প্যারিস, 31 জুলাই: বিশ্ব ব়্যাংকিংয়ে 73 নম্বর ক্রিস্টিন কুবাকে হারাতে যে তাঁকে বিশেষ বেগ পেতে হবে না, সে কথা জানাই ছিল ৷ কিন্তু পুসারলা ভেঙ্কট সিন্ধু অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে তিনি যে এতটা দাপট দেখাবেন, তা হয়তো আঁচ করতে পারেননি অনুরাগীরা ৷ কিন্তু বুধবার এস্তোনিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোর্টে ঝড় তুলে দিলেন দু'বারের পদকজয়ী ৷ কুবাকে স্ট্রেট গেমে হারিয়ে পৌঁছে গেলেন অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-5, 21-10 ৷
দ্বিতীয় ম্যাচ জিততে কোর্টে সিন্ধু ব্যয় করলেন মাত্র 34 মিনিট সময় ৷ এদিন প্রথম সেটে একসময় 8-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন গত দু'বার পোডিয়ামে ফিনিশ করা ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে বিরতিতে সিন্ধু এগিয়ে ছিলেন 11-2 ব্যবধানে ৷ সেখান থেকে জয় ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা নিছক বোকামি ৷ বিরতির পরও কোনওরকম প্রত্যাঘাত হানতে পারেননি কুবা ৷ শেষমেশ 21-5 ব্যবধানে প্রথম সেটের নিষ্পত্তি করেন ভারতীয় শাটলার ৷
দ্বিতীয় সেটেও একপ্রকার আত্মসমর্পণ করেন এস্তোনিয়ার শাটলার ৷ সিন্ধুর নৈপুণ্যের সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারেননি তিনি ৷ দ্বিতীয় গেমের বিরতিতে হায়দরাবাদি শাটলার এগিয়ে যান 11-6 ব্যবধানে ৷ বিরতির পর প্রতিদ্বন্দ্বীকে মাত্র 4 পয়েন্ট দিয়ে ম্যাচ এবং সেইসঙ্গে প্রি-কোয়ার্টারের টিকিট কেটে ফেলেন সিন্ধু ৷ গ্রুপ 'এম' থেকে রাউন্ড অফ 16'য় পৌঁছলেন তিনি ৷
🇮🇳 𝗦𝗶𝗻𝗱𝗵𝘂 𝘄𝗶𝗻𝘀 𝘄𝗶𝘁𝗵 𝗲𝗮𝘀𝗲! A terrific performance from PV Sindhu to defeat Kristin Kuuba in her final group game to move one step closer to Olympic glory for the third time. She won her match in straight games, 21-05 & 21-10.
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 31, 2024
🏸 Kristin had no answer to Sindhu's… pic.twitter.com/9TJr9mZ2Ko
এর আগে গ্রুপের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছিলেন রিও অলিম্পিক্সে রুপো এবং টোকিয়োয় ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার ৷ ওপেনারে মলদ্বীপ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও স্ট্রেট গেমে এসেছিল জয় ৷ ফতিমা আব্দুল রজ্জাকের বিরুদ্ধে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল 21-9, 21-6 ৷