ETV Bharat / sports

500 উইকেটের মাইলস্টোন ছুঁয়ে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন - রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin: শুক্রবার সারাদিন চর্চায় ছিলেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে পাঁচশো উইকেট নিয়ে মাইলফলক ছুঁয়েছেন তামিলনাড়ুর এই স্পিনার ৷ কিন্তু স্মরণীয় দিনেই ব্যক্তিগত কারণে রাজকোট টেস্ট থেকে সরে দাঁড়ালেন অশ্বিন ৷ কী সেই ব্যক্তিগত কারণ ?

রাজকোট টেস্ট থেকে সরে গেলেন অশ্বিন
Ravichandran Ashwin
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 9:44 AM IST

Updated : Feb 17, 2024, 10:26 AM IST

রাজকোট, 17 ফেব্রুয়ারি: 500 উইকেট নেওয়া এবং তার আগে পাঁচ রান পেনাল্টি দেওয়া নিয়ে শুক্রবার চর্চা হচ্ছিল তাঁকে নিয়ে। এরপরই ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীনই নাম তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাই রাজকোট টেস্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে ৷ তাই দিনের শেষটা ভালো হল না তাঁর জন্য ৷ ভারতের জন্য তো বটেই। মায়ের অসুস্থতার জেরে তড়িঘড়ি রাজকোট ছেড়ে চেন্নাই ফিরতে হয়েছে ভারতের এই তারকা স্পিনারকে। ফলে চলতি টেস্টে আর তাঁকে পাওয়া যাবে না। শুক্রবার রাতের দিকে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় বোর্ড।

এরপরই বোর্ডের তরফে এক্সে জানানো হয় এই চ্যালেঞ্জিং সময়ে, বিসিসিআই এবং দল অশ্বিনের পাশে আছে ৷ বিসিসিআই সেক্রেটারি জয় শাহও জানিয়েছেন, বোর্ড এবং দল অশ্বিনকে যে কোনও প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে ৷ বিসিসিআইয়ের দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে রয়েছে বোর্ড। দলের খেলোয়াড় এবং তাদের প্রিয়জনদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। এই কঠিন সময়ে যাতে অশ্বিন দ্রুত পেরতে পারেন সেই শুভকামনাও করছে বোর্ড। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।

রাজকোট টেস্টের প্রথম দু'দিনের খেলা শেষের পর ম্যাচ দাঁড়িয়ে 50-50 পরিস্থিতিতে। ভারতের 445 রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 2 উইকেটের বিনিময়ে 202 রান তোলে। সেই সঙ্গে তারা 5 রান পেনাল্টি পেয়েছে জাদেজা ও অশ্বিন পিচের ডেঞ্জার জোন দিয়ে দৌড়নোয়। অর্থাৎ, ইংল্যান্ডের হাতে রয়েছে 207 রান। তৃতীয় দিনের শুরুতে ইতিমধ্যই ব্রিটিশ বাহিনীর দু'টি উইকেট পড়ে গিয়েছে ৷

এদিকে বেন ডাকেট ওপেনিংয়ে নেমে এখনও ক্রিজে রয়েছেন ৷ 150 রানে অপরাজিত রয়েছেন ব্যাটার ৷ শনিবার টেস্টের তৃতীয়দিনে মাঠে সকলেই কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমছেন ৷ কারণ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দাত্তাজিরাও গায়কোয়াড় যিনি সম্প্রতি মারা গিয়েছেন তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  2. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
  3. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ

রাজকোট, 17 ফেব্রুয়ারি: 500 উইকেট নেওয়া এবং তার আগে পাঁচ রান পেনাল্টি দেওয়া নিয়ে শুক্রবার চর্চা হচ্ছিল তাঁকে নিয়ে। এরপরই ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট চলাকালীনই নাম তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ তাই রাজকোট টেস্টে আর খেলতে দেখা যাবে না তাঁকে ৷ তাই দিনের শেষটা ভালো হল না তাঁর জন্য ৷ ভারতের জন্য তো বটেই। মায়ের অসুস্থতার জেরে তড়িঘড়ি রাজকোট ছেড়ে চেন্নাই ফিরতে হয়েছে ভারতের এই তারকা স্পিনারকে। ফলে চলতি টেস্টে আর তাঁকে পাওয়া যাবে না। শুক্রবার রাতের দিকে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় বোর্ড।

এরপরই বোর্ডের তরফে এক্সে জানানো হয় এই চ্যালেঞ্জিং সময়ে, বিসিসিআই এবং দল অশ্বিনের পাশে আছে ৷ বিসিসিআই সেক্রেটারি জয় শাহও জানিয়েছেন, বোর্ড এবং দল অশ্বিনকে যে কোনও প্রয়োজনীয় সাহায্য প্রদান করবে ৷ বিসিসিআইয়ের দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, অশ্বিনের মতো চ্যাম্পিয়ন ক্রিকেটার এবং তাঁর পরিবারের পাশে রয়েছে বোর্ড। দলের খেলোয়াড় এবং তাদের প্রিয়জনদের স্বাস্থ্য এবং নিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দিয়েছে বোর্ড। এই কঠিন সময়ে যাতে অশ্বিন দ্রুত পেরতে পারেন সেই শুভকামনাও করছে বোর্ড। ভবিষ্যতে যে কোনও দরকারে বোর্ডকে পাশে পাবে অশ্বিন। পাশাপাশি, বোর্ডের সঙ্গেও এই ক্রিকেটারের নিয়মিত যোগাযোগ থাকবে।

রাজকোট টেস্টের প্রথম দু'দিনের খেলা শেষের পর ম্যাচ দাঁড়িয়ে 50-50 পরিস্থিতিতে। ভারতের 445 রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে 2 উইকেটের বিনিময়ে 202 রান তোলে। সেই সঙ্গে তারা 5 রান পেনাল্টি পেয়েছে জাদেজা ও অশ্বিন পিচের ডেঞ্জার জোন দিয়ে দৌড়নোয়। অর্থাৎ, ইংল্যান্ডের হাতে রয়েছে 207 রান। তৃতীয় দিনের শুরুতে ইতিমধ্যই ব্রিটিশ বাহিনীর দু'টি উইকেট পড়ে গিয়েছে ৷

এদিকে বেন ডাকেট ওপেনিংয়ে নেমে এখনও ক্রিজে রয়েছেন ৷ 150 রানে অপরাজিত রয়েছেন ব্যাটার ৷ শনিবার টেস্টের তৃতীয়দিনে মাঠে সকলেই কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমছেন ৷ কারণ ভারতের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সবচেয়ে বয়স্ক টেস্ট ক্রিকেটার দাত্তাজিরাও গায়কোয়াড় যিনি সম্প্রতি মারা গিয়েছেন তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয়
  2. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
  3. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
Last Updated : Feb 17, 2024, 10:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.