মুম্বই, 2 এপ্রিল: কোনও ম্যাচে দলের বোলাররা অগুন্তি রান দিচ্ছেন, কোনও ম্যাচে ধসে পড়ছে দলের ব্যাটিং লাইন-আপ ৷ ফ্র্যাঞ্জাইজি লিগের সফলতম দল শেষ কোন মরশুমে এত বাজে শুরু করেছিল, তা ভেবে পাচ্ছেন না ক্রিকেট বোদ্ধারাও ৷ স্কোরবোর্ডে 125 রান তুলে যশস্বী জয়সওয়াল, জোস বাটলারদের রাজস্থানকে যে আটকানো অসম্ভব, তা জানাই ছিল ৷ সেই মতোই 27 বল বাকি থাকতেই খেলা গুটিয়ে দিল 'পিঙ্ক আর্মি' ৷
আপাত নিরীহ স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় রাজস্থান ৷ জয়সওয়ালকে তুলে নেম কোয়েনা মাফাকা ৷ এটিই আইপিএলে তরুণ প্রোটিয়া পেসারের প্রথম উইকেট ৷ যদিও তারপরেই বাটলার-স্যামসন চালিয়ে খেলার চেষ্টা করলেও চাপ বাড়ান জসপ্রীত বুমরা ৷ যদিও একাধিকবার উইকেট নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও উইকেট পাননি দলের সেরা অস্ত্র ৷ তারমধ্যেই পরপর দুই ব্যাটারকে ফেরত পাঠান আকাশ মাধওয়াল ৷ তারপর যদিও আর সমস্যা তৈরি করতে পারেনি ‘হার্দিক অ্যান্ড কোং’ ৷
রোহিত শর্মা, নমন ধীর, ডেওয়াল্ড ব্রেভিসের গোল্ডেন ডাকে ধুঁকতে থাকা মুম্বইকে তিন অঙ্কে পৌঁছে দেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা ৷ হার্দিকের 21 বলে 34 ও তিলকের 29 বলে 32 রানের সৌজন্যে 125 রান তোলে পল্টনরা ৷ যদিও কুড়ি-বিশের ফর্ম্যাটে কোনও দলকে আটকাতেই এই রান যথেষ্ট নয় ৷ তারমধ্যেও জসপ্রীত বুমরার আগুনে স্পেল ও আকাশ মাধওয়ালের পরপর সঞ্জু-বাটলারকে তুলে নেওয়ায় খানিক আশার আলো দেখেছিল ওয়াংখেড়ে ৷ যদিও তাতে জল ঢালতে বিশেষ সময় নেননি রিয়ান পরাগ ৷ অসমের তরুণ ব্যাটারের অর্ধ-শতরানে ম্যাচ বের করে নেয় রাজস্থান ৷
আরও পড়ুন: