ETV Bharat / sports

টেস্ট ক্রিকেটে 500 শিকার অশ্বিনের, কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় - India vs England

Ravichandran Ashwin Gets 500 Test Wicket: টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় এবং বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে পাঁচশো উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷ রাজকোটের মাঠে অশ্বিনের 500 নম্বর শিকার ছিলেন জ্যাক ক্রলি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 4:54 PM IST

রাজকোট, 16 ফেব্রুয়ারি: বিশাখাপত্তনমে জ্যাক ক্রলির উইকেট পেয়েও পাওয়া হয়নি ৷ আবার এও বলা যায়, টেস্ট ক্রিকেটে 500 উইকেট পেয়েও, ডিআরএসের দৌলতে তা হাতছাড়া হয়েছিল ৷ ব্যাক টু রাজকোট ৷ সেই জ্যাক ক্রলি (15 রান) রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে পাঁচশো নম্বর শিকার ৷ এবার আর কোনও লেগ বিফর আউট নয় ৷ ডিআরএসের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সরাসরি ক্যাচ আউট ৷ সেই সঙ্গে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁলেন অশ্বিন ৷

রাজকোট টেস্টে যখন দুই ব্রিটিশ ওপেনার বুমরা, সিরাজ, জাদেজা এবং কুলদীপের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি মারছেন, ঠিক তখনই অশ্বিনকে আক্রমণে নিয়ে আসেন রোহিত শর্মা ৷ আর দ্বিতীয় ওভারেই বাজিমাত করেন অ্যাশ ৷ তাঁর বলে অফস্টাম্পের বাইরে থেকে স্যুইপ করতে গিয়ে, শর্ট ফাইন লেগে রজত পাতিদারের হাতে ক্যাচ দেন ক্রলি ৷ ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া একমাত্র অনিল কুম্বলের নামে এই রেকর্ড রয়েছে ৷ তিনি 132 টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619 উইকেট নিয়েছেন ৷ কেরিয়ার সেরা বোলিং পাকিস্তানের বিরুদ্ধে 74 রান দিয়ে 10 উইকেট ৷

অন্যদিকে, অশ্বিন পাঁচশো টেস্ট উইকেট নিয়েছেন 98 নম্বর টেস্টে ৷ তাঁর ইনিংস সেরা বোলিং 59 রান দিয়ে 7 উইকেট এবং ম্যাচের সেরা 140 রান দিয়ে 13 উইকেট ৷ গড় 23.93 ও ইকনমি 2.79 প্রতি ওভার ৷ পরের দুই ম্যাচে খেললে অশ্বিন চলতি সিরিজেই 100 টেস্ট খেলবেন ৷ যা আরও এক অসাধারণ মাইলস্টোন হতে চলেছে অশ্বিনের কেরিয়ারে ৷ উল্লেখ্য, রাজকোটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত 445 রান তুলেছে ৷ যার জবাবে ইংল্যান্ড 30 ওভারের মধ্যে দু’শোর কাছাকাছি রান তুলে নিয়েছে দ্বিতীয় দিনের শেষবেলায় ৷

গত ম্যাচের সেরা জসপ্রীত বুমরা থেকে শুরু করে মহম্মদ সিরাজ প্রত্যেকে এদিন ব্রিটিশ ওপেনার বেন ডাকেটের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ৷ কুলদীপ সাতের উপর ও জাদেজা প্রায় 7 রান প্রতি ওভার খরচ করেছেন ৷ রাজকোটের পিচ যে রানের খনি তা আগেই বোঝা গিয়েছিল ৷ কিন্তু, ভারতের টপ-অর্ডারের ব্যর্থতা সেই খনিতে রান বের করে আনার পথে অন্তরায় হয়েছে ৷ এখন দেখার কত দ্রুত ইংল্যান্ডকে অলআউট করে ভারত প্রথম ইনিংসে লিড নিতে পারে ৷

আরও পড়ুন:

  1. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
  2. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
  3. ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের

