ETV Bharat / sports

দাঁড়াতেই দিলেন না প্রতিদ্বন্দ্বীকে, ঝড় তুলে প্রি-কোয়ার্টারে সিন্ধু - PARIS OLYMPICS 2024

PV Sindhu Reached R of 16: কুবাকে স্ট্রেট গেমে হারিয়ে অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু ৷ মাত্র 34 মিনিটের লড়াইয়ে ভারতীয় শাটলারের পক্ষে ম্যাচের ফল 21-5, 21-10 ৷

PV Sindhu
পিভি সিন্ধু (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 1:48 PM IST

Updated : Jul 31, 2024, 2:09 PM IST

প্যারিস, 31 জুলাই: বিশ্ব ব়্যাংকিংয়ে 73 নম্বর ক্রিস্টিন কুবাকে হারাতে যে তাঁকে বিশেষ বেগ পেতে হবে না, সে কথা জানাই ছিল ৷ কিন্তু পুসারলা ভেঙ্কট সিন্ধু অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে তিনি যে এতটা দাপট দেখাবেন, তা হয়তো আঁচ করতে পারেননি অনুরাগীরা ৷ কিন্তু বুধবার এস্তোনিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোর্টে ঝড় তুলে দিলেন দু'বারের পদকজয়ী ৷ কুবাকে স্ট্রেট গেমে হারিয়ে পৌঁছে গেলেন অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-5, 21-10 ৷

দ্বিতীয় ম্যাচ জিততে কোর্টে সিন্ধু ব্যয় করলেন মাত্র 34 মিনিট সময় ৷ এদিন প্রথম সেটে একসময় 8-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন গত দু'বার পোডিয়ামে ফিনিশ করা ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে বিরতিতে সিন্ধু এগিয়ে ছিলেন 11-2 ব্যবধানে ৷ সেখান থেকে জয় ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা নিছক বোকামি ৷ বিরতির পরও কোনওরকম প্রত্যাঘাত হানতে পারেননি কুবা ৷ শেষমেশ 21-5 ব্যবধানে প্রথম সেটের নিষ্পত্তি করেন ভারতীয় শাটলার ৷

দ্বিতীয় সেটেও একপ্রকার আত্মসমর্পণ করেন এস্তোনিয়ার শাটলার ৷ সিন্ধুর নৈপুণ্যের সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারেননি তিনি ৷ দ্বিতীয় গেমের বিরতিতে হায়দরাবাদি শাটলার এগিয়ে যান 11-6 ব্যবধানে ৷ বিরতির পর প্রতিদ্বন্দ্বীকে মাত্র 4 পয়েন্ট দিয়ে ম্যাচ এবং সেইসঙ্গে প্রি-কোয়ার্টারের টিকিট কেটে ফেলেন সিন্ধু ৷ গ্রুপ 'এম' থেকে রাউন্ড অফ 16'য় পৌঁছলেন তিনি ৷

এর আগে গ্রুপের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছিলেন রিও অলিম্পিক্সে রুপো এবং টোকিয়োয় ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার ৷ ওপেনারে মলদ্বীপ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও স্ট্রেট গেমে এসেছিল জয় ৷ ফতিমা আব্দুল রজ্জাকের বিরুদ্ধে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল 21-9, 21-6 ৷

প্যারিস, 31 জুলাই: বিশ্ব ব়্যাংকিংয়ে 73 নম্বর ক্রিস্টিন কুবাকে হারাতে যে তাঁকে বিশেষ বেগ পেতে হবে না, সে কথা জানাই ছিল ৷ কিন্তু পুসারলা ভেঙ্কট সিন্ধু অলিম্পিক্সের দ্বিতীয় ম্যাচে তিনি যে এতটা দাপট দেখাবেন, তা হয়তো আঁচ করতে পারেননি অনুরাগীরা ৷ কিন্তু বুধবার এস্তোনিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোর্টে ঝড় তুলে দিলেন দু'বারের পদকজয়ী ৷ কুবাকে স্ট্রেট গেমে হারিয়ে পৌঁছে গেলেন অলিম্পিক্সের প্রি-কোয়ার্টার ফাইনালে ৷ সিন্ধুর পক্ষে ম্যাচের ফল 21-5, 21-10 ৷

দ্বিতীয় ম্যাচ জিততে কোর্টে সিন্ধু ব্যয় করলেন মাত্র 34 মিনিট সময় ৷ এদিন প্রথম সেটে একসময় 8-0 ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন গত দু'বার পোডিয়ামে ফিনিশ করা ভারতীয় শাটলার ৷ প্রথম গেমে বিরতিতে সিন্ধু এগিয়ে ছিলেন 11-2 ব্যবধানে ৷ সেখান থেকে জয় ছাড়া অন্য কিছু প্রত্যাশা করা নিছক বোকামি ৷ বিরতির পরও কোনওরকম প্রত্যাঘাত হানতে পারেননি কুবা ৷ শেষমেশ 21-5 ব্যবধানে প্রথম সেটের নিষ্পত্তি করেন ভারতীয় শাটলার ৷

দ্বিতীয় সেটেও একপ্রকার আত্মসমর্পণ করেন এস্তোনিয়ার শাটলার ৷ সিন্ধুর নৈপুণ্যের সঙ্গে কোনওভাবেই এঁটে উঠতে পারেননি তিনি ৷ দ্বিতীয় গেমের বিরতিতে হায়দরাবাদি শাটলার এগিয়ে যান 11-6 ব্যবধানে ৷ বিরতির পর প্রতিদ্বন্দ্বীকে মাত্র 4 পয়েন্ট দিয়ে ম্যাচ এবং সেইসঙ্গে প্রি-কোয়ার্টারের টিকিট কেটে ফেলেন সিন্ধু ৷ গ্রুপ 'এম' থেকে রাউন্ড অফ 16'য় পৌঁছলেন তিনি ৷

এর আগে গ্রুপের প্রথম ম্যাচেও দাপুটে জয় পেয়েছিলেন রিও অলিম্পিক্সে রুপো এবং টোকিয়োয় ব্রোঞ্জজয়ী ভারতীয় শাটলার ৷ ওপেনারে মলদ্বীপ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও স্ট্রেট গেমে এসেছিল জয় ৷ ফতিমা আব্দুল রজ্জাকের বিরুদ্ধে সিন্ধুর পক্ষে ফলাফল ছিল 21-9, 21-6 ৷

Last Updated : Jul 31, 2024, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.