হায়দরাবাদ, 10 অক্টোবর: সংস্থার প্রতিষ্ঠাতা যেমন ছিলেন, তেমনই ক্রিকেটের প্রতি অনুরাগও ছিল জামশেদজি টাটার ৷ সেই উত্তরাধিকারই আগামীতে সুনামের সঙ্গে বয়ে নিয়ে গিয়েছেন রতন টাটা ৷ বুধবার রাতে মুম্বইয়ের একটি হাসপাতালে বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে তাঁর ৷ তবে রয়ে গিয়েছে পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তাঁর খেলাধুলোর প্রতি অনুরাগ ৷ বিশেষ করে বাইশ গজে তাঁর অবদান লেখা হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের স্বর্ণাক্ষরে ৷
In his life, and demise, Mr Ratan Tata has moved the nation.
— Sachin Tendulkar (@sachin_rt) October 10, 2024
I was fortunate to spend time with him, but millions, who have never met him, feel the same grief that I feel today. Such is his impact.
From his love for animals to philanthropy, he showed that true progress can… pic.twitter.com/SBc7cdWbGe
ক্রিকেটের প্রতি অনুরাগ পরবর্তী প্রজন্মে ছড়িয়ে দিতে পেরেছিলেন জামশেদজি টাটা ৷ তাই 1991 সালে টাটা গ্রুপ ও টাটা সন্সের চেয়ারম্যান হয়েই জামশেদপুরে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা ৷ শুধুই কি ক্রিকেট ৷ হকি, ফুটবল, তিরন্দাজি, অ্যাথলেটিক্সের কথা ভেবে দেশে একের পর এক অ্যাকাডেমি তৈরি করেছিলেন কিংবদন্তি ৷ দেশের প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভার নারায়ণ কার্তিকেয়ানকেও স্পনসর করেছে রতন টাটার সংস্থা ৷ আর ক্রিকেটের কথা বললে প্রথমে তো আসতে হয়ে দেশের কোটিপটি ফ্র্য়াঞ্চাইজি লিগ আইপিএলের কথা ৷
Mr. Ratan Tata wasn’t just a remarkable business leader - he was someone who set an example for all of us with his integrity, vision, and a deep sense of responsibility towards giving back to society.
— Yuvraj Singh (@YUVSTRONG12) October 10, 2024
He used his influence to make a real difference in education, healthcare, and… pic.twitter.com/0Dk9URTRLV
চিনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জেরে মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভোকে সরে গেলে মুশকিল আসান হয়েছিল টাটা গ্রুপ ৷ বর্তমান চুক্তি অনুযায়ী 2028 পর্যন্ত বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের মাথায় ভারসার হাত রয়েছে টাটা গ্রুপের ৷ অর্থাৎ, বাবা জামশেদজি টাটা যে অনুরাগের বীজ বপন করেছিলেন, তাকে পরম যত্নে বৃক্ষে পরিণত করেছিলেন রতন টাটা ৷
End of an era as one of the greats of our country, Shri Ratan Tata Ji passes away. He will always be remembered for his invaluable contribution to our country and for being such an incredible role-model. Heartfelt condolences to all his well-wishers and admirers all around the… pic.twitter.com/HKm241WwIF
— VVS Laxman (@VVSLaxman281) October 9, 2024
যদিও মেজর ক্রিকেট স্পনসরশিপে টাটার পদার্পণ সেই 1996 সাল থেকে ৷ মেজর ক্রিকেটে টাটার প্রথম আগমনে দেশের মাটিত ত্রিদেশীয় টাইটান কাপে চ্যাম্পিয়ন হয়েছিল সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ভারতীয় দল ৷ কিন্তু 2000 সালে ম্য়াচ গড়াপেটা বিতর্কের জেরে ভারতীয় ক্রিকেটের সঙ্গে মধুচন্দ্রিমা শেষ করে টাটা গ্রুপ ৷ বিশ বছর পর ভারত-চিন সম্পর্কের অবনতিক জেরে আইপিএলের টাইটেল স্পনসরশিপ থেকে সরে দাঁড়ায় মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো ৷ সেই কঠিন সময় ফের আইপিএল তথা ভারতীয় ক্রিকেটে জাঁকিয়ে প্রত্য়াবর্তন করে টাটা ৷
2024 সালে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে রেকর্ড 2,500 কোটি টাকায় নয়া চুক্তি হয় টাটা গ্রুপের ৷ আইপিএলের পাশাপাশি মহিলাদের প্রিমিয়র লিগের টাইটেল স্পনসরশিপও আপাতত 2027 পর্যন্ত তাদেরই হাতে ৷