ETV Bharat / sports

ভারতের উত্থান রুখতেই কমনওয়েলথ থেকে বাদ ব্যাডমিন্টন: গোপীচন্দ

2026 কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাডমিন্টনকে ৷ যা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত কোচ পুল্লেলা গোপীচন্দ ৷

PULLELA GOPICHAND ON CWG 2026
পুল্লেলা গোপীচন্দ ৷ (ছবি- এএফপি)
author img

By ETV Bharat Sports Team

Published : 4 hours ago

হায়দরাবাদ, 23 অক্টোবর: ভারতীয় ক্রীড়া জগতের জন্য খুবই খারাপ খবর এসেছে মঙ্গলবার ৷ 2026 কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাডমিন্টনকে ৷ ভারতকে একাধিক পদক এনে দেওয়া ব্যাডমিন্টনকে বাদ দেওয়াকে বড়সড় ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ক্রীড়াবিদদের একাংশ ৷ তাঁদের মধ্যে অন্যতম, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শাটলার পুল্লেলা গোপীচন্দ ৷ ভারতীয় ব্যাডমিন্টনের উত্থানকে প্রতিহত করতেই এই ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি ৷

2026 কমনওয়েলথ গেমস থেকে মোট 9টি খেলাকে বাদ দেওয়া হয়েছে ৷ বিশেষত, সেই সব খেলাগুলিকে বাদ দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় প্রতিযোগীরা সবচেয়ে বেশি পদক যেতেন ৷ ব্যাডমিন্টন ছাড়া বাকি গুরুত্বপূর্ণ খেলাগুলি হল, বক্সিং, কুস্তি, হকি এবং ক্রিকেট ৷ কমনওয়েলথের আয়োজকদের দাবি, খরচ কমাতে এবং লজিস্টিক সংক্রান্ত যে সব সমস্যা দেখা দেয়, সেগুলিকে এড়াতে 9টি খেলাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে ৷

কিন্তু, এভাবে ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুদের প্রাক্তন কোচ ৷ হতাশা প্রকাশ করে সংবাদসংস্থা পিটিআই-কে গোপীচন্দ বলেছেন, "গ্লাসগোতে 2026 কমনওয়েলথ গেমস থেকে ব্যাডমিন্টন বাদ দেওয়ার সিদ্ধান্তে আমি খুবই আতঙ্কিত এবং হতাশ ৷ এটা এমন একটা সিদ্ধান্ত, যা ভারতের মতো দেশগুলির অগ্রগতি স্তব্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে ৷ ব্যাডমিন্টন এমন একটা খেলা, যা আমাদের বহুবার গর্বিত করেছে এবং সাফল্য এনে দিয়েছে ৷ আন্তর্জাতিক মঞ্চে আমাদের অসাধারণ সব প্রতিভাদের প্রজ্জ্বলিত হতে সাহায্য করেছে ৷"

উল্লেখ্য, গতবছর পর্যন্ত কমনওয়েলথ গেমস আয়োজনের স্বত্ব ভিক্টোরিয়ার অধীনে ছিল ৷ কিন্তু, সেটাই এবার গ্লাসগোর হাতে গিয়েছে ৷ যেখানে স্কটল্যান্ডের চারটি শহরের মধ্যে এই প্রতিযোগিতাকে সীমাবদ্ধ রাখা হয়েছে ৷ 19টি খেলা আগে টুর্নামেন্টের অংশ ছিল ৷ কিন্তু, এখন সেই সংখ্যাই কমিয়ে দশ করা হয়েছে ৷ উল্লেখ্য, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে শুটিংয়ের আলাদা গুরুত্ব রয়েছে ৷ কিন্তু, 2022 সালেই তা বাদ চলে যায় ৷ আসন্ন কমনওয়েলথেও শুটিংকে বাদ দেওয়া হয়েছে ৷

গোপীচন্দ আরও বলেন, "আমাদের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ৷ এই ইস্যুকে সঠিক জায়গায় উপস্থাপন করতে হবে ৷ এটা নিশ্চিত করতে হবে যে, ব্যাডমিন্টন সবসময় তার স্থান ধরে রাখে ও পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করতে পারে ৷ ব্যাডমিন্টনকে বাদ দেওয়ার কারণগুলি অবশ্যই যাচাই করা উচিত ৷ এই খেলার সঙ্গে যুক্ত সকল সদস্য দেশের সঙ্গে আলোচনাও করতে হবে ৷"