রাজকোট, 16 ফেব্রুয়ারি: বিশাখাপত্তনমে জ্যাক ক্রলির উইকেট পেয়েও পাওয়া হয়নি ৷ আবার এও বলা যায়, টেস্ট ক্রিকেটে 500 উইকেট পেয়েও, ডিআরএসের দৌলতে তা হাতছাড়া হয়েছিল ৷ ব্যাক টু রাজকোট ৷ সেই জ্যাক ক্রলি (15 রান) রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে পাঁচশো নম্বর শিকার ৷ এবার আর কোনও লেগ বিফর আউট নয় ৷ ডিআরএসের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে সরাসরি ক্যাচ আউট ৷ সেই সঙ্গে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেটের মাইলস্টোন ছুঁলেন অশ্বিন ৷

রাজকোট টেস্টে যখন দুই ব্রিটিশ ওপেনার বুমরা, সিরাজ, জাদেজা এবং কুলদীপের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি মারছেন, ঠিক তখনই অশ্বিনকে আক্রমণে নিয়ে আসেন রোহিত শর্মা ৷ আর দ্বিতীয় ওভারেই বাজিমাত করেন অ্যাশ ৷ তাঁর বলে অফস্টাম্পের বাইরে থেকে স্যুইপ করতে গিয়ে, শর্ট ফাইন লেগে রজত পাতিদারের হাতে ক্যাচ দেন ক্রলি ৷ ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া একমাত্র অনিল কুম্বলের নামে এই রেকর্ড রয়েছে ৷ তিনি 132 টেস্ট ম্যাচ খেলে 29.65 গড়ে 619 উইকেট নিয়েছেন ৷ কেরিয়ার সেরা বোলিং পাকিস্তানের বিরুদ্ধে 74 রান দিয়ে 10 উইকেট ৷

অন্যদিকে, অশ্বিন পাঁচশো টেস্ট উইকেট নিয়েছেন 98 নম্বর টেস্টে ৷ তাঁর ইনিংস সেরা বোলিং 59 রান দিয়ে 7 উইকেট এবং ম্যাচের সেরা 140 রান দিয়ে 13 উইকেট ৷ গড় 23.93 ও ইকনমি 2.79 প্রতি ওভার ৷ পরের দুই ম্যাচে খেললে অশ্বিন চলতি সিরিজেই 100 টেস্ট খেলবেন ৷ যা আরও এক অসাধারণ মাইলস্টোন হতে চলেছে অশ্বিনের কেরিয়ারে ৷ উল্লেখ্য, রাজকোটে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত 445 রান তুলেছে ৷ যার জবাবে ইংল্যান্ড 30 ওভারের মধ্যে দু’শোর কাছাকাছি রান তুলে নিয়েছে দ্বিতীয় দিনের শেষবেলায় ৷

গত ম্যাচের সেরা জসপ্রীত বুমরা থেকে শুরু করে মহম্মদ সিরাজ প্রত্যেকে এদিন ব্রিটিশ ওপেনার বেন ডাকেটের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ৷ কুলদীপ সাতের উপর ও জাদেজা প্রায় 7 রান প্রতি ওভার খরচ করেছেন ৷ রাজকোটের পিচ যে রানের খনি তা আগেই বোঝা গিয়েছিল ৷ কিন্তু, ভারতের টপ-অর্ডারের ব্যর্থতা সেই খনিতে রান বের করে আনার পথে অন্তরায় হয়েছে ৷ এখন দেখার কত দ্রুত ইংল্যান্ডকে অলআউট করে ভারত প্রথম ইনিংসে লিড নিতে পারে ৷

আরও পড়ুন:

  1. অশ্বিন-জুরেল শো ও বুমরা ব্যাটিংয়ে বড় রান ভারতের
  2. বাবা কারগিল যুদ্ধের সৈনিক, ছেলের ক্রিকেট সফরেও এক জওয়ানের জেদ
  3. ভুলের ক্ষমা চাইলেন জাদেজা, প্রশংসা সরফরাজের ইনিংসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.