ETV Bharat / sports

ঝোড়ো ব্যাটিং সঞ্জুর, লখনউকে 194 রানের টার্গেট দিল রাজস্থান - IPL 2024

Indian Premier League 2024: জয়পুরে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টস ৷ সেই ম্যাচে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের ঝোড়ো পারফরম্যান্স জানিয়ে দিল দিচ্ছে তাদের প্রস্তুতি কেমন ৷ লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে রাজস্থান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ৷ প্রথমে ব্যাট করে কেএল রাহুলদের 194 রানের লক্ষ্যমাত্রা দিল সঞ্জু বাহিনী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 5:58 PM IST

Updated : Mar 24, 2024, 6:31 PM IST

জয়পুর, 24 মার্চ: আইপিএলের 17তম সংস্করণের রবিরার দ্বিতীয় ডবল হেডার ৷ প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ৷ লখনউয়ের বিরুদ্ধে এদিন শুরুতে জস বাটলার আউট হওয়ার পর ব্যাট হাত নামেন সঞ্জু ৷ শুরু থেকেই চালিয়ে খেলেন রাজস্থান অধিনায়ক ৷ শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ব্যাটে 20 ওভারে স্কোরবোর্ডে 193 রান তুলল রাজস্থান ৷ স্যামসন অপরাজিত থাকেন 52 বলে 82 রানে ৷ রাজস্থান অধিনায়কের ইনিংস সাজানো ছিল তিনটে চার ও ছ'টি ছক্কায় ৷

ওপেনিংয়ে এদিন তরুণ তারকা যশস্বী জয়সওয়াল ব্যাট করতে নামেন জস বাটলারের সঙ্গে ৷ দু'জনেই ক্রিজে ব্যাট করতে নামেও বেশিক্ষণ টিকতে পারেননি ৷ 24 রান করে সাজঘরে ফিরে যান যশস্বী ও জস বাটলার ফেরেন 11 রান করে ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে একাই টানেন সঞ্জু স্যামসন ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাজস্থান অধিনায়ক ৷ রান দু'শোর গণ্ডির দিকে নিয়ে যেতে এদিন ক্যাপ্টেনকে সঙ্গ দেন রিয়ান পরাগ ৷ 43 রানে আউট হন পরাগ ৷ 4 উইকেট হারিয়ে কেএল রাহুল ব্রিগেডকে 194 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় সঞ্জু বাহিনী ৷

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে সফল নবীন উল হক দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মহসিন খান ৷ এদিকে এদিন ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ হয়ে যায় সোয়াই মান সিং স্টেডিয়ামে ৷ প্রথম ওভারে মহসিন খানের দু'বলের পরই ঘটে যায় এই কাণ্ড ৷ 'স্পাইডার ক্যাম'-এর তার ছিঁড়ে গিয়ে মাঠে পড়ে। সম্প্রচারকারী দলের কয়েক জন এসে সেই তার সরিয়ে নতুন তার লাগাতে থাকেন। খেলা চলাকীলান প্রায় 10 মিনিট তা বন্ধ রাখতে হয়। তারপর ফের খেলা শুরু হয় ৷

আরও পড়ুন:

  1. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার
  2. ময়াঙ্ককে সেন্ড-অফ, ম্যাচ জিতিয়েও শাস্তি নাইট পেসারের
  3. ক্রিকেট মাঠে ফের বিতর্কে শাহরুখ, ইডেনের হসপিটালিটি বক্সে ধূমপানরত 'জওয়ান'!

জয়পুর, 24 মার্চ: আইপিএলের 17তম সংস্করণের রবিরার দ্বিতীয় ডবল হেডার ৷ প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয়পুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস ৷ লখনউয়ের বিরুদ্ধে এদিন শুরুতে জস বাটলার আউট হওয়ার পর ব্যাট হাত নামেন সঞ্জু ৷ শুরু থেকেই চালিয়ে খেলেন রাজস্থান অধিনায়ক ৷ শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ব্যাটে 20 ওভারে স্কোরবোর্ডে 193 রান তুলল রাজস্থান ৷ স্যামসন অপরাজিত থাকেন 52 বলে 82 রানে ৷ রাজস্থান অধিনায়কের ইনিংস সাজানো ছিল তিনটে চার ও ছ'টি ছক্কায় ৷

ওপেনিংয়ে এদিন তরুণ তারকা যশস্বী জয়সওয়াল ব্যাট করতে নামেন জস বাটলারের সঙ্গে ৷ দু'জনেই ক্রিজে ব্যাট করতে নামেও বেশিক্ষণ টিকতে পারেননি ৷ 24 রান করে সাজঘরে ফিরে যান যশস্বী ও জস বাটলার ফেরেন 11 রান করে ৷ তিন নম্বরে ব্যাট করতে নেমে দলকে একাই টানেন সঞ্জু স্যামসন ৷ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রাজস্থান অধিনায়ক ৷ রান দু'শোর গণ্ডির দিকে নিয়ে যেতে এদিন ক্যাপ্টেনকে সঙ্গ দেন রিয়ান পরাগ ৷ 43 রানে আউট হন পরাগ ৷ 4 উইকেট হারিয়ে কেএল রাহুল ব্রিগেডকে 194 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় সঞ্জু বাহিনী ৷

অন্যদিকে, লখনউ সুপার জায়ান্টসের হয়ে বল হাতে সফল নবীন উল হক দু'টি উইকেট নেন ৷ একটি করে উইকেট নেন রবি বিষ্ণোই ও মহসিন খান ৷ এদিকে এদিন ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই খেলা বন্ধ হয়ে যায় সোয়াই মান সিং স্টেডিয়ামে ৷ প্রথম ওভারে মহসিন খানের দু'বলের পরই ঘটে যায় এই কাণ্ড ৷ 'স্পাইডার ক্যাম'-এর তার ছিঁড়ে গিয়ে মাঠে পড়ে। সম্প্রচারকারী দলের কয়েক জন এসে সেই তার সরিয়ে নতুন তার লাগাতে থাকেন। খেলা চলাকীলান প্রায় 10 মিনিট তা বন্ধ রাখতে হয়। তারপর ফের খেলা শুরু হয় ৷

আরও পড়ুন:

  1. মেগা ম্যাচে মুম্বইয়ের সামনে গুজরাট, প্রত্যাবর্তনই লক্ষ্য ‘ঘরশত্রু’ পান্ডিয়ার
  2. ময়াঙ্ককে সেন্ড-অফ, ম্যাচ জিতিয়েও শাস্তি নাইট পেসারের
  3. ক্রিকেট মাঠে ফের বিতর্কে শাহরুখ, ইডেনের হসপিটালিটি বক্সে ধূমপানরত 'জওয়ান'!
Last Updated : Mar 24, 2024, 6:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.