ETV Bharat / sports

ভিনেশকে নির্বাচনী লড়াইয়ে সহায়তা রেলের! শুরু ইস্তফা গ্রহণের প্রক্রিয়া - VINESH PHOGAT - VINESH PHOGAT

VINESH PHOGAT QUITS RAIL JOB: ভিনেশের নির্বাচনে লড়তে যাতে সমস্যা না-হয়, তার প্রক্রিয়া শুরু করল রেল ৷ কিন্তু ইস্তফা দেওয়ার পরও নিয়ম মেনে তিন মাস নোটিশ পিরিয়ডে থাকতে হয়, সেক্ষেত্রে কী হবে ভিনেশের ক্ষেত্রে, জানাল রেল ৷

VINESH PHOGAT JOINS CONGRESS
কংগ্রেসে যোগদানের মুহূর্তে ভিনেশ ও বজরং (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 7:48 PM IST

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রেলের চাকরি ছেড়ে গত শুক্রবার কংগ্রেসে যোগদান করেছিলেন ভিনেশ ফোগত ৷ কংগ্রেস যোগদানে তাঁর সঙ্গী হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়া ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আবহে দুই তারকা পালোয়ানের যোগদান আলোড়ন ফেলেছে দেশের রাজনীতিতে ৷ ইতিমধ্যেই জুলানা থেকে ভিনেশকে প্রার্থী নির্বাচন করেছে কংগ্রেস ৷ কিন্তু ভিনেশ কি নির্বাচনে লড়তে পারবেন? কারণ, রেল ইস্তফাপত্র গ্রহণ না-করলে নির্বাচনে লড়া সম্ভব নয় কুস্তিগীরের পক্ষে ৷ অবশেষে ভিনেশ এবং বজরং দু'জনেরই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া শুরু করল উত্তর রেলওয়ে ৷

রেলের এক সূত্রের দাবি, ইস্তফা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এরপর জুলানা থেকে কংগ্রেসের টিকিটে লড়তে ভিনেশের আর সমস্য়া হওয়ার কথা নয় ৷ খুব শীঘ্রই দু'জনকে রেলকর্মী হিসেবে অব্যাহতি দেওয়া হবে ৷ চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও নিয়ম মেনে তিন মাস নোটিশ পিরিয়ডে থেকে পরিষেবা দিতে হয় ৷ তেমনটা হলে আগামী মাসে হরিয়ানা নির্বাচনে লড়াই করা কোনওভাবেই সম্ভব নয় ৷

এক্ষেত্রে ভিনেশের ক্ষেত্রে সেই নিয়মই শিথিল করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে রেলের সূত্র ৷ তবে দু'জনকেই চাকরি ছাড়ার কারণে শো-কজ করেছে রেল ৷ 10 দিনের মধ্যে ভিনেশ এবং বজরংকে উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে ৷ উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় ইটিভি ভারতকে জানান, 4 সেপ্টেম্বর ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে দুই তারকার একটি রাজনৈতিক দলে যোগদান দেওয়ার জল্পনা শুরু হওয়ার পরেই এই নোটিশ পাঠানো হয়েছে । 10 দিনের মধ্যে তাঁদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে ৷

প্য়ারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন ভিনেশ ফোগত ৷ যিনি গতবছর কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রতিবাদে সরব হয়েছিলেন ৷ হয়ে উঠেছিলেন আন্দোলনের মুখও ৷ সেই আবেগকে কাজে লাগিয়েই আসন্ন হরিয়ানা বিধানসভায় পালোয়ানকে প্রার্থী করছে কংগ্রেস ৷ টিকিট না-দিলেও বজরং পুনিয়াকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷

নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: রেলের চাকরি ছেড়ে গত শুক্রবার কংগ্রেসে যোগদান করেছিলেন ভিনেশ ফোগত ৷ কংগ্রেস যোগদানে তাঁর সঙ্গী হয়েছেন অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়া ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনের আবহে দুই তারকা পালোয়ানের যোগদান আলোড়ন ফেলেছে দেশের রাজনীতিতে ৷ ইতিমধ্যেই জুলানা থেকে ভিনেশকে প্রার্থী নির্বাচন করেছে কংগ্রেস ৷ কিন্তু ভিনেশ কি নির্বাচনে লড়তে পারবেন? কারণ, রেল ইস্তফাপত্র গ্রহণ না-করলে নির্বাচনে লড়া সম্ভব নয় কুস্তিগীরের পক্ষে ৷ অবশেষে ভিনেশ এবং বজরং দু'জনেরই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া শুরু করল উত্তর রেলওয়ে ৷

রেলের এক সূত্রের দাবি, ইস্তফা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ এরপর জুলানা থেকে কংগ্রেসের টিকিটে লড়তে ভিনেশের আর সমস্য়া হওয়ার কথা নয় ৷ খুব শীঘ্রই দু'জনকে রেলকর্মী হিসেবে অব্যাহতি দেওয়া হবে ৷ চাকরি থেকে ইস্তফা দেওয়ার পরেও নিয়ম মেনে তিন মাস নোটিশ পিরিয়ডে থেকে পরিষেবা দিতে হয় ৷ তেমনটা হলে আগামী মাসে হরিয়ানা নির্বাচনে লড়াই করা কোনওভাবেই সম্ভব নয় ৷

এক্ষেত্রে ভিনেশের ক্ষেত্রে সেই নিয়মই শিথিল করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে রেলের সূত্র ৷ তবে দু'জনকেই চাকরি ছাড়ার কারণে শো-কজ করেছে রেল ৷ 10 দিনের মধ্যে ভিনেশ এবং বজরংকে উপযুক্ত কারণ দর্শাতে বলা হয়েছে ৷ উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) হিমাংশু শেখর উপাধ্যায় ইটিভি ভারতকে জানান, 4 সেপ্টেম্বর ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে ৷ মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সোশাল মিডিয়া পোস্টে দুই তারকার একটি রাজনৈতিক দলে যোগদান দেওয়ার জল্পনা শুরু হওয়ার পরেই এই নোটিশ পাঠানো হয়েছে । 10 দিনের মধ্যে তাঁদের প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে ৷

প্য়ারিস অলিম্পিক্সে পদক হাতছাড়া হলেও দেশে ফিরে বীরের সম্মান পেয়েছেন ভিনেশ ফোগত ৷ যিনি গতবছর কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার প্রতিবাদে সরব হয়েছিলেন ৷ হয়ে উঠেছিলেন আন্দোলনের মুখও ৷ সেই আবেগকে কাজে লাগিয়েই আসন্ন হরিয়ানা বিধানসভায় পালোয়ানকে প্রার্থী করছে কংগ্রেস ৷ টিকিট না-দিলেও বজরং পুনিয়াকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের ওয়ার্কিং চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.