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া ৷

আগেই ব্যক্তিগত কারণে প্রথম দু'টি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলিদের ৷ ফলত প্রথম সারির তিন ক্রিকেটারকে না-পাওয়ায় স্টোকসদের বিরুদ্ধে পরের টেস্টে নামায় আগে ভারতীয় দল যে বেকায়দায়, তা আর বলার অপেক্ষা রাখে না ৷ আপাতত জাদেজা এবং রাহুল মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন বলেই বোর্ডের তরফে জানানো হয়েছে ৷ পাশাপাশি দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তির কথাও ঘোষণা করা হয়েছে ৷ সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে সৌরভ কুমারকে বেন স্টোকসদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷

231 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে হায়দরাবাদ টেস্টের চতুর্থদিন অর্থাৎ, রবিবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং ৷ আত্মপ্রকাশে সাত উইকেট ঝুলিতে পুরে ভারতীয় দলের ব্যাটিং লাইন-আপ টলিয়ে দেন পিটার হার্টলে ৷ শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে 202 রানেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস ৷ 28 রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায় 'থ্রি লায়ন্স' ৷

একনজরে দ্বিতীয় টেস্টে ভারতীয় স্কোয়াড: রোহিত (অধিনায়ক), শুভমন, যশস্বী, শ্রেয়স, ভরত (উইকেটরক্ষক), ধ্রুব (উইকেটরক্ষক), অশ্বিন, অক্ষর, কুলদীপ, সিরাজ, মুকেশ, বুমরা (সহ-অধিনায়ক), আবেশ, রজত, সরফরাজ, ওয়াশিংটন, সৌরভ ৷

আরও পড়ুন:

  1. ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে লজ্জাজনক হার, পয়েন্ট তালিকায় পাঁচে নামল ভারত
  2. গাব্বায় ক্যালিপসোর কামাল, 27 বছর পর ডেরায় ঢুকে অজি 'বধ' ওয়েস্ট ইন্ডিজের
Last Updated : Jan 29, 2024, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.