ETV Bharat / sports

বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও বদলাচ্ছে না সেন নদীতে অলিম্পিক্স উদ্বোধনের সূচি - PARIS OLYMPICS 2024

Olympics Opening Ceremony: শুক্রবার দিনের মাঝামাঝি সময় থেকে মেঘাচ্ছন্ন থাকবে প্যারিসের আকাশ ৷ সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ৷ ফলত অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার আশঙ্কা ৷

author img

By PTI

Published : Jul 25, 2024, 8:04 PM IST

seine river
সেন নদী (এপি)

প্যারিস, 25 জুলাই: এই প্রথমবার স্টেডিয়ামের গণ্ডি ছেড়ে নদীপথে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান ৷ সেন নদীতে ঐতিহাসিক অলিম্পিক্সের উদ্বোধন দেখতে হাজির থাকবেন 3 লক্ষেরও বেশি মানুষ ৷ কিন্তু স্টেডিয়ামের মার্চ পাস্টের বদলে নদীপথে প্রায় সাড়ে 10,000 অ্যাথলিটের নৌকায় চেপে প্যারাড বাধ সাধতে পারে বৃষ্টির কারণে ৷ কারণ ফ্রান্সের হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার দিনের মাঝামাঝি সময় থেকে মেঘাচ্ছন্ন থাকবে প্যারিসের আকাশ ৷ সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ৷

সেদেশের হাওয়া অফিস জানাচ্ছে, বিকেলের দিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও সন্ধেয় উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির কারণে বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তবে আশার কথা এই যে, বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও আয়োজকদের তরফে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নয়া কোনও পরিকল্পনার কথা জানানো হয়নি ৷ অর্থাৎ, এখনও পর্যন্ত যা ঠিক তাতে সব পরিকল্পনামাফিকই চলবে ৷

প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে 7টায় শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ৷ যা কমপক্ষে তিন ঘণ্টা দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে ৷ আগেভাগেই যেহেতু সবকিছু গোছানো, তাই হাওয়া অফিসের তরফে বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও এখনই পরিকল্পনায় বদল আনা হচ্ছে না ৷ উদ্বোধনের সময় প্য়ারিসের তাপমাত্রা যদিও আরামদায়ক থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ৷ তাপমাত্রা ঘোরাফেরা করবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷

প্রথা ভেঙে এবার স্টেডিয়ামের পরিবর্তে অ্য়াথলিটদের প্য়ারাড অনুষ্ঠিত হতে চলেছে নদীবক্ষে ৷ সেন নদীতে 90টি নৌকায় চড়িয়ে নিয়ে আসা হবে 10,500 জন অ্যাথলিটদের ৷ নদীপথে অ্যাথলিটদের সেই যাত্রাপথ কমবেশি 6 কিলোমিটার দীর্ঘ ৷

প্যারিস, 25 জুলাই: এই প্রথমবার স্টেডিয়ামের গণ্ডি ছেড়ে নদীপথে অনুষ্ঠিত হতে চলেছে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান ৷ সেন নদীতে ঐতিহাসিক অলিম্পিক্সের উদ্বোধন দেখতে হাজির থাকবেন 3 লক্ষেরও বেশি মানুষ ৷ কিন্তু স্টেডিয়ামের মার্চ পাস্টের বদলে নদীপথে প্রায় সাড়ে 10,000 অ্যাথলিটের নৌকায় চেপে প্যারাড বাধ সাধতে পারে বৃষ্টির কারণে ৷ কারণ ফ্রান্সের হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার দিনের মাঝামাঝি সময় থেকে মেঘাচ্ছন্ন থাকবে প্যারিসের আকাশ ৷ সকাল থেকেই রয়েছে বৃষ্টির সম্ভাবনাও ৷

সেদেশের হাওয়া অফিস জানাচ্ছে, বিকেলের দিকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা থাকলেও সন্ধেয় উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির কারণে বিঘ্ন ঘটার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ তবে আশার কথা এই যে, বৃষ্টির ভ্রূকুটি সত্ত্বেও আয়োজকদের তরফে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে নয়া কোনও পরিকল্পনার কথা জানানো হয়নি ৷ অর্থাৎ, এখনও পর্যন্ত যা ঠিক তাতে সব পরিকল্পনামাফিকই চলবে ৷

প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে 7টায় শুক্রবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ৷ যা কমপক্ষে তিন ঘণ্টা দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে ৷ আগেভাগেই যেহেতু সবকিছু গোছানো, তাই হাওয়া অফিসের তরফে বৃষ্টির সম্ভাবনা সত্ত্বেও এখনই পরিকল্পনায় বদল আনা হচ্ছে না ৷ উদ্বোধনের সময় প্য়ারিসের তাপমাত্রা যদিও আরামদায়ক থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে ৷ তাপমাত্রা ঘোরাফেরা করবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ৷

প্রথা ভেঙে এবার স্টেডিয়ামের পরিবর্তে অ্য়াথলিটদের প্য়ারাড অনুষ্ঠিত হতে চলেছে নদীবক্ষে ৷ সেন নদীতে 90টি নৌকায় চড়িয়ে নিয়ে আসা হবে 10,500 জন অ্যাথলিটদের ৷ নদীপথে অ্যাথলিটদের সেই যাত্রাপথ কমবেশি 6 কিলোমিটার দীর্ঘ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.