মোতেরা, 22 মে: প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল কেকেআর ৷ রান তাড়া করতে নেমে ফুৎকারে উড়িয়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ৷ এলিমিনেটরেও সেই ছবিই দেখল নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া 173 রানের লক্ষ্য পূরণ করে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালস ৷
শেষ মুহূর্তে প্লে-অফের টিকিট পেলেও টানা 6টি ম্যাচ জিতে মাঠে নেমেছিল ‘চোকার্স’রা ৷ অন্যদিকে, আইপিএলের প্রথম সংস্করণের বিজয়ীরা প্রথম 10 ম্যাচে 8টিতেই জিতে চলতি মরশুমে সফর শুর করেছিল ৷ যদিও টানা 4 ম্যাচ হেরেছে রয়্যালসরা ৷ ফলে আরও জমাটি হয়েছিল এলিমিনেটরের লড়াই ৷
আরও পড়ুন
মোতেরার বাইশ গজ ব্যাটিং সহায়ক নয় ৷ ফলে দ্বিতীয় ম্যাচেও টস ফ্যাক্টর বড় কারণ হয়ে দাঁড়াল ৷ এদিন টস জিতে আরসিবি’কে ব্যাট করতে পাঠিয়েছিলেন সঞ্জু স্যামসন ৷ প্রথমে ব্যাট করতে নেমে 172 রান তোলে বেঙ্গালুরু ৷ যদিও সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার সমৃদ্ধ ব্যাটিং লাইন-আপকে রোখার জন্য তা যথেষ্ট ছিল না ৷
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোরকার্ড: বিরাট কোহলি (24 বলে 33), ফ্যাফ ডু’প্লেসি (অধিনায়ক) (14 বলে 17), রজত পাতিদার (22 বলে 34), ক্যামেরন গ্রিন (21 বলে 27), গ্লেন ম্যাক্সওয়েল (1 বলে 0), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক) (13 বলে 11), মহিপাল লোমরর (17 বলে 32), স্বপ্নিল সিং (4 বলে 9), কর্ণ শর্মা (4 বলে 5)
ব্যাট করতে নামেননি মহম্মদ সিরাজ, লকি ফার্গুসন ও যশ দয়াল
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিলেন যশস্বী জয়সওয়াল ও টম কোহলার-ক্যাডমোর জুটি ৷ আপাত সহজ লক্ষ্যপূরণের পথে প্রথম পাওয়ার প্লে’তেই মারতে শুরু করে দুই ওপেনার ৷ সেখান থেকে আরসিবি’কে ম্যাচে ফিরিয়েছিলেন বোলাররা ৷ পরপর উইকেট তুলে নেন ক্যামেরন গ্রিন, লকি ফার্গুসন, মহম্মদ সিরাজরা ৷ দুরন্ত থ্রো’য়ে ধ্রুব জুরেলকে রান-আউট করেন কোহলি ৷ বিয়ানের উইকেট ভেঙে দেয় সিরাজের বিষাক্ত স্পেল ৷ স্যামসনকে বোকা বানিয়ে ডাগ-আউটে পাঠান করণ শর্মা ৷ যদিও শেষ পর্যন্ত হেটমায়ার-পাওয়েলের ক্যারিবিয়ান জুটি কাঙ্খিত জয় এনে দেয় রাজস্থানকে ৷
রাজস্থান রয়্যালস স্কোরকার্ড: যশস্বী জয়সওয়াল (30 বলে 45), টম কোহলার-ক্যাডমোর (15 বলে 20), সঞ্জু স্যামসন (অধিনায়ক) (13 বলে 17), রিয়ান পরাগ (26 বলে 36), ধ্রুব জুরেল (8 বলে 8), সিমরন হেটমায়ার (14 বলে 26), রভমন পাওয়েল (8 বলে 16), রবিচন্দ্রন অশ্বিন (একটিও বল খেলেননি)
ব্যাট করতে নামেননি ট্রেন্ট বোল্ট, আভেশ খান, সন্দীপ শর্মা
আরও পড়ুন