হায়দরাবাদ, 23 অক্টোবর: ভারতীয় ক্রীড়া জগতের জন্য খুবই খারাপ খবর এসেছে মঙ্গলবার ৷ 2026 কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাডমিন্টনকে ৷ ভারতকে একাধিক পদক এনে দেওয়া ব্যাডমিন্টনকে বাদ দেওয়াকে বড়সড় ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ক্রীড়াবিদদের একাংশ ৷ তাঁদের মধ্যে অন্যতম, অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন শাটলার পুল্লেলা গোপীচন্দ ৷ ভারতীয় ব্যাডমিন্টনের উত্থানকে প্রতিহত করতেই এই ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি ৷

2026 কমনওয়েলথ গেমস থেকে মোট 9টি খেলাকে বাদ দেওয়া হয়েছে ৷ বিশেষত, সেই সব খেলাগুলিকে বাদ দেওয়া হয়েছে, যেখানে ভারতীয় প্রতিযোগীরা সবচেয়ে বেশি পদক যেতেন ৷ ব্যাডমিন্টন ছাড়া বাকি গুরুত্বপূর্ণ খেলাগুলি হল, বক্সিং, কুস্তি, হকি এবং ক্রিকেট ৷ কমনওয়েলথের আয়োজকদের দাবি, খরচ কমাতে এবং লজিস্টিক সংক্রান্ত যে সব সমস্যা দেখা দেয়, সেগুলিকে এড়াতে 9টি খেলাকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়েছে ৷

কিন্তু, এভাবে ব্যাডমিন্টনের মতো জনপ্রিয় খেলাকে বাদ দেওয়ায় অবাক হয়েছেন সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধুদের প্রাক্তন কোচ ৷ হতাশা প্রকাশ করে সংবাদসংস্থা পিটিআই-কে গোপীচন্দ বলেছেন, "গ্লাসগোতে 2026 কমনওয়েলথ গেমস থেকে ব্যাডমিন্টন বাদ দেওয়ার সিদ্ধান্তে আমি খুবই আতঙ্কিত এবং হতাশ ৷ এটা এমন একটা সিদ্ধান্ত, যা ভারতের মতো দেশগুলির অগ্রগতি স্তব্ধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে ৷ ব্যাডমিন্টন এমন একটা খেলা, যা আমাদের বহুবার গর্বিত করেছে এবং সাফল্য এনে দিয়েছে ৷ আন্তর্জাতিক মঞ্চে আমাদের অসাধারণ সব প্রতিভাদের প্রজ্জ্বলিত হতে সাহায্য করেছে ৷"

উল্লেখ্য, গতবছর পর্যন্ত কমনওয়েলথ গেমস আয়োজনের স্বত্ব ভিক্টোরিয়ার অধীনে ছিল ৷ কিন্তু, সেটাই এবার গ্লাসগোর হাতে গিয়েছে ৷ যেখানে স্কটল্যান্ডের চারটি শহরের মধ্যে এই প্রতিযোগিতাকে সীমাবদ্ধ রাখা হয়েছে ৷ 19টি খেলা আগে টুর্নামেন্টের অংশ ছিল ৷ কিন্তু, এখন সেই সংখ্যাই কমিয়ে দশ করা হয়েছে ৷ উল্লেখ্য, ভারতীয় ক্রীড়াক্ষেত্রে শুটিংয়ের আলাদা গুরুত্ব রয়েছে ৷ কিন্তু, 2022 সালেই তা বাদ চলে যায় ৷ আসন্ন কমনওয়েলথেও শুটিংকে বাদ দেওয়া হয়েছে ৷

গোপীচন্দ আরও বলেন, "আমাদের উচিত এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো ৷ এই ইস্যুকে সঠিক জায়গায় উপস্থাপন করতে হবে ৷ এটা নিশ্চিত করতে হবে যে, ব্যাডমিন্টন সবসময় তার স্থান ধরে রাখে ও পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করতে পারে ৷ ব্যাডমিন্টনকে বাদ দেওয়ার কারণগুলি অবশ্যই যাচাই করা উচিত ৷ এই খেলার সঙ্গে যুক্ত সকল সদস্য দেশের সঙ্গে আলোচনাও করতে হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.