ETV Bharat / sports

বিশ্বকাপই দ্রাবিড়ের শেষ টিম ইন্ডিয়া সফর - Rahul Dravid

Rahul Dravid: ভারতীয় দলের কোচ হিসেবে চলতি টি-20 বিশ্বকাপই তাঁর শেষ সফর ৷ অফিসিয়ালি একথা জানিয়ে দিলেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ৷ 2021 সালে টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্বভার গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেটের 'ওয়াল' ৷

ETV BHARAT
রাহুল দ্রাবিড় ৷ (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 2:22 PM IST

নিউইয়র্ক, 4 জুন: টি-20 বিশ্বকাপের পরেই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ 2023 সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর রাহুল-সব ভারতীয় দলের একাধিক কোচিং স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল ৷ যেখানে রাহুলের মেয়াদ টি-20 বিশ্বকাপ পর্যন্ত ছিল ৷ জুন মাসের শেষে সেই বর্ধিত মেয়াদ শেষ হবে ৷ তারপর আর ভারতীয় দলের সঙ্গে তাঁকে দেখা যাবে না বলে নিশ্চিত করে দিলেন রাহুল ৷

উল্লেখ্য, গত মে মাসে বিসিসিআই ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ৷ সে নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, রাহুল দ্রাবিড় চাইলে আবারও কোচের পদের জন্য আবেদন করতে পারেন ৷ গতসপ্তাহে সেই আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ তবে, আর কোচের পদের জন্য রাহুল আবেদন করেননি বলে বিসিসিআই-এর একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছিল ৷ এবার তিনি নিজেই জানিয়ে দিলেন ভারতীয় দলের সঙ্গে চলতি টি-20 বিশ্বকাপই তাঁর শেষ সফর ৷

রাহুল দ্রাবিড় বলেন, "প্রত্যেক টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ৷ ভারতীয় দলকে কোচিং করানো প্রতিটি ম্যাচ আমার কাছে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ ছিল ৷ তাই এই বিশ্বকাপ ভারতীয় দলের হয়ে আমার শেষ দায়িত্ব বলে, বাড়তি গুরুত্ব পাবে এমনটা নয় ৷" 2021 সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল ৷ প্রায় সাড়ে তিনবছরের এই সফরের সমাপ্তি হবে জুন মাসের শেষে ৷

রাহুল জানিয়েছেন, "আমি এই কাজটা করতে ভালোবাসি ৷ আমি ভারতীয় দলের কোচের কাজটাকে উপভোগ করছি এবং আমি মনে করি, এই কাজটা খুবই স্পেশাল ৷ আমি এই দলটা এবং অসাধারণ সব ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত ৷ ওরা খুবই স্পেশাল ৷ কিন্তু, বর্তমানে যে ধরনের সফরসূচি থাকে ৷ তার সঙ্গে এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে আছি, সেখান থেকে আমার পক্ষে আবারও কোচের পদে আবেদন করা কখনই সম্ভব হবে না ৷" সবশেষে ভারতীয় দলের সঙ্গে শেষ সফরে, এই একটি আইসিসি ট্রফি জিততে চান বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড় ৷

নিউইয়র্ক, 4 জুন: টি-20 বিশ্বকাপের পরেই ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড় ৷ 2023 সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপের পর রাহুল-সব ভারতীয় দলের একাধিক কোচিং স্টাফের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল ৷ যেখানে রাহুলের মেয়াদ টি-20 বিশ্বকাপ পর্যন্ত ছিল ৷ জুন মাসের শেষে সেই বর্ধিত মেয়াদ শেষ হবে ৷ তারপর আর ভারতীয় দলের সঙ্গে তাঁকে দেখা যাবে না বলে নিশ্চিত করে দিলেন রাহুল ৷

উল্লেখ্য, গত মে মাসে বিসিসিআই ভারতীয় দলের কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ৷ সে নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, রাহুল দ্রাবিড় চাইলে আবারও কোচের পদের জন্য আবেদন করতে পারেন ৷ গতসপ্তাহে সেই আবেদনের প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে ৷ তবে, আর কোচের পদের জন্য রাহুল আবেদন করেননি বলে বিসিসিআই-এর একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছিল ৷ এবার তিনি নিজেই জানিয়ে দিলেন ভারতীয় দলের সঙ্গে চলতি টি-20 বিশ্বকাপই তাঁর শেষ সফর ৷

রাহুল দ্রাবিড় বলেন, "প্রত্যেক টুর্নামেন্ট খুব গুরুত্বপূর্ণ ৷ ভারতীয় দলকে কোচিং করানো প্রতিটি ম্যাচ আমার কাছে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ ছিল ৷ তাই এই বিশ্বকাপ ভারতীয় দলের হয়ে আমার শেষ দায়িত্ব বলে, বাড়তি গুরুত্ব পাবে এমনটা নয় ৷" 2021 সালে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত টি-20 বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছিলেন রাহুল ৷ প্রায় সাড়ে তিনবছরের এই সফরের সমাপ্তি হবে জুন মাসের শেষে ৷

রাহুল জানিয়েছেন, "আমি এই কাজটা করতে ভালোবাসি ৷ আমি ভারতীয় দলের কোচের কাজটাকে উপভোগ করছি এবং আমি মনে করি, এই কাজটা খুবই স্পেশাল ৷ আমি এই দলটা এবং অসাধারণ সব ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত ৷ ওরা খুবই স্পেশাল ৷ কিন্তু, বর্তমানে যে ধরনের সফরসূচি থাকে ৷ তার সঙ্গে এই মুহূর্তে আমি যে পরিস্থিতিতে আছি, সেখান থেকে আমার পক্ষে আবারও কোচের পদে আবেদন করা কখনই সম্ভব হবে না ৷" সবশেষে ভারতীয় দলের সঙ্গে শেষ সফরে, এই একটি আইসিসি ট্রফি জিততে চান বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.